546ff1c715ff5e980081f68f231f289d_400x400

গতকাল (৩ এপ্রিল, ২০১৬) হার্ভার্ড হিউম্যানিস্ট হাব এর সদস্যদের সামনে বক্তৃতা দিয়ে সম্মানিত বোধ করছি। আমার বক্তব্যের প্রথম অংশটা ২০১৫ সালে লন্ডনে ব্রিটিশ হিউম্যানিস্ট এসোসিয়েশন আয়োজিত ভলতেয়ার লেকচারের মতো হলেও পরের অংশে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতাবাদীদের কথা মাথায় রেখে সারাবিশ্বের মানবতাবাদী সম্প্রদায়কে সম্বোধন করার চেষ্টা করেছি। এখানে আমি সারাবিশ্বে ছড়িয়ে থাকা মানবতাবাদীদের সামনে একটা সামগ্রিক দর্শন বা বিশ্ব-দৃষ্টিভঙ্গী তুলে ধরতে চেয়েছি –  যা হয়তো এই শতকের চ্যালঞ্জগুলোকে কিভাবে সম্মিলিতভাবে মোকাবেলা করা উচিত সে সম্পর্কে আমাদের একটা দিকনির্দেশনা দেবে। মাত্র ত্রিশ-চল্লিশ মিনিটের বক্তব্যে এতকিছু তুলে ধরা কঠিন হলেও আমি আমার বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, ইসলামপন্থার সাম্প্রতিক উত্থান, যুক্তরাষ্ট্রের ঘটনাবলীর সাথে এর সাদৃশ্য ও প্রাসঙ্গিকতা, এবং সবশেষে আমার দৃষ্টিতে এই বৈশ্বিক বিষয়গুলোর প্রতি একজন মানবতাবাদীর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সেগুলোর সবকিছুই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি।