মুক্তমনায় যারা মডারেশনের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন, তারা নতুন টিমের কাছে মডারেশনের দায়িত্ব অর্পণ করতে চাচ্ছিলেন অনেকদিন ধরেই। আমরা সেই প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছি। মুক্তমনার নতুন মডারেশন টিম দায়িত্ব শুরু করবার পথে।
সমাজে মুক্তমনার মত একটি প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং সঠিকভাবে পরিচালনা করা একটি কঠিন এবং শ্রমসাধ্য ব্যাপার। আমরা আশা করব যে নতুন টিমের দায়িত্ব নেওয়ার সময়টুকুতে পাঠক এবং লেখকেরা ধৈর্য সহকারে মুক্তমনার সাথে থাকবেন। কোন মন্তব্য বা লেখা প্রকাশে বিলম্ব হলে, কিংবা কোন কারিগরি সমস্যা সৃষ্টি হলে সেটা বন্ধু-সুলভ এবং ক্ষমা-সুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন।
যারা এতদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে মডারেশনের দায়িত্ব পালন করছিলেন নতুন টিমের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। সেই সাথে মুক্তমনার পাঠক এবং লেখক এবং শুভানুধ্যায়ী – যারা মুক্তমনার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন তাদেরকেও মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে।
পুরোনোদের প্রতি বিদায় শুভেচ্ছা রইলো। আর নূতনদের জন্য রইলো অনেক শুভেচ্ছা।
এগিয়ে যাক মুক্তমনা।
হয়ত সঠিক জায়গায় কমেন্ট করছি না, সে কারণে দুঃখিত।
ব্যানারে হুমায়ূন আহমেদের বইগুলোর নামের দুটো বানান ‘কেও’ এবং ‘জোছস্না’ দেখে বিস্মিত হলাম। এমনকি ‘হুমায়ূন’-ও লেখা হয়েছে ‘য়ু’ দিয়ে। এমন সহজ বানানগুলো ভুলের দায় শুধু নির্মাতারই নয়, মডারেশনেরও!
হয়তো একটু অপ্রাসঙ্গিক, তবুও বলছি।
ইদানিং “মুক্তমনার নির্বাচিত বই”-এ কিছু র্যান্ডমনেস আনা হয়েছে, আগের মতো একই লেখকের একই বই আর দেখানো হয়না। পছন্দ হয়েছে। (Y)
একইরকম র্যান্ডমনেস ব্যানারের ক্ষেত্রেও দেখলাম। ভাল। 🙂 একই কাজ “বিজ্ঞানের গতি-প্রকৃতি”র ক্ষেত্রেও করা যায় কি? কেবল ৮ টা লেখা আর একটা ১টা আর্কাইভেতো আর সব প্রকাশ পায় না, এছাড়া একই জিনিস বারবার দেখলে এক ধরনের বিরক্তিও আসে।
ধন্যবাদ বিদায়ী মডারেশন টিমকে, নতুনদের জন্য শুভকামনা। (F)
@প্রতিফলন,
করে দেয়া হয়েছে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
@মুক্তমনা এডমিন,
বেশ হয়েছে। সময়ের সাথে এই ফিচারটি আরো পরিপক্ব ও বিকশিত হবে আশা করি। (Y) (Y)
মডারেশনের নতুন টীমকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, নতুনভাবে তাঁরা মুক্তমনাকে সাজাতে পারবেন, নতুন পথে, নতুন উচ্চতায় একে নিয়ে যেতে পারবেন। আমরা যারা এতদিন এর সঙ্গে যুক্ত ছিলাম, তারা সহযোগিতার পুরো হাত বাড়িয়েই আছি। শুরুর অনিশ্চিত সময়টাতে যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়াবো আমরা।
@ফরিদ আহমেদ,
আশার কথা। (Y)
বার্তা-বাক্সে খানিকটা আপডেট আনলাম। পূর্বে বার্তার জবাব দেয়ার সময় প্রাপ্ত বার্তা দেখা যেতো না,এখন সেটা দেখা যাবে,ফলে বার্তার জবাব দিতে সুবিধা হবে। এছাড়া কিছু বাগ ফিক্স করা হয়েছে। তবে এখনো পাঠানো বার্তার তালিকা দেখার অপশন যোগ করা হয়নি,সামনে সেটা যোগ করা চেষ্টা করবো।
খুব স্বাচ্ছন্দ্যবোধ করতে পারছি না এ সিদ্ধান্তে। কারণ মডারেটরদের জানি না। তারা মুক্তমনার এ যাবৎ বয়ে আসা লক্ষ্য, পরিবেশকে ধারণ করবেন কিনা সে সম্পর্কেও আশ্বস্ত হতে পারার কারণ পাচ্ছি না। কিন্তু এটা তো একসময় ঘটতোই। তবে এখন এই সময়ে এটা করার একান্তই কি প্রয়োজন, বাধ্যবাধকতা ছিলো? সময়ই বলে দেবে। স্কেপটিক থাকলাম।
মুক্ত-মনার নতুন টিম কীভাবে সাজানো হয়েছে তা জানার এক্তিয়ার নিশ্চয়ই
পাঠক হিসেবে আ্মার নেই, এবং পুরা্নো সবাইকেও জানতাম না।
তবে পুরানো অনেকের মধ্যে ফরিদ আহমেদ ও অভিজিৎ রায় সর্বজন
পরিচিত।
যে কোন টিমেই নতুন পুরানোর সংমিশ্রন প্রয়োজন। জানি না মুক্ত-মনার নতুন টিমে এ সংমিশ্রন ঘটেছে কি না। মুক্ত-মনার পাঠক, লেখক( ব্লগার অর্থে, আমি তো এমনিতেআর লেখক নই) ও সদস্য হিসেবে আমার প্রস্তাব এবং প্রয়োজনে টিম মেম্বারের সংখ্যা পর্যালোচনে করে হলেও ফরিদ আহমেদ ও অভিজিৎ রায়কে টিমে অন্তর্ভুক্ত রাখা উচিত ও প্রয়োজন। অচেনা নতুন টিমকে স্বাগতম এবং নতুন টিমের প্রতি আস্থা রেখেই আরও শক্তশালি টিম হিসেবে পারফর্ম করার জন্যই আমার এ প্রস্তাবনা।
মডারেশন একটা থ্যাঙ্কলেস জব। তার প্রস্তুতি হিসাবে নতুন মডু টিমকে দুইটা গালি দিয়ে গেলাম।
@কৌস্তুভ,
নিজেই নিজেকে গালি দিচ্ছেন নাকি? :))
আমি জানি না কারা বিদায় নিয়েছেন, আর কারা পুরনোদের স্থলাভিষিক্ত হচ্ছেন! তবে আমি ব্যক্তিগতভাবে অভিজিৎদা এবং ফরিদ ভাইয়ের কাছে ভীষণ কৃতজ্ঞ! শুধু মন্তব্যের প্রেক্ষিতে তারা আমাকে সদস্য পদ দিয়েছেন! মনে পড়ছে, রবীন্দ্রনাথকে নিয়ে অভিজিৎদা ও ফরিদ ভাইয়ের লেখাটার অনেক সমালোচনা করেছিলাম। কিন্তু বিন্দুমাত্র চটে না যেয়ে, উনারা দুজনেই অসীম ধৈর্য্য সহকারে আমার প্রতিটি কথার জবাব দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, মডারেটরের লেখার সমালোচনা আমার সদস্য পদ প্রাপ্তিতে কোন বাঁধা হয়ে দাঁড়ায়নি! মুক্তমনা ভিন্নমতকে কখনো রুদ্ধ করেনি, বরং তা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে! মুক্তমনা এভাবেই হয়ে উঠেছে মুক্ত চিন্তা ও বুদ্ধির আন্দোলনের এক অনিবার্য মশাল, হয়ে উঠেছে সত্যিকারের মুক্তমনা!
সদস্য বলতে কি বোঝায় আমি ঠিক জানতাম না! কিন্তু লগইন আইডি পাওয়ার পর দেখলাম আমি ইচ্ছে করলে ব্লগ লিখতে পারি! মুক্তমনা আমাকে দিয়েছে লেখার স্বাধীনতা, আর মত প্রকাশের অনির্বচনীয় আনন্দ!
মুক্তমনার নতুন মডারেশন টিমকে অভিনন্দন! (F) শুধু একটাই অনুরোধ, পুরনোদের শ্রম-মেধা-ত্যাগে গড়া মুক্তমনাকে যেন বদলে ফেলা না হয়, মুক্ত মন আর প্রাণের জন্য যেন এর দুয়ার থাকে সবসময় খোলা! আগের মতই!
ইয়ে মানে সময়ের সাথে সাথে অল্পবিস্তর না বদলালে (টেকি/চেহারাসুরত/অন্যান্য) তো মুশকিল!
@কৌস্তুভ,
টেকি, চেহারাসহ সবই বদলাবে, বদলাতে হবে! আমি তো বলছিলাম, মুক্তমনার মন-মানসিকতার কথা, উদারতা, প্রগতিশীলতা, সহনশীলতা প্রভৃতির কথা, যা মুক্ত চিন্তা ও বুদ্ধির আন্দোলনের সবচেয়ে বড় নিয়ামক!
মুক্তমনার নতুন-পুরনো সকল সঞ্চালকদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
মডারেশনে যারা নতুন আসছেন তাদের অভিনন্দন এবং যারা চলে যাচ্ছেন তাদেরকেও সকৃতজ্ঞ ধন্যবাদ।
“সমাজে মুক্তমনার মত একটি প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং সঠিকভাবে পরিচালনা করা একটি কঠিন এবং শ্রমসাধ্য ব্যাপার”। এই কাজটা খুবই গুরুত্ববহ বলে মনে করি।
পুরনো টিমের সবাইকে ধন্যবাদ ।নতুন টিমের জন্য অভিনন্দন।
যারা ছিলেন আর যারা এসেছেন, কৌশলগত সমস্যা না থাকলে, আমরা কি তাদের সাথে পরিচিত হতে পারি?
সহমত প্রকাশ করছি।
@স্বপন মাঝি,
আপনার ফেসবুক আইডি কি আছে? না থাকলে একটা খুইল্যা ফেলেন। বহুত কামের জিনিস। যোগাযোগ করাটা সুবিধা হয় অনেক। 🙂
@সাইফুল ইসলাম,
সময় পেলে, বার্তা বক্সে চোখ বুলিয়ে নেবেন। ভাল থাকবেন।
@স্বপন মাঝি,
এ ক ম ত। (Y)
—
মুক্তমনার নতুন-পুরনো সকল সঞ্চালকদের অফুরন্ত শুভেচ্ছা। (F) (F) (F)
@স্বপন মাঝি,
একটি কথাই শুধু বলার আছে – মুক্তমনার সাথে দীর্ঘদিন ধরে জড়িত নিবেদিতপ্রাণ কিছু সদস্যদের নিয়েই নতুন কমিটি হয়েছে। ব্যক্তিগত পরিচয়গুলো আপাতত: উহ্যই থাকুক, কারণ তাদের অনেকেই এ ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন।
@মুক্তমনা এডমিন,
নিজের খেয়ে বনের মোষ তাড়ানো সঞ্চালকদের স্বাগত! অভিনন্দন!
আর যারা এতদিন এ কঠিন কর্মটি নিষ্ঠার সাথে করেছেন, খুব করে চাইবো; তারা এখন আরো বেশি বেশি করে লেখালেখি করবেন, বিভিন্ন লেখার আলোচনায় অংশ নেবেন।
@মুক্তমনা এডমিন,
ব্যক্তিগত পরিচয়গুলো উহ্য রাখাই সবদিক থেকে ভাল। মুক্তমনার মান ধরে রাখার জন্য বিদায়ী টিমের সব সদস্যকে অজস্র ধন্যবাদ আর নতুনদের স্বাগতম।
নতুনদের (F) (F) (F) (F) (F) আর পুরোনো সবাইকে :guru: :guru: :guru: :guru: :guru:
(F) (F) (F)
নতুন টিমের জন্য অভিনন্দন।আর পুরনো টিমের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নতুন টিমের জন্য অভিনন্দন (F) (F) (F) আর যারা এতদিন ধরে তাদের অনেক শ্রমে মুক্তমনা গড়েছেন তাদের (Y) (Y) (Y) (F) (F) (F)
যারা এতদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে মডারেশনের দায়িত্ব পালন করছিলেন, মুক্তমনার একজন পাঠক হিসেবে তাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা :guru: :guru: ও (Y) (Y) ধন্যবাদ জ্ঞাপন করি। আর একই সাথে নতুন টিমকে জানাই (F) (F) শুভেচ্ছা ও :clap :clap :clap স্বাগতম।