মুক্তচিন্তা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অজয় রায় চলে গেলেন মহাকালের হাত ধরে অনন্তের পথে। চলে যাবার আগে পুত্র অভিজিৎ রায় এবং স্ত্রী শেফালী রায় এর মত তিনি তাঁর দেহটি দান করে গেলেন মানুষের কল্যাণে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেবার আদর্শে অবিরাম মঙ্গল চিন্তা ও কাজ তিনি করে গেলেন সযতনে, রেখে গেলেন অসংখ্য গুণমুগ্ধ মানুষ। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠা এবং প্রসারে অবদানে ডঃ অজয় রায়’এর প্রতি আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।
///////// বিদায় অজয় রায় /////////
About the Author: মুক্তমনা সম্পাদক
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । আপনার মহান কর্মের জন্য এ জাতির কাছে আপনি অমর হয়ে থাকবেন…
অজস্র ভালবাসা আর শ্রদ্ধায় আপনাকে জানাই বিদায় । পরপারে শান্তিতে থাকুন স্যার এই প্রার্থনা করি স্রষ্টার নিকট ।তবে দুঃখ শুধু এইটুকুই ছেলের হত্যাকারী সন্ত্রাসীদের বিচারটা দেখে যেতে পারলেন না ।
মুক্ত মনা তে আজয় রায়কে নিয়ে আরও অনেক লেখা দখতে চাইছিলাম
বিনম্র শ্রদ্ধা অধ্যাপক অজয় রায়। স্যার, বাংলাদেশ আপনাকে আজীবন মনে রাখবে।
অজয় স্যারকে নিয়ে একটি লেখা, সাক্ষাৎকার ও দুটি ভিডিও ক্লিপিং এখানে
https://www.guruchandali.com/blog/2019/12/09/1575888647938.html