ব্লগে কাজ চলছে। অসুবিধার জন্য দুঃখিত।
কাজ চলছে
About the Author: মুক্তমনা সম্পাদক
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
১) সুব্রতর সঙ্গে এ ক মত। এই দাবি আমারো।
২) অন্যতম বাংলা ব্লগ অনির্দিষ্টকালের জন্য “কাজ চলছে” নোটিশে থাকতে পারে না। দ্রুত এই প্রায়-অচলাবস্থার অবসান চাই। বিনীত অনুরোধ রইলো।
৩) যতদিন “কাজ” চলছে, ততদিন মুক্তমনা ব্লগ অফলাইন মুডে রাখা হোক, নইলে এই কিম্ভুত সাইট দেখতে ভাল লাগছে না, লেখা পড়াও যায় না ভাল করে, পড়া তো নয়ই।
৪) সংস্কারকৃত সাইটে যেন পোস্টে তো বটেই, বিশেষ করে কমেন্টের ঘরে ছবি, লিংক, ইমো ইত্যাদির সুবিধা থাকে, টেকি গণ দেখবেন আশাকরি।
৫) পূর্ণ শ্রদ্ধাসহ, মুক্তমনা সম্পাদক (এমনকি এডমিন) যেহেতু সদস্যদের ইমেইল বা মন্তব্যের জবাব দিতে সদা তৎপর নন, সেহেতু “ডাকবাক্স” নামে নতুন একটি ট্যাব খোলা হোক, সেখানে কর্তৃপক্ষ সপ্তাহে অন্তত একদিন শুধু সদস্য নয়, লেখক-পাঠকের যাবতীয় আলাপচারিতায় অংশ নেবেন।
৬) ই-বুক ও পডকাস্ট সদস্যদের জন্য উন্মুক্ত করার হোক। যন্ত্র জীবন দ্রুত হচ্ছে, ই-বুক ও পডকাস্টই হয়তো আগামী।
আপাতত এইটুকু। জয়তু মুক্তমনা!
“…এই কিম্ভুত সাইট দেখতে ভাল লাগছে না, লেখা পড়াও যায় না ভাল করে, পড়া তো নয়ই।”
* টাইপো। অনুগ্রহ করে পড়ুন — এই কিম্ভুত সাইট দেখতে ভাল লাগছে না, লেখা পড়াও যায় না ভাল করে, নতুন পোস্ট লেখা তো বটেই।
ধন্যবাদ বিপ্লব রহমান। পরামর্শগুলো অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
ই মেইল [email protected] এই ঠিকানাতেও করা যায়।
Last comment first option is now unavailable.Please solve this issue.
মুক্তমনার লেখকদের প্রোফাইলে ক্লিক করলে লেখকদের কোন লেখা এখন আর আসে না। বরং মুক্তমনার হোম পেইজ দেখায়। এই বিষয়ে সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি।