লিখতে বসে চোখ ঝাপ্সা হয়ে আসছে। আমাদের সাফি সেই সাথে আরো অনেক সূর্য সন্তান’কে দেখতে। সাফির হাত ধরে বললাম-
-এই পথ কেনো?
-আর কিছু করার ছিল না আমাদের। ক্ষীণকায় স্বাস্থ কিন্তু দৃপ্ত ও বলিষ্ট ওর চেহারায়। গীতা’দি আসার কথা, ফোনে কথা হয়েছে। আসবেন বলেছেন।
দিদি আবার চট্টগ্রাম যাবেন কর্মস্থলে। সবাইকে দেখছি। কী বলব সান্তনার ভাষা জানা নেই। সাফি জানালো শাফায়েত ও এসেছিল।
আমি আসলে তেমন কিছু লিখতে বসিনি। বলার ভাষা নেই তেমন কিছু।
গীতা’দি আসার পরে কিছুক্ষণ বসে থাকলাম ওদের সাথে। জিজ্ঞেস করলাম কিছুর দরকার আছে কী না। তাহলে দিয়ে যাব। বলল ,-
নাহ কিছু আপাতত লাগবে না। আপন মনেই বলল অনেকে সরকারি দলের কেউ এলোনা। কেউ একবার সান্তনার বাক্য শোনালোনা।
কি জানি হয় তো আসবে। বা কী করবে জানা নেই।
ফেরার সময় মনে হচ্ছিল,
সেই গান সেই কথা-
সব কটা জানালা খুলে দাওনা-
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ।
ওরা সত্যি এসেছে। ওরা সাফি নাম দিয়ে এসেছে। আরো অনেক নাম দিয়ে আবার এসেছে।
জয় আমাদের হবেই ।
@শিমূল,
কী জানি কেমন করে হবে। এরা নানান মুখোশ পরে আছে। এক জামাত নিষেধ হলে হাজার নামে ওরা
উদয় হবে। সরকার এ দিকে নির্বিকার-
জয়ের কথা ভাবতে তো ইচ্ছে করে।
আফরোজা আলম,
এনিয়ে মন খারাপ করবেন না। আমরা কেউ বিচ্ছিন্ন নই। একই পথের পথিক। ওরা গিয়েছে, যাক। ওদের উপলব্ধিকে এক হতে দিন। অনশনরতদের কাছে ওদের ফিরতে হবেই। আমি সাফিদের পাশেই আছি। ওদের সুরক্ষা দরকার। শত্রুরা বসে নেই। এখন ক্রান্তিকাল। অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ জরুরী। গীতাদি, আপনি এবং আরো যারা এই মুহুর্তে ওদের পাশে আছেন সবাইকে আমার শুভেচ্ছা। জয় আমাদের হবেই।
@কেশব অধিকারী,
আপনাকে ধন্যবাদ জানাই। মন খারাপ তো থাকবেই। ওদের এমন অবস্থা দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছিল।
অথচ সরকারি ভাবে কেউ ওদের পাশে এসে দুটো সান্তনা জানালোনা। আজ আবার পত্রিকায় দেখলাম
আমাদের প্রধান মন্ত্রী বলেছেন ঘরে গিয়ে লেখা পড়ায় মন দিতে
এ কেমন কথা?
আজকের দৈনিক প্রথম আলো প্রথম পৃষ্ঠায় ভাল কভারেজ দিয়েছে। এখন সরকার রূমী স্কোয়াডকে গুরুত্ব দিবে বলে আমার মনে হয়।
@গীতা দাস,
হা,দিদি আমিও দেখলাম। কিন্তু, এইচ এমরান যখন স্বারকলিপি নিয়ে যান কথা ছিল অনশনকারিরাও যাবে, যদি তাদের জন্যে ভ্যান এম্বুল্যান্স নিদেন পক্ষে ভ্যান এর ব্যবস্থা করা হয়।
অথচ কার্যত দেখতে পেলাম না। ওরা তো বার বার বলছে শাহবাগ আন্দোলনের ওরা বিচ্ছিন্নতাবাদি নয়।
তবে কেনো ওদের সাথে এমন ব্যবহার করা হচ্ছে ভাবলে অবাক লাগছে।