বাংলাদেশের ব্লগারদের আটকের প্রতিবাদে আমেরিকার মুক্তচিন্তকদের সংগঠন সেন্টার ফর এনকোয়েরি (সিএফআই) এর নেতৃত্বে ২৫ শে এপ্রিল সাড়া বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু গতকাল সাভারে বহুতল ভবন ধ্বসে শতাধিক মানুষের মৃত্যুর মর্মান্তিক খবর পৌঁছানোর পর সিএফআই তাদের কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে। বিশ্বব্যাপী প্রতিবাদের নতুন তারিখ নির্ধারিত হয়েছে মে মাসের দুই তারিখ।
সিএফআই এর পাবলিক পলিসি অফিসের ডিরেক্টর মাইকেল ডোরার বরাত দিয়ে জানানো হয়েছে –
IMPORTANT: Due to the National Day of Mourning in Bangladesh, we are postponing protests to May 2. More soon. #DefendDissent
-Michael De Dora
বিস্তারিত এখানে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ সকল অনলাইন লেখকের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটও স্থগিত করা হয়েছে। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে –
সাভারের বহুতল ভবন ধ্বসে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় অমরা গভীর শোক প্রকাশ করছি। জাতির এই দুর্যোগময় মুহূর্তে অতীতের মতো ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী হিসেবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই আগামীকাল ২৫ এপ্রিল, ২০১৩ তারিখের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সঙ্গে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়াই।
এই মুহূর্তে আমরাও মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশী প্রয়োজন আহত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগের। মুক্তমনার পক্ষ থেকে আমরা আমাদের সদস্যদের প্রতি সনির্বন্ধ অনুরোধ করছি আহত মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য রক্তের ব্যবস্থা করতে।
মানবতার জয় হোক।
@ মুক্তমনা মডারেটর,
বিনীত অনুরোধ, উপরে আপাতত সাভার ট্র্যাজেডির কিছু ছবি দেয়া হোক। বাকি আপনাদের অভিমত।
[img]https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/420711_386691008110857_26875759_n.jpg[/img]
সেল্যুট জানাই বীর জনতাকে, যারা দিনরাত পরিশ্রম করে সাভারে ধ্বসে পড়া ভবনে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন, নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়ে তুলছেন একেকটি তাজা প্রাণ। সেল্যুট জানাই প্রজন্ম শাহবাগের তারুণ্যকে, যারা সময়ের ডাকে সাড়া দিয়ে সর্বোস্ব নিয়ে দাঁড়িয়েছেন আহতদের পাশে। জনতার শক্তিই এখন জাতির শেষ ভরসা। হীরক রাণী বা কুচুটে ঝগড়াবাজ নেত্রী নন, স্তম্ভ নাড়াচাড়ার মন্ত্রী নন, টকশো’র বুদ্ধিজীবীরাও বাদ, জামাত-হেফাজতের ধর্ম ব্যাপারী তো নয়ই, আগামীতে এই বীর জনতাই হোক জাতির সব আশা-আকাঙ্খার দিক-দর্শন।
জয় বাংলা।
জয় জনতা। (Y)
মানবতার জয় হোক।
মানুষরুপী কিছু পশুদের সীমাহীন লোভ-লালসা, অসততা, অবহেলা, অবিবেচনা, আর অমানবিকতার শিকার কতগুলো প্রাণ ! এমন একটা মানব-সৃষ্ট ভয়াবহ ঘটনাকে কোন ভাবেই মেনে নেয়া যায় না ! যারা নিহত হলো তাদের স্বজনদের সান্তনা পাবার কোন সুযোগ আছে কি ! যাদের অবিবেচনা, অনৈতিকতা আর অসিদ্ধা ন্তের কারণে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল তাদের প্রতি তীব্র ঘৃনা আর ধীক্কার জানানোর মত ভাষা আমার জানা নেই ! নিহতদের স্বজনদের প্রতি প্রানের গভীর থেকে সমবেদনা ! আর কতকাল বাংলাদেশে দেখতে হবে এমন আসুরিক দাপট যাদের অশুভ কার্যকলাপে দিনের পর দিন ঘটবে এমন সব অঘটন – যার শিকার হবে বস্ত্র শ্রমিকদের মত অগনিত নিরীহ মানুষ !!! শীঘ্রই এর অবসান হোক ! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!