এলেই যদি, একটু বসো,
কুজোর থেকে জল এনে দি?
বিছিয়ে দেব শীতলপাটি?
কিম্বা পাখার কানটা মুলে,
শীতল হাওয়ার ঝর্না আনি?
কুজোর থেকে জল এনে দি?
বিছিয়ে দেব শীতলপাটি?
সারা দেশের হৃদয়জুড়ে
রক্তক্ষরণ শুন্যপুরে
সোনি সরি-শামিম মোদী
জেলের ভিতর পচছে নাকি!
তাতে তোমার বা কি! আমার বা কি?
তার চেয়ে বরং এম টিভিতে,
শাহরুখ খানের ধিঙ্গিপনা
দুচোখ ভরে দেখতে থাকি!
ঘুষের টাকায় হাকিয়ে বাড়ি
বিষ তেলেতে চালিয়ে গাড়ি
শপিং মলের মোচ্ছবেতে
চল সবাই মত্ত থাকি
দন্ড বনের বক্ষ পিষে-
উঠছে তামা, লোহা, সিসে
দু-দশখানা আদিবাসী
ডেইলি গুলি খাচ্ছে নাকি!
তাতে তোমার বা কি? আমার বা কি?
মধ্যবিত্ত খোশমেজাজে
ডুব মেরেছি হাত পা ছুড়ে
ঝুট ঝামেলায় কাজ কি সোনা?
এই তো দেখো দিব্যি আছি!
বিবেক যদি চুলকে ওঠে,
গান্ধী টুপি মাথায় পরে
ফেসবুকেতে মারব লাইক
কেজরীওয়ালের পৃষ্ঠা জুড়ে|
এলেই যদি, একটু বসো
কুজোর থেকে জল এনে দি?
বিছিয়ে দেব শীতলপাটি?
কিম্বা পাখার কানটা মুলে,
শীতল হাওয়ার ঝর্না আনি?
কুজোর থেকে জল এনে দি?
বিছিয়ে দেব শীতলপাটি?
অসাধারণ লাগলো।
অনেকদিন পরে ভালো মানের একটা কবিতা পড়লাম।
ধন্যবাদ :clap
কবিতা সুন্দর হয়েছে। হৃদয় ছুঁয়ে গেল। তবে ইন্টারনেটের যোগাযোগ মাধ্যম যে মনোজগতে বিপ্লব ঘটাচ্ছে না তা হলফ করে বলা যাবে না। এ ছাড়া পথে নামলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। কোন পথ ধরবো সেটাও নির্ধারণ করা দরকার। এর জন্য যুক্তি এবং বুদ্ধির বিকাশ দরকার। আর যা প্রয়োজন তা হলো অন্যের প্রতি অকৃত্রিম ভালবাসা। ভাল থাকবেন।
বেশ উপভোগ্য ছড়া। সূক্ষ্ম প্রতিবাদী ভাষার ধরন আপনার ভালোই রপ্ত। (Y)
@রাজেশ তালুকদার,
ধন্যবাদ রাজেশবাবু। শুভেচ্ছা রইল।ভালো থাকবেন।
প্রসঙ্গত এই কবিতার অনুপ্রেরণা শামিম মোদীর জবানবন্দী পড়তে পারেন এইখান থেকে। জেলের ভিতর তুমি মানুষ নয়।
@অনামী,
ঠিক বলেছেন। কিন্তু কিছু নিম্নবিত্তের বোকা টাইপের মানুষ সব সময়ই কিছু না কিছু ঝামেলা লাগিয়েই রাখে, তারা উচ্চবিত্ত্ব সুশীলদের মতো চুপ থাকতে পারেনা। শামীম মোদীর কেইসটার বর্ণনা কি অন লাইনে পাওয়া যাবে?
ফেইসবুকে লাইক দিয়ে দায়িত্ব সারা লোকের অভাব নেই (আমি নিজেও ফেবুওয়ালা এক দায়িত্ববান নাগরিক! 🙂 )।
ভাষাটা কিঞ্চিত ক্লিশে লিগেছে, এছাড়া এমনিতে ভাল…….
@মামুন ভাই,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সমস্যা হলো আমাদের প্রতিবাদগুলো শুধুই ফেসবুকে আটকা পরে যাচ্ছে। সলিল চৌধুরী সেই কবে বলেছিলেন- ‘পথে এবার নাম সাথী, পথেই হবে যে পথ চেনা’। কিন্তু রাস্তায় নেমে মানুষের চোখে চোখ রেখে রাজনীতি, প্রতিবাদ করতে আমরা ভুলে যাচ্ছি।
কোনখানটা বলুনতো? পুরোটাই কি না জায়গায় জায়গায়?
কবিতা তো অনেকেই লিখতে পারে। কিন্তু আপনার কবিতাতে অন্য রকম একটা প্রতিভা প্রতিভা গন্ধ পাওয়া যাচ্ছে। 🙂 আরো আরো লিখতে থাকুন, আরো আরো ভাল থাকুন (F) (F)
ও হ্যা ! আসল কথাই তো বলা হয়নি। আমার কাছে প্রথম প্যারা টা অসাধারন লেগেছে।
@অনিরুদ্ধ,
হিঃ হিঃ। কি যে বলেন কত্তা! এরপর তো ঘুরায় হাসবে। :lotpot:
আপনিও ভাল থাকবেন। (F) (F)
ভাই অনামী লিখেছেন তো দামী! (Y)
@অরণ্য,
ধন্যবাদ।পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। (F)