আমাকে যখন হত্যা করা হয়েছিলো
আমি তখনও বলেছিলাম মানুষ সুন্দর।
আমাকে যখন হত্যা করা হয়েছিলো
আমি তখনও বলেছিলাম পৃথিবীটা
মানুষের।
ওরা যখন চূড়ান্ত আঘাতে উদ্যত তখন প্রশ্ন
করেছিলাম
তোমরা কি কৃষ্ণচূড়া দেখো নি?
তোমরা কি সবুজ ঘাস দেখোনি?
তোমরা কি দেখোনি বিস্তৃত সরিষা ক্ষেত?
হয়তো ওদের আলাজিহ্বা কেটে দিয়েছিলো
তাই উত্তর পাইনি।
যখন প্রশ্ন করলাম মানুষের পৃথিবীতে
তোমরা কারা?
তখন ওদের ঠোঁটের কোনায় এক বীভৎস
হাসির ছায়া দেখেছি-
সে হাসির মানে হলো
মানুষ চাইনা আর আমাদের পৃথিবীতে।
স্পষ্ট মনে আছে আমার শেষ প্রশ্ন ছিলো,
তাহলে তোমরা কারা?
উত্তর মেলেনি, উত্তর মেলেনা।
কলম চাপাতির থেকেও অনেক অনেক বেশি ধারালো….
:mail:
অসাধারণ…… :rose: :yahoo:
😮
“…….আমার শেষ প্রশ্ন ছিলো,
তাহলে তোমরা কারা?
উত্তর মেলেনি, উত্তর মেলেনা।”
///যখন প্রশ্ন করলাম মানুষের পৃথিবীতে
তোমরা কারা? /// উত্তর আপনার আমার সবার জানা ওরা ধর্মান্ধ
আহ কবি! তুমি তাহলে আমারই মতোন বিপন্ন!
ভালো লেগেছে কবিতাটি। আর হ্যাঁ, “উত্তর মেলেনি, উত্তর মেলেনা।” আসলে উত্তর দিলে যে চিহ্ণিত হয়ে যাবে, তাই উত্তর মিলবে না।
তথ্য; প্রযুক্তি; দূর্বার গতি, প্রতিযোগিতার প্রয়োজনেই ঈশ্বরের চেয়ে অনেক বেশি দরকারী হবে। হায়েনারা একঘরে হয়ে যেতে বাধ্য হবেই। আর, আমাদের ভাবনা কলমের যুদ্ধ, জিততেই থাকবে বন্ধু, জিততেই থাকবে।
শুভেচ্ছা।
দারুণ লিখেছেন দাদা