বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। মঙ্গলবার সকালে ইসলামি সন্ত্রাসী সংগঠন ‘ইসলামিক স্টেট’ সাধারণ মানুষের উপর আত্মঘাতি বোমা হামলা চালায় ভাইরাসে আক্রান্ত সন্ত্রাসীদের দিয়ে। ব্রাসেলসের জাভেনতাম বিমানবন্দনে হামলায় ১৪ জন ও মিলবেক মেট্রো স্টেশনের হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন। আহত হয়েছেন ২০০ জনের অধিক মানুষ।

brussels1
ব্রাসেলস বিমানবন্দরের বোমা হামলায় বিধ্বস্ত বহির্গমন লাউঞ্জ, ছবিসূত্র ইন্টারনেট

brussels-attacks-suspects
আত্মঘাতি হামলাকারী সন্দেহভাজনদের ছবি, ছবিসূত্র ইন্টারনেট

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চালর্স মিশেল এই হামলাকে অন্ধ, নৃশংস বর্ণনা করে আজকের দিনকে কালো দিন বলে আখ্যা দিয়ে বেলজিয়ামের মানুষদের শান্ত এবং ধৈর্য ধরার জন্য আহবান জানান।

নিউজ

ব্রাসেলস হামলার টুইটার ফিড


জবাই হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধা

মঙ্গলবার সকালে ইসলামী ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। কুড়িগ্রামে নিজ বাসার সামনে গলাকেটে হত্যা করা হয়েছে খ্রিস্টান ধর্মে ধমান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। সকালে বাসার বাইরে হাঁটার সময় মোটরসাইকেল আরোহী তিন জঙ্গী চার থেকে পাঁচ মিনিটের মধ্যে জবাই করে তার মৃত্যু নিশ্চিত করে হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।

সংবাদ

কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান খুন- বিবিসি
খুন একই কায়দায়, এবার ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে- বিডিনিউজ২৪