6-militants-bg20160615164036

শনিবার (১৯ শে জুন, ২০১৬) রাত দুইটায় ঢাকার খিলগাও এ মেড়াদিয়া বাশপট্টি এলাকায় কিছুদিন আগে ডিএমপির ধরিয়ে দেবার জন্য পুরষ্কার ঘোষিত ছয় জঙ্গির মধ্যে একজন শরীফুল ওরফে সাকিব গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। অভিজিৎ রায়ের মামলার আসামি থাকার বিষয়টি সহ আনসার বাংলা সদস্য শরীফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন একই তথ্য নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছেন- “শনিবার রাত ২টার দিকে খিলগাঁও মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলি হলে ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে রাত ৩টার দিকে পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”।

ডিএমপি থেকে আনসার বাংলার ছয় জঙ্গির যে তালিকা দেওয়া হয়েছিলো তার মধ্যে শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ এবং সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ এর জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।