আমাদের বদিউল অনলাইন এক্টিভিস্ট। যা তা রকমের এক্টিভিস্ট না, একেবারে বাঘা সেলিব্রিটি এক্টিভিস্ট। সেইসাথে খাঁটি দেশপ্রেমিক। দেশের জন্য জীবন দেয়া টাইপ না হলেও দেশের জন্য জীবন নেয়া টাইপের বাঘা দেশপ্রেমিক।
বদিকে বললাম, অভিজিৎ রায়কে তো মেরে ফেললো। কিছু একটা লেখ।
আমাকে ঝাড়ি দিয়ে বলে, রাখ তো অভিজিৎ। দেশ বড় না অভিজিৎ বড়?
আমি মিনমিন করে বললাম, দেশ বড়।
– প্রসেনজিৎ আমাদের দেশরে বিলাই বলছে দেখছস? ওরে আগে সাইজ করি। ইতনা বড়া অপমান কি সহ্য হোতা হ্যাঁয়?
আমি মাথা নেড়ে বলি, নেহি। ইতনা বড়া অপমান সহ্য নেহি হোতা হ্যাঁয়।
পরের এক সপ্তাহ বদি দলবল নিয়ে প্রসেনজিৎকে অনলাইনে ঠ্যাঙায়। এক সপ্তাহ পরে প্রসেনজিৎ মাফ চায়।
বদি যখন বিজয় উৎসব করছে তখন আবার মিনমিন করে বললাম, ইয়ে, পাহাড়ে তো সেটলাররা পাহাড়িদের ইয়ে করে ইয়ে বানায়ে ফেলছে। গতকালকেও এক স্কুল ছাত্রীকে রেপ করেছে বাঙ্গালীরা। কিছু একটা বল।
বদি ঝাড়ি দিয়ে বলে, আরে রাখ। ভারতের পেপসির ভিডিও দেখিস নাই? কি অপমানটাই না করলো আমাদের দেশরে? দেশ বড় না পাহাড় বড়?
আমি মিনমিন করে বলি, দেশ বড়।
– এই মওকা মওকা ভিডিও দিয়া আমাদের কি অপমানটাই না করলো। ইতনা বড়া অপমান কি সহ্য হোতা হ্যাঁয়?
আমি মাথা নেড়ে বলি, নেহি। ইতনা বড়া অপমান সহ্য নেহি হোতা হ্যাঁয়। পরের এক সপ্তাহ বদি মওকা মওকাকে ঠ্যাঙালো। দেশের অপমানের বদলাতে গোটা দশেক অ্যান্টি মওকা মওকা ভিডিও বানালো। দলবল নিয়ে ভারতের ভিডিওর রেটিং নামাল। এক সপ্তাহ পরে যুদ্ধজয় করে বলে, ওই হালা, ইউটিউবে গিয়ে দেখে আয়। দিনে এই ভিডিওরে পাঁচহাজার ডিজলাইক দেয়ার ব্যবস্থা করে দিছি। কয়দিনের মধ্যে এইটা সর্বকালের সবচেয়ে নেগেটিভ রেটেড ভিডিও হয়ে যাবে।
আরও এক সপ্তাহ পরে যখন দেখি ভিডিওর রেটিং নেমে তলানিতে প্রায়, তখন আবারও বদিকে গিয়ে মিনমিন করে বলি, – ভিডিও তো নামলো কিন্তু আজকেও তো পেট্রোল বোমায় কতগুলা মানুষ পুড়ল।
বদি আবারও ঝাড়ি দিয়ে বলে, আরে রাখ, দেশ বড় না মানুষ বড়?
আমি ঠিক নিশ্চিত না বলে অনিশ্চিত গলায় বলি, মনে হয় দেশ বড়।
– সিধু হারামজাদা আমাদের দেশরে আবার কি বলছে দেখছস? আজকে ওই শিখ হারামির একদিন তো আমার একদিন। ইতনা বড়া অপমান কি সহ্য হোতা হ্যাঁয়?
আমি মাথা নেড়ে বলি, নেহি। ইতনা বড়া অপমান সহ্য নেহি হোতা হ্যাঁয়।
পরের এক সপ্তাহ বদি দলবল নিয়ে সিধুর বিরুদ্ধে যুদ্ধ করে। গালিগালাজ আর হুমকি ধামকি দিয়ে নাকানি চুবানি খাওয়ায়। সপ্তাহান্তে বদিকে গিয়ে পাকড়াও করি। বদি দলবল নিয়ে ঋত্বিক আর ক্যাটরিনার সিনেমা দেখে আর গাইল্লায়, হালার মালু গুলার সিনেমা মানেই নাঙ্গা নাচ। এইজন্যই তো এদের দেশে এত রেপ হয়।
আমি মিনমিন করে বলি, বদি ক্লাস টেনের ওই স্কুলছাত্রীটা মনে হয় বাঁচবে না রে। একসাথে এতজন মিলে …
আমি মাথা নেড়ে বলি, নেহি। ইতনা বড়া অপমান সহ্য নেহি হোতা হ্যাঁয়।
কালকে বাংলাদেশের খেলা। আমি বদির সাথে বসে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করি। যদি হেরে যায় বাংলাদেশ? ইতনা বড়া অপমান কি সহ্য হবে?
স্বাগতম চউদা
বদিরা বদলে দিচ্ছে বাংলাদেশ, এভাবে চলতে থাকলে বাংলাস্তান হয়ে উঠতে আর কত সময় লাগবে সেটা কোনো পাঞ্জেরীর কাছে জানবার দরকার পরবে না। কিন্তু জানি, স্রোতের বিপরীতে দাঁড়ানো অভিদের কাছেই বদিদের পরাজয় হবে, বিজ্ঞান যেমন জয়ী হয়ে আসছে অন্ধ-বিশ্বাসের সাথে লড়াই করে।
স্বাগতম ভ্রাতা। ধন্যবাদ লেখার জন্য, শুভকামনা ভবিষ্যতের জন্য।
ম্যাচে বাংলাদেশ হেরে গেল, বাংলাদেশীরা যে পরিমান অপমান হচ্ছে, তার ভার মানচিত্র বইতে না পেরে দেবে না যায় তাই ভাবছি। তখন আর ক্রিকেট খেলা লাগবে না, বারোমাসকাল নোনা পানিতে এসব খেলা লাগবেঃ
[caption id="" align="alignnone" width="471"] বুরকা বাইচ[/caption]
কোন ব্যাপার না, এবার হেরেছি, পরেরবার জিতব; নাহলে পরেরবার বা অন্য কোনবার। এ কেবলই একটা খেলা। কিছু ভারতীয় খেলার আগে বাংলাদেশীদের উস্কে দিয়ে ভিডিও বানিয়েছে, আবার কিছু উৎসাহী বাংলাদেশী তার জবাব দিয়েছে, এসব হাল্কা বিনোদনের পর্যায়ে থাকলে সব ঠিক আছে। আমরা বাংলাদেশীরা আমাদের মুক্তিযুদ্ধ আর দেশটির স্বাধীনতা-প্রাপ্তির বিষয়টি নিয়ে সংবেদনশীল। মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য আমাদের জন্য অপরিহার্য ছিল, আমরা সেজন্য চির-কৃতজ্ঞ। তবে দিনশেষে আমাদের বহুবছরের ধারাবাহিক আন্দোলন, একজন কালজয়ী নেতার দিকনির্দেশনা, জনগনের মুক্তির তীব্র আকাঙ্খা আর আত্নত্যাগই ছিল একটি স্বাধীন দেশ সৃষ্টির মূল কারন। আমরা বন্ধুত্ব চাই, পারস্পরিক উন্নয়নে হাতে হাত রেখে কাজ করতে চাই, কিন্তু তা মাথা নত করে নয়। আমাদের ভারতীয় বন্ধুরা এটুকু মনে রাখলেই আমরা খুশী।
যোগ্য দল হিসাবেই ভারত জিতেছে। ভারতকে অভিনন্দন!
@মনজুর মুরশেদ
প্রতিটা লাইনই আমার মনের কথা।
তবে আমার মনে হয়, বর্তমান এই উদ্ভুত পরিস্থিতির পেছনের অন্যতম কারণ হলো মুক্তিযুদ্ধ আর স্বাধীনতাকে আমরা যেন শুধু ঐ সংবেদনার জায়গাতে রেখেই স্বার্থসিদ্ধির টুল হিসেবে ব্যবহার করছি। সহনশীলতার প্রশ্নে এই প্রেমের সাথে ধর্মান্ধতার মিল আছে। অধিকাংশ জনগোষ্ঠীর কাছে আজ মুক্তিযুদ্ধ যেন শুধুই একটা প্রাপ্তি, কোনো চেতনা নয়। যদি হতো, তবে- মুক্তমনের চর্চা যা কিনা আরেক ধরণের মুক্তচর্চা, তা স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরেও সাধারণের কাছে এতটা অগ্রহনযোগ্য হত না, ঘৃণিত হতোনা।
যোগ করার জন্য ধন্যবাদ। শুভ কামনা।
সহমত! শুভকামনা আপনার জন্যেও।
মুক্তমনায় স্বাগতম। অত্যন্ত আনন্দ হচ্ছে আপনাকে মুক্তমনায় দেখে। নিয়মিত লিখবেন কিন্তু। অভি আপনাকে মুক্তমনায় দেখলেন না, খারাপ লাগছে এজন্য।
সুবিধা বঞ্চিত সুবিধা বাদী দের দেশে এই রকমই হয়….এরা টুপি মাথায় দেয়, টিকি রাখে …কিন্তু মল ত্যাগ করে বাগানে ….
ভালো লাগল||
মুক্তমনায় স্বাগতম। ভাই, লিখতে থাকেন। আমরাও আসছি।
ব্লগে-ফেসবুকে মানুষে সুশীলতা দেখলে গায়ে চুলকানি লাগে, কী করে পারে এরা, দিনের পর দিন
@ রায়হান আবীর, তানভীরুল ইসলাম,
”অভিজিৎ রায়দের দরকার নেই, পাকমনপেয়ারুতে ভরে যাক দেশের প্রতিটি বর্গমিটার।
হেরে যাচ্ছে বাংলাদেশ”
না, আপনাদের মত তরূনদের মুখে এমন কথা মানায় না। অন্দধকারের কাছে আলোর পরাজয় হয় না হতে পারেনা। আমরা হারছিনা, হারবোনা। তীর এই ঢেউয়ের সাগরে আমরা সংখ্যায় নগন্য তবু আমরা হাল ছাড়বোনা এ সাগর আমরা পাড়ি দেবই।
(মুক্তমনার আগের সেটিংটা গেল কই? হাইলাইট, ব্লক কোট, ইউ টিউব, ছবি কিছুই যে করা যাচ্ছেনা।)
( সংশোধন> তীর হারা এই ঢেউয়ের সাগর)
@ চরম উদাস,
মুক্তমনায় স্বাগতম৷
অনেক ধন্যবাদ। আমি আপনার লেখার ফ্যান
চরম ভাল লেখা৷
মুক্তমনায় স্বাগতম৷
বাংলাদেশের মানুষ আসল অপমান বুঝতে শিখুক…
আসলেই বুঝতে শিখুক
অভিজিৎ রায়দের দরকার নেই, পাকমনপেয়ারুতে ভরে যাক দেশের প্রতিটি বর্গমিটার। তাতেই জিতবে বাংলাদেশ।
🙁
স্বাগতম
কী বোর্ড দিয়ে আগুন ঝরুক
চেষ্টা করে যাবো
হেরে যাচ্ছে বাংলাদেশ 🙁
:((
🙁
আপনাকে মুক্তমনায় দেখে ভালো লাগছে, স্বাগতম, লেখা চাই বেশি বেশি।
কোপ খেয়ে কলম দুই টুকরা হয়ে গেছে। এক টুকরা সচলে, অন্য টুকরা মুক্তমনায় লিখে যাবে।
আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো।
ধন্যবাদ
দেশের উপ্রে কথা নাই
মানুষ গোল্লায় যাক
সেটাই 🙂
মুক্তমনায় স্বাগতম।
চউদা,, ইতনা বড়া বাঁশ সহ্য নেহি হোতা হ্যাঁয়!! :/
বড় বড় বাঁশ সহ্য হয়ে যায় আমাদের। কঞ্চি সহ্য হয়না …
(Y)
একটা JD পাওনা রইল, এই লিখাটার জন্য
🙂
সত্যি আমাদের প্রাইয়োরিটিতে বহুত ঘাপলা আছে 🙁 । আপনাকে মুক্তমনায় দেখে ভালো লাগছে দাদা।
তা আছে। ধন্যবাদ। অভিজিৎদা এর কারণে মুক্তমনায় লেখা শুরু করেছি। অভিজিৎদা এর কারণেই লিখে যাবো।
চরম উদাস দা, বরাবরের মতই ফ্যান্টাস্টিক।
ধন্যবাদ 🙂
বদিরা ভারতের বেলায় যত গরম, পাকিদের বেলায় আবার ততই নরম। পাকিস্তানের খেলায় খেলার সাথে দেশ প্রেম মেশায় না। বদি দিয়ে দেশ ভরে গেছে।
সেটাই … খেলার সাথে রাজনীতি মেশাবেন না টাইপ আরকি
ধন্যবাদ ফরিদ ভাই।
চরম উদাস! চরম উদাস!! চরম উদাস!!!
মুক্তমনায় স্বাগতম!
ধন্যবাদ। আপনার ঠ্যালা খেয়েই না মুক্তমনায় লেখা শুরু হল।
//ধন্যবাদ। আপনার ঠ্যালা খেয়েই না মুক্তমনায় লেখা শুরু হল।//
আপনাকে এখানে দেখতে যিনি খুব আগ্রহী ছিলেন তিনি এখন নেই!… যাই হোক, চরম উদাস এখানে নিয়মিত হবে এটাই আমাদের চাওয়া।
জানি 🙁 । কখনো কি স্বপ্নেও ভেবেছিলাম এমন হবে? আলসেমি করে আজকে লেখি কালকে লেখি করে দেরি করছিলাম। ভেবেছিলাম প্রথম লেখা দিয়ে বলবো, অভিজিৎদা এই যে দেখেন মুক্তমনায় চলে আসলাম। অফিসিয়ালি নাস্তিক বলগার হয়ে গেলাম আজ থেকে। কিছুকিছু বাস্তবতা বদলে যদি সেটাকে দুঃস্বপ্ন বানিয়ে দেয়া যেত …
লজ্জিত বোধ করছি। না, বদির মত কোনো প্রতিশোধ স্পৃহায় জড়িত নই, তবু যা কিছু করণীয় সেসবওতো করা হয়ে উঠছে না।
মুক্তমনায় স্বাগতম।