নর্দমায় আপাদমস্তক নিমজ্জিত হয়ে গেছে বাংলাদেশ
এখানে কোনো মানুষের স্থান নেই
এ ভূখণ্ড এখন পুরোপুরি নরখাদক নররক্তপায়ী হায়েনাদের দখলে
এখানে আর ফুল ফোটে না
শুধু মানুষ খুন হয়
এখানে কোনো নদী বয় না আর
শুধু মানুষের রক্ত বয়।
এখানে আর পাখি ডাকে না
শুধু মানুষের আর্তচিৎকার শোনা যায়
আর কোনো কিশোরী এখানে বেণী দুলিয়ে দিগন্তের পানে ছুটে যায় না
আর কোনো কিশোরী এখানে মেঘের মত চুল মেলে গাছের ডালে ব’সে
আলতায় রাঙানো পা দোলায় না।
সব কিশোরী, সব মেয়েদের মাথা ও চুল এখন ত্যানার খাঁচায় বন্দি
ওদের পায়ে আর আলতার রাঙা কারুকাজ নেই
শেকল বাঁধা তাদের চপল পায়ে।
কেউ আজ আর গলা ছেড়ে জারি-সারি-ভাউয়াইয়া-ভাটিয়ালি-রবি-নজরুল গায় না
সবাই এখন দুর্বোধ্য ভাষায় ফ্যাসফ্যাস করে কোরান তিলাওয়াত করে।
মানুষের কোনো স্বাধীনতা নেই, নেই কোনো অধিকার
এই দেশ আজ হায়েনাদের সাম্রাজ্য
হায়েনাবাদের কাছে পরাজিত পরাধীন মানবতাবাদ এদেশে।
শকুন মরণাপন্ন মানুষের অদূরে বসে মানুষের মৃত্যু কামনা করে
মানুষ মারা গেলে খাবলে খাবলে তার মাংস খেতে শুরু করে।
বাংলাদেশের হায়েনারা জীবিত মানুষের রক্তমাংস খাবলে খায়।
ক্ষমতাসীনরা এখানে হায়েনার চাষ করেন অতি যত্নে
নিজেদের হাতে সার দেন, জল দেন, নিড়ানি দেন।
মানুষ ও মনুষ্যত্ববাদ এখন এদেশে শিকার
হায়েনা ও হায়েনাবাদ শিকারী
তাদের জয়জয়কার।
বাংলাদেশ, দেশ আর নেই তুমি
বাংলাদেশ, তুমি আজ মানবতার বধ্যভূমি।
বাস্তবতা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
বাংলাদেশে সব বিশ্বাসীদের জন্যই অধিকার আছে কম বেশি। শুধু নাস্তিকদের নেই। নাস্তিকদের অধিকার আছে রাস্তায় খুন হয়ে পড়ে থাকার।
বাংলাদেশ আসলেই ভিন্ন মতালম্বীদের বধ্যভূমি