দেখ, চপল বাঙালি জেগেছে আবার
একবার জেগেছিল বায়ান্নতে নিরস্ত্র বেশে
আবার একাত্তরে রাইফেল হাতে
ঊর্মি গর্জনে সাহসিকতায়, ছিনিয়েছে অস্তমিত অধিকার
সংকটে জেগেছে জাতি আবা্র, নতুন স্লোগানে
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।।
একটি দু’টি নয় স্বাধীনতার চল্লিশটি বছর পর
গোধূলি-প্রভাতে সবুজ বাংলার পথে প্রান্তরে
রচিবে কলংক ক্ষত মূলউৎপাটনের নব ইতিহাস।
দেখিবে বিশ্ব অগ্নি নাচনে প্রকম্পিত প্রলয় ধ্বনি
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।
গো আজম সাঈদী সাকা কাদের নিজামী
ধিক ধূম্র ধৃষ্ট সৃষ্ট যত ছুপা পাকি প্রেমী।
তারুণ্যের স্ফুলিঙ্গে উত্তপ্ত আন্দোলিত রাজপথ
শূণ্যে মুষ্ঠিবদ্ধ লাখো জনতা, কন্ঠে দৃপ্ত শপথ
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।
জাগণের নবউদ্যমে, প্রদৃপ্ত পায়ে, ব্জ্রকন্ঠে শানিত স্লোগানে
উদ্দীপ্ত তরুণ যুবা মজুর বৃদ্ধা শ্রমিক শিশু কিশোর
যে কভু নামেনি রাজপথে, যায় নি আন্দোলন সংগ্রামে।
ইতিহাস রচিছে, নাচিছে দামাল ছেলেরা দেখিছে বিশ্ব বিমুগ্ধ নয়নে
লাল সবুজ মননে উড্ডিন প্রজন্ম চত্বর শাহাবাগে
বেজেছে মৃত্যুর দামামা, তাকধিনা ধিন ধিন ক্ষমা নেইকো আর
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।।
সাথে হোক
মীর কশেম যে মীর জাফরের কণিষ্ঠ ভাই
রাজাকারের তালিকায় তা যেন ভুলে না যাই
রাজীব হায়দারের তথা “থাবা বাবা”র মৃত্যুতে প্রথমেই শোক প্রকাশ করছি। “মানবতার” যে স্বপ্ন উনি দেখেছিলেন আমরা যেন সেই পথ থেকে বিচ্যুত না হই। একতা বদ্ধ হয়ে আমরা যেন যুদ্ধ অপরাধীদের সমর্থকের বিরুদ্ধে বুকে সাহস রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই দুর্গম পথ আমাদের পারি দিতেই হবে। শোককে শক্তিতে পরিণত করে আসুন জামাত শিবিরকে প্রত্যাখ্যান করি। এদের রাজনীতি বন্ধের দাবি জানিয়ে শাহবাগের মিছিলে একত্বতা ঘোষণা করি। একজন থাবা বাবার মারা গিয়েছে তো হাজারো থাবা বাবা বাংলা মাটিতে জন্মাবে ইনশাল্লাহ্।
যুদ্ধ অপরাধীদের ফাসি চাই,
নইলে আওয়ামীলীগ সরকারের রেহাই নাই।
লাখ শহীদের রক্ত বৃথা যেতে দেব না।
@রাজেশ তালুকদার, লিখাটা সুন্দর হয়েছে। চালিয়ে যান।
জামাত ইসলামির বিনাশ হোক,
বাংলাদেশ রাজাকার মুক্ত হোক।
জয় বাংলা।
আমিও আজ বিমুগ্ধ নয়নে
চেয়ে থাকি শুধু ঐ সুদূরে
আনমনা এক শিশুর মত
প্রজন্ম চত্বর শাহবাগ পানে।
আর বলি-
মুইত্যার দুই গালে / জুতা মারো তালে তালে
ক’ দিয়ে কাদের মোল্লা/ তুই রাজাকার তুই রাজাকার
[img]http://i1088.photobucket.com/albums/i332/malik1956/MUTTIARAZAKAR_zps2874abc0.jpg[/img]
মজার কবিতা দিয়েছেন তো,তালুকদার সাহেব।