সরলীকরণ করে বাংলাদেশের রাজনীতি বোঝাতে একটা বৃত্তাকার ছবি বানানোর আইডিয়া মাথায় ছিল অনেকদিন ধরেই। বন্ধুদের সাথে শেয়ার ও করেছিলাম। গতকাল Nirjhar Mazumder এবং Omar Shehab দের আলাপচারিতায় দেখলাম এমন কিছুর কথা তাদের মাথাতেও এসেছে। তাই চট করে বানিয়ে ফেললাম।

১/ এই ছবিতে এন্টি-ক্লকওয়াইজ রোটেশনে কিছু মানুষ ও কয়েকটা দলের রাজনৈতিক অবস্থান দেখানো হয়েছে। সবাইকে ও সব দলকে আটানো অসম্ভব ছিল।
২/ এই ছবি খুবই সরলীকৃত ছবি। এগুলো নির্দিষ্ট কোনও অবস্থান না। সময় সময়ে ভোল পাল্টে ফেলা বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই বৈশিষ্ট্য। যেমন আওয়ামী লিগ যখন ওলামা লিগের সাথে ফতোয়া দেয়া নিয়ে চুক্তি করে সেটা ছিল একটা ডানপন্থী আচরণ আবার উত্তরাধিকার নীতিতে নারী-পুরুষের সমানাধিকার চালু করতে আওয়ামিলিগের প্রচেষ্টা ছিল একটা বামপন্থী আচরণ।
৩/ বানান ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। ফটোশপে চন্দ্রবিন্দু দিতে পারছিলাম না কেনও জানি।

final 3