ব্লগার খুনী সুঁই
খড়ের গাঁদায় শুই।
খুঁজে পাবে কই
ছায়ায় ছায়ায় রই।
এবার পুড়বে খড়
পুলিশ যে তার বর।
বইবে সিডোর ঝড়
টনক এবার নড়
ব্লগার খুনী সুঁই
খড়ের গাঁদায় শুই।
খুঁজে পাবে কই
ছায়ায় ছায়ায় রই।
এবার পুড়বে খড়
পুলিশ যে তার বর।
বইবে সিডোর ঝড়
টনক এবার নড়
কত মতবাদ কাকে দিই বাদ
অলক্ষ্যে দেখি সবই জল্লাদ
রুখো মৌলবাদ রুখে দাও জল্লাদ
রুখে দিতে ওদের যুদ্ধে যাবো ফের
ওরা নারীকে ভাবে ভোগ্যপণ্য, নিত্য ব্যবহার্য
আজ যুদ্ধ অনিবার্য
বুকেতে বহমান রক্ত শহীদের
রুখে দিতে ওদের যুদ্ধে যাবো ফের
মুক্তবুদ্ধী নাস্তিক ওরে নাস্তিক মুরতাদ
কতল করো কতল করো ওরা ডাকে জিহাদ।
শহীদ মিনার ভাঙ্গে ভাঙ্গে মন মন্দির
হত্যা করতে জিকির ধরে নারায়ে তাকবির
ওরা ৭১ এর শকুন সেই পুরোন চিল
মানবতাকে ঠুকরে ঠুকরে কামিয়াবী হাসিল
ধর্ম ওদের পুঁজি ওদের ধর্মে রুটি-রুজী
শান্তির বিপরীত, ওদের বেহেস্ত নিশ্চিত
:rose:
বাহ দুই ছড়াকারের চমৎকার উপস্থাপনা! একেবারে জহুরী আর জহরত….!
আরে বাহ; মন্তব্যে বানাচ্ছেন ছন্দ, ধরে নেই এটাই আপনার ছড়া মহরত 🙂
গুনতে থাকুন কড়;
ভাসুর ঢাকবে ঝড়,
কে করে ফড়ফড়;
অই; সাতান্নতে ধর।
ময়লা নিজেই তিনি;
সবাই তারে চিনি,
কথায় রিনি ঝিনি:
ক্ষ্যামতা নহে মিনি।
পুলিশ থেকে ব্লগার;
প্রাণটা খাচ্ছে সবার,
নাগরিক কোন ছার;
তিনি; ক্ষমতা বাহার। 🙂
মন্তব্যে ততোধিক ভালো একটা কবিতা। তবে হ্যাঁ, নাগরিক কোন ছার; এখানে বানানটি ছাড় নয়কি !
‘ছার’ মানে তুচ্ছ, নগণ্য।
ওটা ঠিক’ই আছে 🙂
হ্যাঁ, আপনিই সঠিক। কবির শব্দ চয়ন বলে কথা।
🙂
স্বয়ং জাতির আব্বাই আব্বা যাহার
সে-ই আমাদের ক্ষেমতা বাহার ক্ষেমতা বাহার।
🙂