১,
যদি বকুল ঝ’রে পড়ে তোমার পায়
ভীষণ আদরে তোমায় জড়ায়
জেনো সে আমি।
যদি জোছনা ঝ’রে পড়ে তোমর গায়
তোমাতে নিজেরে হারায়
জেনো সে আমি।
যদি বৃষ্টি এসে তোমাতে লুটায়
তোমার ঠোঁটে কপোলে ব্যাকুল চুমু খায়
জেনো সে আমি।

২,
বহু বহু বছর ধরে
আমি খুঁজে বেড়াচ্ছিলাম আমার হৃদয়ের অপর অংশ
দেশ হতে দেশান্তরে।
অবশেষে পৃথবীর অপরপ্রান্তে আমি পেলাম একজনকে
দেখলাম আমার হৃদয়ের অপর অংশ
রক্ষিত আছে তারই অন্তরে।

৩,
তুমি আলিঙ্গন করো আমায় মধুর ঊষ্ণতায়
আমি নক্ষত্রের মতো জ্বলতে থাকি
তুমি তোমার হৃৎপিণ্ড রাখো আমার হৃৎপিণ্ডের ওপরে
আমি ঝড়ের মতো কাঁপতে থাকি
তুমি তোমার ঠোঁটের সুধা ঢেলে দাও আমার ঠোঁটে
আমি ডুবে যাই সেই সুধাসাগরে।