লিখেছেন – শিরীষ ফুল

ক্ষমা কর ভাই! ওরা  লাঞ্ছিত করলো তোমার জীবনবোধকে, তোমার চেতনাকে, তোমার শবদেহকে, সেই সাথে আমাকেও। ওরা যুগে যুগে ব্যবহার করেছে আমার সোচ্চার কন্ঠ, প্রতিবাদী হাত, আমার প্রাণ, মনন, অনুভব, বোধ, কখনো বা শরীর।  বিনিময়ে কখনো দিয়েছে কাঠি লজেন্স, কখনো অবোধ দৃষ্টি, কখনো প্রতারণা, কখনো সান্তনা। কিন্তু এবারে তোমার শব যাত্রায় আমার কাঁধ দেবার কথা ছিল।  সত্যিই তাই কথা ছিল।  কিন্তু আবারো ব্যবহৃতই হলাম। ওরা স্বরূপে আবারো।  এক দল এঁড়ের অশ্লীল চিত্কারে আমি ছিটকে পড়লাম দূরে।  আমি নারী।

ওরা তোমার জানাজা পড়ালো।  তাই আমি অগ্রহনযোগ্য। ওরা তোমাকেও ব্যবহার করলো, তোমার  শরীরের বীভত্স নির্লজ্জ পণ্যায়ন দেখে আমি স্তম্ভিত।  তোমার সেই শরীর যা দীর্ঘ আয়োজনে অর্জন করেছিল এমন কিছু যা ওদের ভীত করেছে। ওরা ধারণ করতে পারেনি বলে তোমাকে স্স্তব্ধ করে দিতে চেয়েছে, সেই জীবনের মত স্পর্ধিত শরীরটাকে ওরা চড়া দামে নিলাম করলো। ওরা প্রত্যেকে আজ ঘোষিত মুসলমান। ভয়ঙ্কর। উদ্ভ্রান্ত।

বার বার ব্যবহৃত হতে হতে হতে আমরা ক্লান্ত। ক্ষমা কর ভাই!

শিরীষ ফুল