এইখানে এই মাটিতে আমার নাড়ি প্রথিত আছে।
একদিন এই বাস্তুভিটে, এখানকার কিছু মানুষ
জল-হাওয়া, মাটি ও ধূলির সাথে
জড়িয়ে ছিল আমার জীবন,
অন্তরে-বাহিরে জড়িয়ে ছিলাম আমিও তাদের সাথে।
অনেক দিনরাত্রি, অনেক প্রহর, অনেক মানুষ
অনেক দৃশ্যত ও অদৃশ্যত আনন্দ-বেদনার গল্প
স্রোতের মতন ভেসে গেছে মহাকালের গর্ভে।
তবুও স্মৃতিপটে রয়ে গেছে কিছু সুখদুঃখের দাগ।
কিছু প্রিয় মানুষের প্রিয় পরশ
এখনও প্রাণে অনুভব করি।
এই সকল পথে ছিল তাদের নিত্যদিনের পদচারণ,
ছিল আমারও।
তাদের পায়ের চিহ্ন দেখতে পাই
আমি এই মাটিতে।
তাদের হাসি, কলকাকলি শুনতে পাই
এখানকার আকাশে বাতাসে।
কিছু প্রিয় নাম, কিছু প্রিয় ডাক, কিছু প্রিয় কথা
প্রতিনিয়ত ধ্বনিত-প্রতিধ্বনিত হয়
এখানকার আম-কাঁঠালের বনে এবং আমার মনে।
সেই সকল অতিক্রান্ত দিনরাত্রির, সেই সকল মানুষের
সুখদুঃখের অলিখিত ইতিহাস
লিখিত আছে আমার হৃদয়ের গহীনে।
সেই ইতিহাস বেষ্টিত হয়ে আছে
হারানো সময় ও স্থানের
চারপাশের অনুষঙ্গ এবং উপকরণে।
এখানে, বিবর্তনের হাত ধরে আধুনিক মানুষ হয়ে ওঠার একটা ক্লু পাচ্ছি মনে হয় । সাথে ইতিহাসও পেলাম । ভাল লাগল ।
@অসীম, ধন্যবাদ।
আমার ৫ম শ্রেণী তে পড়ুয়া ছেলে এর চাইতে ভাল লেখে। অতি সাধারন আরতি । আরো গভীরতা আবশ্যক। লিখতে লিখতে হাত খুলে যাবে। বরিশালের এক বিখ্যাত কবির , বিখ্যাত কবিতার ছায়া প্রকট ।
@পলাশ,
তাই নাকি! অভিনন্দন আপনার ভাল লেখক ছেলেকে। ভাল লেখকের গর্বিত পিতা হিসেবে আপনাকেও অভিনন্দন। তা আপনার সুলেখক সেপুত্রের কিছু সুলেখা আমাদের জন্য পোস্ট করুন না! আমরাও একটু প’ড়ে আপনার মতই গর্ব ও ধন্য ধন্য অনুভব করি।
আমার অতি সাধারণ অনুভূতিগুলি আমি অতি সাধারণভাবে প্রকাশ করেছে। তাই আরতি অতি সাধারণ।
বরিশালের বিখ্যাত কবিটি আপনার ৫ম শ্রেণীতে পড়ুয়া ছেলের চেয়ে মন্দ লিখতেন বুঝি! অতি সাধারণ আরতিযুক্ত, ৫ম শ্রেণিতে পড়ুয়া লেখকের লেখার চেয়ে মন্দভাবে লেখা কবিতাটি বিখ্যাত কবির বিখ্যাত কবিতা হলো কিকরে!
আসলেই 🙂
ভালো লাগলো; বরাবরের মতনই :))
@এম এস নিলয়, ধন্যবাদ :)) :))
@তামান্না ঝুমু,
সত্যি বলছি তামান্না, কবিতা খুব একটা বুঝিনা । আসলে থাকি তো সব সময় কঠিন কঠিন গল্পের সন্মূখীন তাই বোধ হয়। এখনও চাঁদকে যে এক টুকরো রুটিই মনে হয়। তোমার গল্প কিন্তু দারূণ ভাল লাগে, কারণ সেখানে যে নিজেকে আপন দেশকে খুঁজে পাই।
@আকাশ মালিক, আমরা দেশ থেকে যত দূরেই যাই না কেন, দেশ যে সর্বদা আমাদের হৃদয়েই থাকে। পলিমাটি লেগেই থাকে মনের মাঝে। সেটা আমার লেখাতে কেন, আমরা একটু চোখ বন্ধ করে বসলেই মাটির স্পর্শ ও গন্ধ পাই। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
অদৃশ্যত-শব্দটি কি ব্যাকরণসম্মত ?আর …….কবিতাটি ভালো লেগেছে।
@অগ্রদূতের চরণবন্দনা, শব্দটি সম্পর্কে জানি না। মনে এলো তাই লিখলাম। আপনার পাঠপ্রিতিক্রিয়ার জন্য ধন্যবাদ।