ছবি: দীপেন ভট্টাচার্য [ঝরা পাতা]

আদিবাসী’র জমি ফসলে’তে হাসে পেশল দখলদার;
বীর যোদ্ধার প্রাণ ছদ্মবেশে লুকায় জোব্বার আস্তিনে,
শিশু বুড়ো আর মেয়েগুলো গুম খুন বা লুট হয়ে গিয়ে,
নুয়ে পড়ে; দূর্বল সমর্পণে দানব ঈশ্বরে বলে ধন্যবাদ।

মাটি মা’র দেওয়া বুনো আলু ভুট্টা, ভেট শেষে অবশিষ্ট্,
তা’ই খায় হাঁটু গেড়ে, বাঁচতে যে হয়, ঈশ্বর ধন্যবাদে।
আদিবাসী আবার মরে সমর্পণে; সাথে মরে বনমোরগ,
মিঠে কুমড়ো আর মেয়েগুলো; তবুও জানায় ধন্যবাদ।

ধন্যবাদ ভিনদেশি ঈশ্বরে।

বীর মুকুটের পালক উড়ে যায় নতুন রাজের দাপটে,
টোটেম পোলগুলো খোঁজে দূর বনে নিরাপদ আবাস;
প্রতিদিন আসে নব্য দখলদার, দেঁতো হাসি ফন্দিতে,
টোটেম রাখাল ভয়ে’তে লুকায় চেনা দেবতারে, হায়,
হারে অত্যাচার আতঙ্কে, আর ধন্যবাদে পেশল ঈশ্বরে।