ঝরাপাতা শোক জলরঙে নিঙড়ে;
চেয়ে দেখি ছবিগুলো সাদাকালো।
কষ্ট হলেও ভালো লাগে আমার,
দেখি সেই মুখ নিঃশব্দ হাহাকারে।
কত তেলরঙ, ঝলমল ফ্রেমে, তুমি,
মনে হোল, স্মৃতিটুকু থাক, জলরঙে,
কষ্টধারার মেঘে; গড়ানো উষ্ণতায়।
ভাবনাটা আমারই, বস্তুত তুমি নেই।
আছো, ভেবে খুঁজেছি জনান্তিকে,
উজ্জ্বল তেলরঙা ভালবাসা দেখে;
দুমড়ে মুচড়ে বারেবার ভেবে মরি,
নিভে যাই, কষ্টধারার অহংকারে।
চুপিচুপি যেন কেউ বলে দিয়েছিলো,
মানুষের ভালোবাসা, পৃথিবীর নয়,
এসেছিলো বহুদূর থেকে, পথভুলে,
মানুষ; পৃথিবী গ্রহ, করেছিলো জয়।
পথভোলা ভালোবাসার কবিকে অভিনন্দন।
কলম চলুক।
ধন্যবাদ প্রদীপ দা। আপনি এখানটায় এসেছিলেন দেখিনি, দুঃক্ষিত। মানুষদের সব’চে শক্তিশালী যা; তা মনে হয় ভালবাসা। আজকের এই ভয়ঙ্কর পৃথিবীর মানুষ ক্রমাগত অবজ্ঞা করছে ভালোবাসাকে। ভালবাসার আবাস নিবাস যেন ভিনগ্রহে; মহাবিশ্বের দূর কোন কোনে। ভালোবাসাও যেন ধিক্কারে মানুষে, বলে:
তোমাদের আলো তুলনায় বাঁচে, অন্ধকারের তরে।
ভালোবাসা বাঁচে ভালোবেসে,
চেনা আলো অন্ধকার কিচ্ছু নেই যেখানে,
অনাবিল উষ্ণতায়, কাঙ্ক্ষিত অনায়াস আবাসে।
-ভালো থাকুন।
কবিরাই পারে কম শব্দে অনেক কথা বলতে।ভালো লাগলো।
ধন্যবাদ দিদি; কফি দিতে পারছি না। নিরাপদে থাকুন। ভালো থাকুন।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ আফরোজা আলম; বিষাদ কেটে যাক। ভালো থাকুন।
লেখককে ধন্যবাদ। আরও লেখা চাই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
”কেন যেনো, তবু, বলে যেতে চাই
মানুষের ভালোবাসা, পৃথিবীর নয়,
বহুদূরে জন্ম তার, পথভোলা সে,
মানুষ পৃথিবী গ্রহ করেছিলো জয়।”
চমৎকার!
অনেক ধন্যবাদ।
চমৎকার। অভিভূত।
মহাকাশ বিজ্ঞান নিয়ে যুগ যুগ ঘাটাঘাটি করা মহাকাশ বিজ্ঞানীর অকৃপণ কমপ্লিমেন্ট পেয়ে আহ্বলাদে গলে গেলাম। ধন্যবাদ দীপেন দা। আমার কেবলই মনে হয় এ পৃথিবীতে ভালোবাসা স্বস্ত্বিতে নেই মোটে। মহাসঙ্কট উপস্থিত না হওয়া পর্যন্ত যেন মানুষ ক্রমশ: ভুলে যাওয়া ভালোবাসাকে ফিরে পাবে না; আবার এক হবার জন্য।