হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’ বনাম ইবনে ওয়ারাকের বইগুলো
জনৈক শিবলি আজাদ হুমায়ুন আজাদের সাতটি বইকে (নারী, বাক্যতত্ত্ব,, শিল্পকলার বিমানবিকীকরন, প্রবচনগুচ্ছ, আমার অবিশ্বাস জলপাই রঙের অন্ধকার আর নিবিড় নীলিমা) প্রমাণ ছাড়াই নকল বলে দাবী করেছিলেন। আমরা ইতোমধ্যে শিবলির দাবীগুলোর মধ্যে নারী, বাক্যতত্ত্ব, শিল্পকলার বিমানবিকীকরণ, প্রবচনগুচ্ছ, আমার অবিশ্বাস বনাম রাসেলের ‘why I am not a Christian’ এই দাবীগুলো যুক্তিসহ ডিটেইলস আলোচনার মাধ্যমে খণ্ডন করেছি। এবারকার [...]