লেখকঃ চঞ্চল কুমার
অভিজিৎ তুমি মিশে আছো
শিরা আর উপশিরায় ,
অভিজিৎ তুমি ক্লোরোফিল হয়ে
সবুজ করেছো আমায় ।
অভিজিৎ তুমি স্বপ্ন গড়েছো
সবুজের মাঝে লাল,
অভিজিৎ তুমি অমর হয়েছো
কাল থেকে মহাকাল ।
অভিজিৎ তুমি প্রেরনা দিয়েছো
দিয়েছো আমায় শক্তি ,
অভিজিৎ তোমায় করবো ধারন
ধারন করবো তোমার উক্তি ।
অভিজিৎ তুমি ধর্মান্ধের
মুখোশ দিয়েছো খুলে ,
অভিজিৎ তুমি শুকনো গলায়
শুধা দিয়েছো ঢেলে ।
অভিজিৎ তুমি দেখে যাও
কত অভিজিৎ ঘরে ঘরে ,
কাঁদছে শুধু তোমাকে হারিয়ে
কাঁদছে চিৎকার করে ।
অভিজিৎ তোমায় ভুলবো না মোরা
ভুলবো না কোনদিন ,
অভিজিৎ কেন যাও নি বলে
কি করে শুধিবো ঋন ।
অভিজিৎ এটা দেশের লজ্জা
পারে নি তোমায় ধরে রাখতে
সূর্যাস্তের অনেক আগেই
সূর্য গিয়েছে ডুবে ।
Leave A Comment