ধর্ম,রাজনীতি ও সভ্যতার সংকট ( টেক্সাস ট্র্যাজেডি)
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টহুড সেনানিবাসে মার্কিন সেনাবাহিনীর একজন মেজর নিদাল মালিক হাসান তারই সহকর্মী সৈন্যদের ওপর আক্রমণ চালিয়ে ১২ সৈন্য এবং এক অসামরিক ব্যক্তিকে হত্যা করলেন। আহত করলেন আরও অন্তত তিরিশজনকে। সেই সংবাদ যেমন বিষাদের, তেমনি বিস্ময়েরও বটে। আহত অবস্থায় প্রাণে বেঁচে যাওয়া মেজর হাসান সেনাবাহিনীর একজন চিকিৎসক, যিনি মূলত সশস্ত্রবাহিনীর সদস্যদের মনোরোগের চিকিৎসা [...]