তোমার চোখে ব্যথার আকাশ,
পাহাড় চাপা হৃদয় নিয়ে,
দেখতে আমি চাইনি,
সুখরঙ্গা সেই মনের কোনে;
অনেক আলোর জোনাক জ্বেলে;
ব্যথার আকাশ এমনি আঁধার,
দেখতে আমি চাইনি।
চাইনি ওগো চাইনি।

এমন অনেক ভাষা আছে,
অনেক কথার মালা আছে,
ফুলের মত কাঁটার মত,
অনেক রঙের মিশেল ছোঁয়া;
অন্য কিছু দেখার মত;
ক্ষনিক পাওয়া ভালবাসা;
এমনি কিছু চাইনি। ওগো;
ব্যথার আকাশ এমনি আঁধার,
সত্যি আমি চাইনি।
চাইনি ওগো চাইনি।

ঢেউ খেলানো সুরের সাগর,
সাঁঝ বেলাতে ঝকমকি গো,
পাগলা হাওয়ায় আঁখির জ্বালা;
আজকে যে মানায় নি।
ঝিনুক কাটা মনটা আমার,
ঝাউছায়াতে; একটুও সু-খায়নি।

অনেক ভুলের আগুনে সুখ,
ইচ্ছে হলেও সয়নি।

পাইনি অনেক না চাওয়ারে;
যা, অনেক করেও চাইনি।

ব্যথার আকাশ এমনি আঁধার;
দেখতে আমি চাইনি।
চাইনি ওগো চাইনি।