মুক্তমনা পাঠকরা হয়ত ইতিমধ্যেই জেনেছেন, এভারেস্ট জয় করে নেমে আসার সময় পর্বতারোহী এবং চলচ্চিত্র নির্মাতা সজল খালেদ মৃত্যুবরন করেছেন। ধারনা করা হচ্ছে তিনি উচ্চতাজনিত অসুস্থতা ও প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়েছিলেন।
মূল খবররের লিঙ্ক এখানে।
আমাদের নতুন পাঠকেরা হয়ত জানেন না, সজল খালেদ আমাদের মুক্তমনার পুরোন সদস্য। মুক্তমনা ব্লগ হিসেবে আত্নপ্রকাশ করার আগে আমাদের পুরোন সাইটে তিনি বেশ কিছু চমৎকার লেখা লিখেছিলেন।
তার এই অকাল মৃত্যুতে আমরা মুক্তমনা ব্লগের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
পাঠক, যারা তার লেখার সাথে পরিচত নন, তাদের জন্য আমাদের আর্কাইভ থেকে তার লেখার লিঙ্ক এখানে দেয়া হল।
আমাদের মুক্তমনা আর্কাইভে সজল খালেদ
সজল খালেদের লেখাগুলো, যেগুলো মুক্তমনা আর্কাইভে আছে বলে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ঢোকা যাচ্ছে না। একটু কি দেখবেন মুক্তমনা মডারেটরদের কেউ?
লিংকটিতে এ খবরটি পড়ে খারাপ লাগা মনটি আরও খারাপ হয়ে গেল। শারীরিক অসুস্থতাকে তার আমলে নেওয়া উচিত ছিল। সজল মাহমুদের পরিবারের জন্য দুঃখিত বলা ছাড়া তার এ অভিযানকে আমি দুঃসাহসিক বলতে পারছি না। তার পরিবারের, বিশেষ করে দুই বছরের শিশুটির জন্য মনটা বিষন্ন হয়ে গেল। আরও কষ্ট হল তার লাশ স্বজনদের কাছে পৌঁছবে কি না জানি না।
সমবেদনা জানানোর ভাষা নেই
:candle:
@গীতা দাস, আপনার মন্তব্য পড়ে মনে হয় আপনি সজলকেই যেন দায়ী করছেন তার নিজের মৃত্যুর জন্য। এমনকি এরকমও ইঙ্গিত করলেন যেন সে তার পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করেনি।
কিন্তু তারপরও কি জানেন? ওর মত পুরন বন্ধুকে হারানর প্রচণ্ড কষ্ট স্বতেও, আমাদের মনে হচ্ছে যে অন্তত সে নিজেকে আমাদের মত শারীরিক, সামাজিক, পারিবারিক, পেশাগত, ইত্যাদি বিভিন্ন শেকলে বেঁধে রাখেনি। স্বপ্নের শেষ পর্যন্ত নিজেকে নিয়ে যাওয়া, সেটাও তো দুঃসাহসিক, এক ধরনের মুক্তি।
@কেউ,
স্বপ্নের পেছনে ছুটন্ত মনের মানুষদের আমি শ্রদ্ধা করি।সম্মান করি।তারাই তো ইতিহাস তৈরি করেন। তবে তাদের সাংসারিক বাঁধনে নিজেকে না বাঁধাই শ্রেয়।
আর দুঃসাহসিক অভিযান যখন আত্মহত্যার সামিল হয় তখন আরও কষ্ট লাগে।
দূ:সাহসী মানুষটার জন্য কষ্ট হচ্ছে
উনি মুক্তমনায় লিখতেন জানতাম না।
সজল খালেদ মুক্তমনার পুরোন সদস্য, এটা জানা ছিল না।
সজল খালেদের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ।
এই অকুতোভয় বীরকে জানাই স্যালুট! বাংলাদেশের দুর্ভাগ্য, ক্ষণজন্মা বীরেরা চলে যান সময়ের অনেক আগেই!
এভারেস্টে অদম্য প্রাণ। সেল্যুট! (Y)
এভারেস্ট জয় করে ফেরার পথে সজল খালেদের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত ! এই মুক্তবুদ্ধির মানুষটির অকাল মৃত্যুতে আমাদের অনেক ক্ষতি হলো ! তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমার গভীর সমবেদনা !
প্রথমে মনে হয়েছিল আইন করে এভারেস্টে উঠা বন্ধ করে দেয়া হোক!
এ হচ্ছে দুঃখ আর ক্ষোভের কথা।
সজল খালেদের জন্য দীর্ঘশ্বাস। আমার খারপ লাগছে ওর পরিবারের জন্য।
জানি মানুষের শিখরে উঠার সহজাত প্রবৃত্তি রোধ করা যায় না।
নতুন অভিযাত্রীর জন্য শুভ কামনা