ছাতার লাঠি
গ্রীষ্মকালে বিনা পয়সায় আনন্দ নেয়ার সহজতম জায়গা হলো লেকের পাড়। টরন্টো শহরের থেকে যে দিকেই যাই না কেনো, লেকের সংস্পর্শ পাওয়া যাবেই। আর এই বিনা পয়সার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করেই বা কে? আমার মতো মধ্যবিত্ত মানুষের অভাব নেই টরন্টো শহরে। লং উইকএন্ডই হোক আর রেগুলার উইকএন্ডই হোক, লেকের পাড়ে গেলেই দেখা যায় পৃথিবীর বিভিন্ন [...]