প্রতিনিয়ত অগণিত প্রাণ জন্ম নেয়
এই ধরণীতে।
প্রাণগুলি হাসে কাঁদে
কথা বলে, চলে ফেরে, যুদ্ধ করে;
স্বার্থের দ্বন্দ্বের অধিকারের এবং জীবনের তরে।

প্রাণগুলি ছুটে বেড়ায় জীবনের অলিতে গলিতে।
চলতে চলতে মাঝপথে
হঠাৎ চলা থেমে যায়।
জীবনটুকু কোথায় যেন হারিয়ে যায়!
হাসি কান্না যুদ্ধ বিগ্রহ সবকিছু
নিমেষে উবে যায়।
শুধু নিষ্প্রাণ দেহ
পাথরের মত শক্ত হয়ে পড়ে রয়।

যে জীবনখানি যাপন করছি আমরা;
তারা নিজেরাই জানিনা জীবন কোথায় ধেয়ে চলে,
আবার কোথা, কেন হারায় কাউকে কিছু না ব’লে!

আমরা সকলে অজানার অভিযাত্রী।
অবিরত অজানার অভিমুখে;
কভু সুখে, কভু দুখে
কভু সংঘাতে, কভু বন্ধুত্বে
ছুটে চলি দিবস-রাত্রি।