বিশাল জলধির বক্ষে শুয়ে আছ
কে তুমি জলকন্যা?
তোমার নাম সন্দ্বীপ বুঝি?
নরম রেশমের ওড়নার মতো মেঘ উড়ে যায়
তোমার গায়ের উপর দিয়ে
আকাশ তার নীল শাড়ির মতো দেহে
নক্ষত্রের সোনালি চুমকির কারুকাজ করে রাখে
তোমায় পরাবে ব’লে।
তোমার গায়ের উপর জোছনা পড়ে
চাঁদ গ’লে গ’লে।
কে গো তুমি রাজকন্যা?
তোমার নাম সন্দ্বীপ বুঝি?
পাখিরা, সমুদ্রের জলেরা, গাছের পাতারা তোমায় গান শোনায়
সমুদ্রের ঢেউয়েরা ছলাৎ ছলাৎ ছন্দে এসে তোমার চরণ ধুয়ে দিয়ে যায়
বাতাস, ফুলের রেণু, বৃষ্টির ফোঁটা, সূর্যের আভা
এসে তোমার কপোল চুমে যায়।
ঝিঁঝিঁ পোকারা গান গেয়ে তোমায় ঘুম পাড়িয়ে দেয়
চাঁদ নক্ষত্র আকাশ তোমার জন্য নির্ঘুম জেগে রয়
ভোরের পাখিরা গান গেয়ে,
নবীন সূর্য নম্র-কিরণ-স্পর্শে
তোমাকে নতুন দিনের অভিবাদন জানায়।
কে তুমি রাজকন্যা?
তোমার নাম সন্দ্বীপ বুঝি?
কদমফুলের পাপড়ির পুষ্পবৃষ্টি হয় তোমার গায়ে
বেলি শিউলি ঘুঙুর হয়ে রয় তোমার পায়ে।
শিশিরবিন্দু তোমার ঘাসে ভোরের আলোতে
হিরককুঁচি হয়ে জ্বলে
কতো কতো বুনোফুল ফুটে রয় তোমার চরণতলে।
কতো কতো হাসি গান সুবাস আদর মমতা লেগে থাকে
তোমার ঘাসে
তোমার মাটিতে, আকাশে, বাতাসে।
কতো সবুজ ঘাস, কতো জোছনা তোমায় আদরে ঢাকে।
কে গো তুমি জলকন্যা?
তোমার নাম সন্দ্বীপ বুঝি?
সন্দ্বীপ গেছিলেন নাকি? সম্প্রতি?
আমি তো ভেবেছিলাম, সন্দ্বীপ কোন প্রেমিক বুঝি!
ভাল লেগেছে। 🙂
@গুবরে ফড়িং,
অনেক বছর যাওয়া হয় না সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে বহু দূরে আছি বহুবছর। মিস করি খুব। আমার প্রেমিকই বলতে পারেন। (L)
অনবদ্য
@উৎপল, (F) (F)
প্রাকৃতিক সৌন্দর্য্যের চিত্র খুব সুন্দরভাবে অঙ্কিত করা হয়েছে এই কবিতাটিতে। কবিতাটি পড়ে হঠাৎ করেই “Life of pi” – movie টার কথা মনে পড়ল। Respect রইল কবিতাটির জন্য………
@সামুরাই নিনজা,
অনেক ধন্যবাদ আপনাকে।
কে লিখছ তুমি তামান্না বুঝি?
কাবিতার নাম শুনেই বুঝেছি
আবার ডুব দেব আমরা প্রকৃতি মায়ের কোলে
কে বলে হারিয়ে গেছে অনুভূতি ?
বিজ্ঞান নাকি কেড়ে নিয়েছে আবেগ?
সব আছে শুধু ডুব দিয়ে কুড়িয়ে আনতে হবে মুক্তা।।
খুব ভাল হছে, আগের কবিতাটাও (কালো জলে কালো মেয়ে)
খুব ভাল হয়েছিল, ধন্যবাদ আপনাকে।
@অনিন্দ্য পাল,
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। অনেক ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য।
উদাস করা কবিতা… (F)
@ঔপপত্তিক ঐকপত্য,
পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।