লিখেছেনঃ অর্বাচীন
গতকাল থেকে ঠিক দু’মাস আগে, ২৬ ফেব্রুয়ারি তারিখে, বাংলাদেশে মুক্তমনা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, এদেশে এ প্রজন্মের উজ্জ্বলতম নক্ষত্র ডঃ অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে। তাঁর সাথে সাথে নৃশংস হামলার শিকার হয়েছেন তাঁর স্ত্রী, মুক্তমনা আন্দোলনের আরও একজন যোদ্ধা, বিজ্ঞান লেখক রাফিদা আহমেদ বন্যা । তাঁর মৃত্যুর একদিন পরেই ছিল কালিন্দী’র (“কালিন্দী” বিজ্ঞানমন্স্কতা ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে পরিচালিত একটি সামাজিক-সাংস্কৃতিক ও বিকল্প গবেষণা আন্দোলন কেন্দ্র) নিয়মিত মাসিক পাঠচক্রের নির্ধারিত দিন। সেদিন আমাদের পাঠচক্রের বিষয় ছিল ঐতিহাসিক বস্তুবাদ। অভিজিৎ রায়ের এই ঘটনার প্রেক্ষিতে, আমাদের সকলের প্রতি ঐ পাঠচক্রে বিশেষভাবে উপস্থিত থাকার আহ্বান ছিলো। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের করণীয়টুকু নির্ধারণের তাগিদ ছিল ঐ আহ্বানে। পূর্ব নির্ধারিত ঐ পাঠচক্রে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের করণীয় নির্ধারণে যে আলোচনাটুকু আমি করেছিলাম, মূলত তার উপর ভিত্তি করেই নিচের আলোচনাটুকু তুলে ধরার চেষ্টা করছি।
২৬ তারিখ রাত সাড়ে ন’টার দিকেই টিভির স্ক্রলে প্রথমে অভিজিৎ রায় এবং বন্যা আহমেদের উপর হামলার খবর পাই। এই চ্যানেল থেকে ঐ চ্যানেল গেলাম, সবগুলো চ্যানেলের স্ক্রলেই একই খবর। দেবু’দাকে ফোন দেবার জন্য ফোনটা খুঁজছি, এর মাঝেই দেবু’দার ফোন এলো, সেই সাথে টিভি’র স্ক্রলে ভেসে এলো- অভিজিৎ রায় মারা গেছেন। দেবু’দাকে বললাম, অভি’দা মারা গেছেন। বিশ্বাস হচ্ছিলনা সংবাদটা, তীব্র কান্না পাচ্ছিল। কাঁদতেও পারছিলামনা। ফেসবুকের দেয়ালে দেয়ালে শুধু একটাই খবর ‘‘অভিজিৎ রায় নেই”।
পরদিন সারাটা দিন মাইগ্রেন আর ঘাড় ব্যাথা নিয়ে তন্দ্রাচ্ছন্নের মতো পড়ে রইলাম। চোখ বুজলেই অভি’দার রক্তাক্ত দেহ আর তার পাশে একটু সহযোগিতা পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকা রক্তাক্ত বন্যা’দির ছবিটা বারবার ভেসে আসছিল। পিতামহ ছাড়া আমার কোন নিকট আত্মীয় আমার জীবদ্দশায় মারা যাননি। তাঁর মৃত্যুতে খারাপ লেগেছে। কিন্তু অভি’দা মারা যাওয়ার পর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এত কষ্ট হচ্ছিল, কারো মৃত্যুতে এতটা শোকগ্রস্ত আমি কখনো হইনি (এমনকি অন্তত সাতদিন পর্যন্ত প্রচণ্ড বিষন্নতায় আক্রান্ত ছিলাম, মনে হচ্ছিল বড্ড কাছের কাউকে আমি হারিয়ে ফেলেছি)। যখনই আগের চেয়ে একটু সুস্থ্য বোধ করছিলাম, তখনেই ফেসবুক কিংবা অন লাইন পত্রিকা খুলে এ বিষয়ে সরকার বা বিভিন্ন সংগঠনের করণীয় সম্পর্কে জানতে চেষ্টা করছিলাম। কিছু আশার দেউটি তাদের মতো করে আলো জ্বালিয়ে প্রতিবাদের চেষ্টা করে যাচ্ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপই গ্রহণ করতে দেখিনি।
অভিজিৎ রায় এর উপর হামলার পর তাঁকে বারবার পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল শুধুমাত্র ব্লগার হিসেবে।কিন্তু অভিজিৎ রায় শুধুমাত্র একজন ব্লগার ছিলেন না। ছিলেন একটি আন্দোলনের নাম। তাঁর মতো এমন অসাধারণ সংগঠক, এত উঁচু মানের বিজ্ঞান লেখক এদেশে আর একজনও আছেন বলে আমার জানা নাই। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, ও প্রকৌশলী। ছিলেন বুয়েটের সাবেক শিক্ষক। কিন্তু, মিডিয়া তাঁকে শুধুমাত্র ব্লগার হিসেবেই পরিচয় করিয়ে দিচ্ছিল। রাজীব হায়দারকে নিয়েও মিডিয়া এমন একটি কাজ করেছিল। তাঁর মৃত্যুর পর মিডিয়া এবং মাহমুদুর রহমানের কল্যাণে নাস্তিক শব্দটির প্রতিশব্দ হয়ে গেছে “ব্লগার”। টিভি স্ক্রলে বারবার যখন ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যুর খবর ভেসে আসছিল, তখন আমার বাবা মা-ও সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে অভিজিৎ রায় একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী ছিলেন। অভিজিৎ রায় নাস্তিক ছিলেন, কথা সত্য। তিনি ধর্মের বিরুদ্ধে ছিলেন কিন্তু ইসলাম বিদ্বেষী ছিলেন না। সব ধর্মের কুযুক্তি, অপযুক্তি, পশ্চাৎপদতা, হিংস্রতার বিরুদ্ধেই তাঁর কলম ছিল সোচ্চার। কিন্তু, মিডিয়া যখন তাঁকে শুধুমাত্র একজন ব্লগার (প্রকারন্তে ইসলাম বিদ্বেষী; যা সাধারণ মানুষের মাঝে মিডিয়ারই তৈরী ধারণা বা পারসেপশান) হিসেবে পরিচয় করিয়ে দেয়, তখন একজন উঁচু মাপের বিজ্ঞান লেখক, সাহিত্যিক, গবেষক, প্রকৌশলী, শিক্ষক, সর্বপোরি সংগঠকের হত্যার প্রতিবাদ করতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করে। অন্তত এখন পর্যন্ত, এ দেশের মুসলমানেরা একজন ইসলাম বিদ্বেষীর উপর নিপীড়ন বা হত্যার প্রতিবাদ করতে উৎসাহী নয়। বরঞ্চ, এ সব ক্ষেত্রে, সাধারণ মুসলিমরা নির্লিপ্ত থাকাই শ্রেয় মনে করে। এমনকি অনেকে এ ধনণের নিপীড়ন বা হত্যা করা সঠিক বলেও মনে করেন। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না, এ দেশের প্রায় শতভাগ মুসলমানই শুনে শুনে মুসলমান এবং তাঁদেরকে এই শোনানোর মহান দায়িত্ব পালন করছেন কাঠ মোল্লারা। হায়রে! আমার দুর্ভাগা দেশ জানে না কত প্রজন্মের সাধনার পর, কতটা ত্যাগের পর একজন অভিজিৎ জন্মায়। না, অভিজিৎ রায়ের উপর দেবত্ব আরোপ করছিনা। অভিজিৎ রায় রক্তে মাংসের একজন মানবিক মানুষই ছিলেন। আমি নিশ্চিত, তাঁর পিতা ড. অজয় রায়ের ঘরে জন্ম না নিলে তিনি অভিজিৎ রায় হয়ে উঠতেন না। অজয় রায়ের ঘরে জন্মেছিলেন বলেই পঠন-পাঠনে-চিন্তায়-মননে যে চাষটুকু দিলে একজন মানুষ অতি সাধারণ হয়েও অনন্য সাধারণ হয়ে উঠতে পারেন সে পরিচর্যাটুকু তিনি পেয়েছিলেন। সেই সাথে তাঁর ছিল নিজ অধ্যবসায়, জানার অদম্য স্পৃহা, কুযুক্তি আর অপযুক্তির রমরমা ব্যবসা আর অন্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ করার সাহস, আর একজন যোগ্য সাথী- রাফিদা আহমেদ বন্যা। অন্যদিকে, একজন অজয় রায় বা রাফিদা আহমেদ বন্যা তৈরী হওয়ার জন্যও রয়েছে তাঁদের নিজ নিজ প্রচেষ্টার পাশাপাশি কয়েক প্রজন্মের উৎকর্ষ সাধনের নিরন্তর প্রয়াস। আমার বিশ্বাস, একজন বিজ্ঞান লেখক, সাহিত্যিক, গবেষক, প্রকৌশলী, শিক্ষক এবং সংগঠককে হত্যার প্রতিবাদে আরও অধিক সংখ্যক মানুষ সোচ্চার হতো। নিদেনপক্ষে, তরুণ প্রজন্ম আরও অধিক হারে তাঁর সৃষ্টির সাথে পরিচিত হতে উৎসাহিত বোধ করতো। অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে জোরালো গণজোয়ার সৃষ্টি না হওয়ার দায় তাই অনেকাংশেই মিডিয়ার।
২৮ তারিখ বিকেল পর্যন্ত (পাঠচক্রকাল পর্যন্ত, এমন কি আজ পর্যন্ত) স্বরাষ্ট্র মন্ত্রী বা সরকারের দায়িত্বশীল ব্যক্তি এ হত্যাকাণ্ড বা হামলা সম্পর্কে কোন বিবৃতি প্রদান করেননি। এ হামলা কোন সাধারণ ঘটনা নয়। এমন নয় যে ছিনতাই করার সময় একজন রাম বা রহিম মারা গেছেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিশেষত, এটি ছিল একটি বিশেষ চিন্তা বা দর্শণের উপর হামলা, বাক স্বাধীনতার উপর হামলা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরকার কোন বিবৃতি প্রদান করেনি, কেননা ক্ষমতাসীন দল ভোটের রাজনীতির মার প্যাঁচে অন্তত এ কারণে ক্ষতিগ্রস্ত হতে চায় না। আর সে কারণেই এখন পর্যন্ত, এ হত্যাকাণ্ড এবং হামলার বিচারের কোন অগ্রগ্রতি হয় না। আর এর মধ্য দিয়ে সরকার হত্যাকারী বা উগ্রবাদীদের কাছে এই বার্তা পৌঁছে দেয় যে হত্যা করলে কোন শাস্তি হয় না। কি ভয়ংকর!
তার চেয়ে ভয়ংকর ব্যপার হচ্ছে, প্রতিদিন একটু একটু করে হত্যাকারী তৈরী করা হচ্ছে। যে তরুণ অভিজিৎ রায়কে হত্যা করেছে, সে জানে এই হত্যাকাণ্ড তার কর্তব্য। এটি তার ঈমানী দায়িত্ব। এই হত্যাকাণ্ডের ফলে তার যদি ফাঁসিও হয়, তবে সে পরকালে পাবে শহীদের মর্যাদা; সরাসরি বেহেশ্ত। এই বিশ্বাসের ভাইরাসগুলোকে একদিনে তৈরী করা হয়নি, আমাদের শিক্ষাব্যবস্থা, আমাদের রাষ্ট্র এই ভাইরাসগুলোকে তৈরী করেছে। পশ্চাৎপদ, যুক্তিহীন মাদ্রাসা শিক্ষাব্যবস্থা চালু রাখা হয়েছে শুধু এই কারণে যে- যে যত কম জানে, সে তত বেশী মানে। বেহেশ্তের টিকিটের নেশা ধরিয়ে দিতে পারলে এই মানুষগুলোর পক্ষে আর অধিকার, বঞ্চণা, নিপিড়ন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকেনা। কেননা, তারা মনে করে- ‘‘আল্লাহ তাদের পরীক্ষা করছেন”, “দুনিয়াতে যার সম্পদ কম, আখেরাতে তার হিসাব তত সহজ”। তাছাড়া, প্রশ্ন করার মতো করে যোগ্য করেই তাদের তোলা হয়না। তাদের যে শুধু প্রশ্ন করার মতো যোগ্য করে তোলা হয় না তা নয়, তাদেরকে অর্থনীতির মূল স্রোতে নামার মতো করেও তোলা হয় না। ফলে, জীবন জীবিকার তাগিদে তাদের মসজিদ মাদ্রাসায় চাকরি নিতে হয় কিংবা মাদ্রাসা খুলে বসতে হয়। আমরা যারা তাদের সাথে এই প্রতারণার বিষয়টা বুঝি, তারাও ওদের পাশে গিয়ে দাঁড়াই না, বরঞ্চ শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওদেরকে নিজেদের শত্রু বানাই। ওরা বা আমরা বুঝতেও চাই না, আমরা সকলেই আসলে শোষিত, এবং আমাদের লড়াইয়ের প্রধান জায়গাটা হচ্ছে, এই রাষ্ট্র যন্ত্রটিকে সাধারণ মানুষের সত্যিকারের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া এবং শোষণ-মুক্তির লড়াইটাকে অব্যাহত রাখা।
আমি জানি না, মৃত্যু অভি’দার কাছে কেমন লেগেছিল! বোধ করি, শারীরিক তীব্র যন্ত্রনা তাঁর হয়েছিল। হয়তো, রক্তক্ষরণের ফলে তিনি ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলছিলেন, এবং এই জ্ঞান হারানোর মাঝেই তিনি মারা যান। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দখলদার আর প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনের হাতে আমিও মারাত্মক আহত হয়েছিলাম (চিকিৎসার এক পর্যায়ে বিদেশে পাঠিয়ে চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছিল, তবে পরে আর যেতে হয়নি)। যদিও আমার জখম, অভি’দার তুলনায় কিছুই নয়, তবুও নিজের আহত হওয়ার বোধ থেকে আমি ধারণা করতে পারি- মৃত্যুর সময় অভি’দার কেমন অনুভূতি হচ্ছিল। মৃত্যু আমার কাছে খুব সাধারণ একটি ব্যাপার বলেই মনে হয়। জ্ঞান হারাতে থাকলে মানুষের যেমন বোধ হয়, বেশীরভাগ মৃত্যুর অনুভূতি তেমনই। মৃত্যু অবশ্যাম্ভবী। আর তাই আমি প্রতিদিন বা জীবনে বহুবার মরতে চাই না, মাথা উঁচু করে মরতে চাই । কুকুর বেড়ালের মতো সবাইতো আমরা নাওয়া খাওয়া করি, সন্তান জন্ম দেই, অতপঃর একদিন টুক করে মরে যাই। সন্তানের মাঝে জিন প্রবাহ ছাড়া মহাকালের অনন্ত যাত্রায় কিইবা চিহ্ন আমরা রেখে যাই! সুতরাং, এমন কাজ করে যেতে চাই যাতে মৃত্যুর সময় জীবনটাকে অর্থবহ মনে হয়। অভি’দার হয়তো আরও অনেক পরিকল্পনা ছিল, মানব জাতিকে দেয়ার মতো তাঁর অনেক সামর্থ্যও ছিল। এই দিতে না পারার অপূর্ণতা হয়তো তাঁকে ব্যাথিত করে থাকবে (হয়তো এই অনুভূতিটুকু বোধ করার সুযোগ পাওয়ার আগেই তিনি মারা গিয়েছিলেন), তবে তাঁর মৃত্যু স্বার্থক। মানব জাতি নিশ্চয়ই অসাধারণ কিছু সৃষ্টি থেকে বঞ্চিত হলো, তবে তাঁর মৃত্যু শত সহস্র তরুণকে লড়াই করার জন্য ডাক দিয়ে যায়। তাঁর কর্ম ভেঙ্গে চুরে দিয়ে যায় মানুষের মধ্যকার অন্ধ বিশ্বাস, কূপমণ্ডুকতা আর প্রতিবাদহীনতার অচলায়তনকে। অভি’দার চেহারাটা আমাদের কাছে কখনোই বিবর্ণ হবেনা, তাঁর চেহারায় পড়বেনা কোন বয়সের চিহ্ন। যতদিন বাংঙালি থাকবে, যতদিন অবিশ্বাসের দর্শণ থাকবে, ততদিন অভিজিৎ রায় থাকবেন। আর এ্খানেই অভিজিৎ রায়ের সফলতা।
তাই নিজের জীবনটাকে অর্থবহ করার জন্যই অভিজিৎ রায়কে সাথে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া জরুরী। আর এই মুহূর্তে আমাদের কর্তব্যগুলো হচ্ছেঃ
১. অভিজিৎ রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. রাজু ভাস্কর্যের কাছে যেখানে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে, সেখানে তাঁর একটি আবক্ষ মূর্তি নির্মাণ (যাতে নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে আগ্রহী হয়)।
৩. অভিজিৎ রায়ের সৃষ্টি-কর্ম সকলের মাঝে (বিশেষতঃ কিশোর তরুণদের মাঝে) ছড়িয়ে দেয়া। এক্ষেত্রে অভিজিৎ রায়ের জন্ম-মৃত্যুসহ বিভিন্ন দিবসে তাঁর সৃষ্টি-কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান, ক্যুইজ প্রতিযোগিতা, বই পড়া, পাঠচক্র, বিশেষ পত্রিকা প্রকাশ করা যেতে পারে।
৪. মুক্তমনা ব্লগটিকে আরও কর্মচঞ্চল করে তোলা এবং এতে কিশোর উপযোগী লেখা পোস্ট করা। এটিকে আরও বেশী সংখ্যক মানুষের কাছে কি করে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও ভাবতে হবে। এক্ষেত্রে, মুক্তমনা ব্লগ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে “মুক্তমনা” নামে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও গঠন করা যায়।
৫. পাঠ্যপুস্তকে অভিজিৎ রায়ের লেখা অন্তর্ভুক্ত করার আন্দোলন তৈরী (এটি সহজে আদায় হবে না, তবে সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা সম্ভব হলে এটি হতে পারে)।
৬. সরবোপরি, লেগে-পড়ে থেকে বিজ্ঞানমন্স্ক-অসাম্প্রদায়িক শোষণ মুক্তির সংগ্রামে আস্থাশীল এবং মুক্তবুদ্ধির প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক শক্তি তৈরী করতে হবে এবং তাকে ক্ষমতায় পাঠাতে হবে।
আমি বিশ্বাস করি, একজন জীবিত অভিজিৎ রা্য়ের চেয়ে একজন মৃত অভিজিৎ রায় অনেক বেশী শক্তিশালী। কেননা, অভিজিৎ রায় একটি চেতনার নাম। আর চেতনার কখনো মৃত্যু ঘটেনা।
”আমাদের সংস্কৃতিতে স্বতস্ফূর্ত প্রতিবাদ করার ব্যাপারটা আর নেই। কারণ আমাদের নেতৃত্ব দেয়ার মতো কেউ নেই।” ব্যাপারটা সত্যিই লক্ষ্যনীয়। এই আন্দোলন গড়ে না ওঠার মূলে আমাদের যাওয়া উচিৎ। চবি থেকে বের হওয়ার পর ছাত্র ইউনিয়ন চবি শাখার একটি পত্রিকায় (২০০৭ সালে) মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ বিষয়ে লিখতে গিয়ে লিখেছিলাম, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মত এত বড় একটি বিপ্লবের পরও মানুষ যখন দেখল সত্যিকার মুক্তি আসেনি তখন মানুষ পরকালে মুক্তির আশাটাকেই প্রাধান্য দেয়ার চেষ্টা করলো। ব্যাপারটা অনেকটা এরকম যে, “এ জগতেতো মুক্তি মিললোনা, পরকালে মুক্তিটা যেন ব্যর্থ না হয়”। আর এ সুযোগে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী মানুষের সহানুভূতি পাওয়া শুরু করলো আরও জোরে।
আমাদের নেতৃত্বের বিষয়টা আসার কথা ছিল মূলত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্য থেকে। কিন্তু স্বাধীনতার পর থেকে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া আর চাটার সংস্কৃতি মধ্যবিত্তকে শর্ট-কাট উপায়ে উন্নতি করায় ব্যস্ত রেখেছে। সবকিছুর শর্ট-কাট উপায় খোঁজা এখন আমাদের সংস্কৃতি। তার উপর লুটপাট আর বিচারহীনতার সংস্কৃতি আমাদের সংবেদনশীলতাকে করেছে অনুভূতিশূণ্য। আর তাই আমাদের মধ্য থেকে নেতৃত্ব বা আন্দোলন গড়ে উঠছেনা।
এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য চাই একটা জেনারেশন এর আত্মত্যাগ। তার জন্য অন্তত একদল স্বপ্নবান তরুণকে এগিয়ে আসতে হবে। লেগে পড়ে থেকে সংগঠন এবং আন্দোলন তৈরী করতে হবে। কিন্তু, আমরা সবাই শুধু ঔচিত্যের কথা বলি, আমিও বলছি। কর্তব্য পালনে ধাবিত হচ্ছিনা। এটি মধ্যবিত্তেরই সংকট। তবে আমি বিশ্বাস করি, এদেশে মানুষের মধ্য থেকেই গণমানুষের দল বেরিয়ে আসবে। সে দিন খুব বেশী দূরে নয়। আমি তাদের ডাকের অপেক্ষায় আছি। তার আগ পর্যন্ত সলতেটা জ্বালিয়ে অন্তত রাখি।
লেখা প্রসঙ্গে প্রিয় লেখকের মন্তব্য পাওয়া সত্যিই খুব আনন্দের ব্যাপার। ধন্যবাদ প্রদীপ’দা!
খুব জোরালো লেখা। অভিজিৎ, বাবু, অনন্ত – এদের হত্যাকান্ডের পর সাধারণ মানুষ জোরালো প্রতিবাদ করবে এটা আশা করা যায় না। তাঁরা ব্লগার বা নাস্তিক বলে পরিচিতি লাভ করেছেন সেটাই কারণ নয়। আমাদের সংস্কৃতিতে স্বতস্ফূর্ত প্রতিবাদ করার ব্যাপারটা আর নেই। কারণ আমাদের নেতৃত্ব দেয়ার মতো কেউ নেই। যদি হতো তাহলে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে স্বতস্ফূর্ত আন্দোলন গড়ে উঠতো। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতো। দেলোয়ার হোসেন সাইদীদের জন্য বিশাল প্রতিবাদ হয়েছে বলে মিডিয়ায় দেখা গেছে। সেরকম ব্যাপার ঘটানোর জন্য কী পরিমাণ সাংগঠনিক শক্তি ও টাকা জামায়াতীরা খরচ করেছে তা আমরা জানি। সাম্প্রতিক সময়ে প্রফেসর জাফর ইকবালকে যে ভাষায় আক্রমণ ও অপমান করা হয়েছে তা যদি কোন রাজনৈতিক নেতাকে করা হতো – অনেক সংগঠিত প্রতিবাদ হতো। জাফর ইকবালকে সারা দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে ভালোবাসে। কিন্তু প্রতিবাদ সে হিসেবে হলো না কেন?
বিজ্ঞান ও যুক্তিবাদের যে আন্দোলন তার গতি অত্যন্ত ধীর – কিন্তু তার প্রভাব চিরস্থায়ী। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতে পারে – কিন্তু বৈজ্ঞানিক সত্য মিথ্যা হয়ে যায় না।
অভিজিৎ রায় যে মুক্তমনা শুরু করেছিলেন – আজ তা ছড়িয়ে পড়েছে সবখানে। ওরা ভয় পাচ্ছে বলেই আক্রমণ করছে। আমাদের ভয় পেলে চলবে না।
কলম চলুক।
“আমাদের সংস্কৃতিতে স্বতস্ফূর্ত প্রতিবাদ করার ব্যাপারটা আর নেই। কারণ আমাদের নেতৃত্ব দেয়ার মতো কেউ নেই।” ব্যাপারটা আসলেই লক্ষ্যনীয়। ব্যাপারটা কেন ঘটছে তার মূলে যাওয়ার প্রয়োজন আছে বোধ হয়। চবি থেকে বের হওয়ার পর পর ছাত্র ইউনিয়নের একটি পত্রিকায় মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধী সম্পর্কে লিখতে গিয়ে লিখেছিলাম, এদেশের মানুষ মুক্তিযুদ্ধের মতো বিশাল এক বিপ্লব সাধন করার পরও যখন দেখলো সত্যিকার মুক্তি অধরাই থেকে গেছে, তখন মানুষ পরকালে সুখের আশায় ধরমের প্রতি আরও বেশী ঝুঁকে পড়েছে। বিষয়টা এরকম যে “এ জগতে সুখতো পেলামনা, পরকালে তা যেন সত্যিই পাই”, এ সুযোগে ধর্মীয় গোষ্ঠীগুলো সহানুভূতি লাভ করেছে আধিক হারে।
এছাড়া, মধ্যবিত্ত শ্রেণীর মধ্য থেকে যে নেতৃত্ব উঠে এসেছে তা তাদের কেবল ছলনা আর প্রবঞ্চনাই করেছে। কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্য থেকেই নেতৃত্ব উঠে আসার কথা ছিল। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী শর্ট-কাট উপায়ে উন্নতি করায় ব্যস্ত বলেই আমাদের এখানে আন্দোলন গড়ে উঠছেনা। লুটপাট আর বিচারহীনতার সংস্কৃতি আমাদের সংবেদনশীলতাকেও অনুভূতিহীন করে দিয়েছে। তাই এখানে আন্দোলন তৈরী করার জন্য প্রয়োজন একটি জেনারেশন (অন্ততপক্ষে, তরুণদের একটি দল) এর লেগে পড়ে থেকে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আন্দোলন এবং সংগঠন তৈরী করা। আমিও নিজে শুধু ঔচিত্যের কথা বলছি, কর্তব্যে নিজেকে ধাবিত করছিনা। এটি মধ্যবিত্তেরই সংকট। তবে আমি স্বপ্ন দেখি, এদেশে মানুষের মধ্য থেকেই মানুষের দল গড়ে উঠবে। আরও অনেকের মতো আমিও ডাকের অপেক্ষায় আছি।
আপনি এ লেখায় মন্তব্য করেছেন, এ আমার সৌভাগ্য। প্রিয় লেখকের উৎসাহ পাওয়া কি নিদারূণ ব্যাপার তাইনা! ধন্যবাদ প্রদীপ’দা।
হয়তো সত্যিই দেখে যেতে পারবোনা। তাতে কি! আগামী প্রজন্মতো পারবে। ব্যপারটা আমার কাছে রিলে রেইসের মত। আমি দু’কদম আগালে আমার উত্তরসূরী দু’কদম এগিয়ে থাকবে।
অভিজিৎ রায়ের লেখা স্কুলের পাঠ্যপুস্তকে আসবে অবশ্যই কিন্তু সেদিন আর আমরা দেখে যেতে পারবো না এই যা
যা প্রস্তাব দিয়েছেন তা ভালো লেগেছে । কিন্তু শিরোনাম ভালো লাগেনি। এটা একান্ত মনের কথা। আমরা দেখতে চাই অভিজিত আরো কী কী করতে পারতেন। অপার সম্ভবনা কে অঙ্কুরে বিনাশ হয়ে যাবার পর মেনে নিতে আজো মন চায়না যে তিনি না থেকে ও এই সব কর্ম কান্ড হবে।
এই শোক ভুলে যাওয়া এক্কেবারে অসম্ভব।
স্বশরীরে অভি’দা আর নেই, এটিই বাস্তবতা। অভি’দা কী করতে পারতেন সেই হিসাব করে ইউটোপিয়ায় ভুগে কী হবে? বরঞ্চ অভি’দা নেই বলে তাঁর কাজটুকুও আমাদের করতে হবে বলে আমাদের ডাবল মার্চ করতে হবে। অভি’দা বেঁচে আছেন তার কাজে, এবং বেঁচে থাকবেন আমাদের কাজের মাঝে।
দূর্দান্ত বলেছেন।
দাবি বা সুপারিশনামায় যা বলেছেন সেটা অনেকের কাছে সোনার পাথর বাটি মনে হতেই পারে। কিন্তু কন্ঠ না ছাড়লে হাত পা এগুবে কেন? আজ কন্ঠে শব্দ তুলি, কাল হাত কাজ করবে। সময় অনেক কিছুকে অবিশ্বাস্য করে তোলে আবার সময়ই অবিশ্বাস্যকে সত্য করে।
মুক্তমনায় স্বাগতম।
উৎসাহ দানের জন্য ধন্যবাদ।
আসলে অর্বাচীন নামে বিভিন্ন ব্লগে কমেন্ট করতাম বহু আগে থেকেই। ছদ্মনাম ব্যবহার করি নিজের পেশাগত সীমাবদ্ধতা থেকেই। তবে এই আকালের কালে ছদ্মনাম কিঞ্চিত বর্ম হিসেবে কাজে লাগবে এমনটা আগে বুঝিনি। আপনাকে ধন্যবাদ।
Comment…ছদ্মনাম দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক বুদ্ধিমান,তাছাড়া অভিদার সম্পর্কে আপনার যুক্তিসম্মত তথ্য উপস্থাপ এ সাইটে একটি নতুন আশার আলো জাগানোর পথে,আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে।আপনাকে স্বাগতম।আসলে অভিজিৎ,রাজিব,ওয়াশিক,অনন্ত ইনারা সবাই ছিলেন এক একটা আশ্চার্য প্রদীপ এর মত,সরাসরি নিজেদেরকে উপস্থাপন না করে একটু লুকোচুরি করলে ভাল হত যদিও ভীরুতা আমাদের কাম্য নয়,তথাপি অন্তত্য জ্ঞানপিপাসু সম্প্রদায়ের কথা বিবেচনা করে উনাদের আরও কিছুদিন একটিভ থাকা উচিত ছিল বলে আমরা মনে করি।আশা করি এ পথে মৃত্যুর চেয়ে জন্মটাই বেশি হবে,আপনার মত আরও বিজ্ঞ লোকের পদচারণ আমাদের সত্যিই বড়ই কাম্য।
ভালো লেগেছে
Comment…শুধু ভাল লাগলে হবেনা#বিলম্বিতা।
হাল ধরতে হবে তোমাকে,আমাকে,আরও অনেককে।
ধন্যবাদ।
বন্ধু তুমিও কী আমার মতোই ভাবো? তবে হোক কলরব। লিখতে বড় সংকোচ লাগে। আমি নাদান মানুষ, লেখাপড়ার অভ্যাশ নাই। তবে ভাবার চেষ্টা করি। কিন্তু ভাবনাের খোরাক জোগানোর প্রধানতম সূত্র যে বই, তাই পড়ার পর্যাপ্ত সুযোগ হয়না বা সুযোগ তৈরী করা হয়না।
একদিন ভোর হবেই। উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনি যে স্বপ্নগুলি দেখছেন সেগুলি আমিও দেখি। এসব স্বপ্ন বাস্তবায়িত করার পরিবেশ বাংলাদেশে নেই। এখানে ভালো কথা বললেই কতল।
লেখাটি ভালো লেগেছে। মুক্তমনায় স্বাগতম জানুন, নিয়মিত লিখুন।
সে আশায় গুরেবালি।
আপনি নতুন একটা ইস্কুল খুলে নাস্তিকদের দিয়ে নাস্তিক গড়ার কারখানা দ্যে দিন আর সেই ইস্কুলে অভিজিত এর গল্প গুলা পাঠ্য করে দিন,ইস্কুল এর সামনে একটা বাঁশের মূত্তি বানায়া ফেলেন আর দেখেন কত্ত সুন্দর হয়ছে।
খালি দেখতাছি কিছু কইতাছি না।
আশায় গুড়েবালি কিনা জানিনা। আমি আমার মতো করে ছোট করে হলেও চেষ্টা করে যাবো। কালিন্দীও চেষ্টা করে যাবে। আলো ছড়ানোর সামান্য সুযোগটুকুও হাতছাড়া হবেনা, এই শুধু আশাবাদ।
অল্পকথায় অতি চমৎকার ভাবে অভিজিৎ রায়ের জীবনদর্শন, তাঁর কর্ম , বাংলাদেশের অচলায়তনের বিরুদ্ধে তাঁর অবিচল সংগ্রামের চিত্র, আর সেই সাথে বাংলাদেশে নামক দেশটির পশ্চাৎপদ সামাজিক চিত্র – মাদ্রাসা শিক্ষার অন্ধকার স্বরূপ – ঘুনেধরা মিডিয়ার নৈরাশ্যভরা চিত্র – সরকারের দ্বিচারী আপোসকামী ক্ষমতালিপ্সু চরিত্র, এবং সেই সাথে মুক্তচিন্তার মানুষদের অবশ্যকরণীয় বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন ! দেশের প্রতি আমাদের দায় অনেক – সামনে আমাদের বিপুল বিক্রমে এগিয়ে যেতেই হবে – এই অমানিশার অবসান একদিন হতেই হবে – বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি একদিন ফোটাতে হবেই ! আপনাকে অশেষ ধন্যবাদ !
আপনাকেও ধন্যবাদ। “এই অমানিশার অবসান একদিন হতেই হবে”। আমি হতাশ হলেও নিরাশ নই।
সরকার যেখানে অভিজিৎ রায়ের খুন নিয়ে প্রকাশ্যে কোন নিন্দাও জানায় না সেখানে এ মুহূর্তে “পাঠ্যপুস্তকে অভিজিৎ রায়ের লেখা অন্তর্ভুক্ত করার আন্দোলন তৈরী”পন্ডশ্রম নয়কি?
অভিজিৎ রায়ের লেখা যে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে, সেই বোধ কিংবা তাড়না আসাটাতো জরুরী। প্রথমে চেতনা, পরে সংহতি, এরপর সংগ্রাম। দাবী জারী রাখলে একদিন অভিজিৎ রায়কে আমরা পাঠ্যপুস্তকে পাবোই। তবে সত্যি কখা কী? পাঠ্যপুস্তকে অভিজিৎ রায়দের লেখা অন্তর্ভূক্ত করতে গেলে মুক্তমনা এবং শোষণহীন সমাজের প্রতি আস্থাশীল শক্তিকেই রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
তাছাড়া, এই মুহূর্তে পাঠ্যপুস্তকে অভিজিৎ রায়ের লেখা অন্তর্ভূক্ত করা না গেলেও সহশিক্ষায়তো অভিজিৎ রায়কে আমরা অন্তর্ভূক্ত করতে পারি! সেটিই হোকনা!
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাভৈ: এগিয়ে যেতেই হবে আমাদের।
ধন্যবাদ। আলো হাতে আঁধারের যাত্রীরা এগিয়ে যাবেই।