যে বইটি লিখবই- ”আমাদের সময়ের নায়ক”
আনন্দ। খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার। এমন করে আর কাউকে অনুভব করিনি আগে। দুজনের বন্ধুত্ব ছিল অন্য রকম কিছু। কি? আমি তা বলতে পারব না। দেখতে ও খুবই সুন্দর ছিল। মুখের দিকে তাকালেই মায়া লাগে- এমন চেহারা। আমার সঙ্গে ওর কখনো ঝগড়া হয়নি। শুধু মাঝে মাঝে খিটিমিটি লাগত। কে বেশি লম্বা- এই নিয়ে। ওর দাবি [...]