আমাকে যখন হত্যা করা হয়েছিলো
আমি তখনও বলেছিলাম মানুষ সুন্দর।
আমাকে যখন হত্যা করা হয়েছিলো
আমি তখনও বলেছিলাম পৃথিবীটা
মানুষের।
ওরা যখন চূড়ান্ত আঘাতে উদ্যত তখন প্রশ্ন
করেছিলাম
তোমরা কি কৃষ্ণচূড়া দেখো নি?
তোমরা কি সবুজ ঘাস দেখোনি?
তোমরা কি দেখোনি বিস্তৃত সরিষা ক্ষেত?
হয়তো ওদের আলাজিহ্বা কেটে দিয়েছিলো
তাই উত্তর পাইনি।
যখন প্রশ্ন করলাম মানুষের পৃথিবীতে
তোমরা কারা?
তখন ওদের ঠোঁটের কোনায় এক বীভৎস
হাসির ছায়া দেখেছি-
সে হাসির মানে হলো
মানুষ চাইনা আর আমাদের পৃথিবীতে।
স্পষ্ট মনে আছে আমার শেষ প্রশ্ন ছিলো,
তাহলে তোমরা কারা?
উত্তর মেলেনি, উত্তর মেলেনা।