আমরা অনেকেই জন্ম নিয়েছি,বেঁচে থাকছি এবং একসময় মরে যাবো,জীবন সম্পর্কে স্পষ্ট কোন দৃষ্টিভঙ্গি ছাড়াই।শুধু শুধুই বেঁচে থাকা আমার কাছে কোন জীবন নয়।অভিজিৎ রায়ের লেখা প্রকৃত অর্থে জীবনটাকে যাপন করতে শেখায়।এখানটাতেই অভিজিৎ রায় অনন্য।

গলার নীচে জমে থাকা কান্না আর একরাশ শূন্যতা নিয়ে শুধুই ভেবে চলেছি, এরকম অতি অমূল্য হারালে অভিজিৎ’দা কি বলতো।জানি না কি বলতো, তবে রাজীবকে হত্যার পর অভিজিৎ’দা যা বলেছিল আমি সেটাই বলতে চাই… “যারা ভাবে বিনা রক্তে বিজয় অর্জিত হয়ে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন।” অভিজিৎ’দা প্রাণ দিয়ে তা প্রমাণ করে গেছেন।

মডারেটদের,মানুষ নয় মডারেট পরিচয়েই মৃত্যু হবে।আর ঘাতকদল, তোমরা ভালই জানো,কোথায় আঘাত করতে হয়,তবে আরো জেনে রাখ, যুদ্ধ এখনো শেষ হয়নি,যুদ্ধ জারি আছে,যুদ্ধ জারি থাকলো…