একটি পরিত্যাক্ত দুপুর
ঝিমঝিম অনুভবে ঝাপসা তুমি
আমার ভালোলাগা আর স্মৃতির জড়াজড়ি
খুঁজে পেতে মন বাড়াই, এমনি সময়ে, একান্তে।

ছায়াময় গাছতলা; দুপুর,
কবিতা লিখবো বলেই এলে,
চোঁয়ানো আলোর ঝুরি হয়ে; চুপিচুপি,
আলসে আভায়, আনমনে; ছোঁয়া যায়; এমনি করে।

অধিকৃত দুপুর আমার;
অবারিত প্রকৃতি, তুমি, আমি;
দুরে থেকেও কত অনায়াস কাছে।
ফের চাইলেই মন বাড়াবো; আমি, এমনি দুপুরে।