“বিবর্তনের দৃষ্টিতে নৈতিকতার উদ্ভব” “অনন্ত মহাবিশ্বের খোঁজে” এ দুটি লেখা পড়ে চিন্তাজগতে বড় ধরনের ধাক্কা লাগে । অভিজিৎ দার লেখা দুটি আর্টিকেল পড়ে নতুন ও সত্য জগতটিতে আমার অনুপ্রবেশ হয় । আমাদের প্রজন্মের মহীরুহ অভিজিৎ দা । তাঁর লেখায় আমরা সাহস পেয়েছি, পেয়েছি আলো । আমাদেরকে নিয়ে গিয়েছেন আলো হাতে আঁধারের পথটি পাড়ি দিয়ে অনেকটা পথ । দাদার মৃত্যু এ জাতিকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে । ধিক্কার জানাই এ সরকারকে যারা দেশের এই উজ্জ্বল প্রতিভার নিরাপত্তা দিতে ব্যর্থ ও অনীহ । দাদা মৌলবাদী গোষ্ঠীর মূলোৎপাটনে এতটাই অগ্রগণ্য ছিলেন যে তাঁর হত্যার মাস্টারপ্ল্যানে আন্তর্জাতিক ও স্থানীয় সকল মৌলবাদী গোষ্ঠী ও মৌলবাদী সমর্থকরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তা নানা ঘটনায় প্রমানিত ।
দাদার লেখা এখনো পড়ছি , তা থেকে ভাবছি, শিখছি ; এভাবেই অভিজিৎ দা আমার মত লাখো পাঠকের মাঝে আলো জ্বালছেন প্রতিনিয়ত ।
ইতি
অভিজিৎ দার আলোয় আলোকিত একজন ক্ষুদ্র পাঠক,
আরিফুর রহমান রনী
Leave A Comment