ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট ও শাহবাগ আন্দোলনের অন্যতম কর্মী রাজীব হায়দার (থাবা বাবা) কে আজ থেকে চার বছর আগে, ২০১৩ সালে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রকারী, বিষাক্ত, ঘৃণ্য, জামাত-শিবিরপন্থী, বাংলাদেশ বিরোধী, বাঙালির শত্রু, মধ্যযুগের চেতনার বর্বর অপশক্তি, ধর্ম লেবাসধারী মূঢ়, শোষক গোষ্ঠীর ভাড়াটে অপশক্তির প্রতিনিধিত্বকারী ঘাতক খুনির দলের জঘন্য অপকর্মকে ধিক্কার জানাই। কিছুই ভুলে যাইনি আমরা। যুদ্ধাপরাধীদের শাস্তি এবং ফাঁসীর দাবীতে শাহবাগ চত্বরে ঐতিহাসিক জনবিস্ফোরণের পর পরই রাজীব’কে খুন করার মধ্য দিয়ে শুরু হয় পরপর আরো নৃশংস হত্যাকান্ডগুলো। আমরা ভুলিনি। ভুলবনা।

নির্ভীক ও নিবেদিতপ্রাণ কিছু মানুষ ১৫ই ফেব্রুয়ারি, ২০১৭, বিকেল ৪ টায় শাহবাগে অবস্থান ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছে রাজীব হায়দার সহ সকল ব্লগার, লেখক, প্রকাশক, কর্মী, সংগঠক ও প্রগতির যোদ্ধাদের সম্মানে।

আয়োজকদের পক্ষ থেকে; সকল শুভাকাঙ্খীদের অবগতির জন্য এটি জানিয়ে দেওয়া হলো।

সবাই নিরাপদে থাকুন।