তরঙ্গমালায় ভেসে যায়;
অবজ্ঞায়, যে শব্দমালা,
ভাষায় বিমূর্ত, অধরার।
ছুঁতে চাই, হারানোরে।

শুনতে দাও শব্দগুলো
পারিনি যেসব শুনতে;
আলোচ্ছটা, দাও আমারে;
থামো; এবার, শব্দগুলো।

সবাই এখানে, সম্মিলনে,
একসাথে দেখি, তবুও
সমান্তরালে, সরল অজ্ঞতায়,
সময়ের অজানা অপেক্ষায়।

সেই কুয়াশার জল;
মেঘ চেরা আলো,
চিনে নেব একদিন,
অস্তিত্বের তরে, আমি।

একবার একা হব,
সময়ের জন্য; অকস্মাৎ,
অন্যচোখে, নির্ভার আপনে।
অনন্ত আলোয়; হ্য়তো।