যে কোন কারনেই হোক
শূন্যতা যখন আমায় অধিকার করে;
কৌতূহল রোমাঞ্চে ঝিম মেরে রই।

প্রত্যাশাপ্রিয় চেনামুখ দেখি সবদিকে
ঘুরেফিরে হেঁটে বেড়ায় বলিষ্ঠ প্রত্যয়ে,
চেয়ে দেখি তাদের অবিরাম কর্মযজ্ঞ।

প্রিয় বন্ধুর মত শূন্যতা
কৃষ্ণগহ্বরীয় আকর্ষণের টান ধরে আমাতে;
অদেখার মাতলামি; ভালো লাগে আমার।

ব্যাস্তবিকট শব্দে, একান্ত অনিচ্ছায়;
ছিটকে পড়ি আমার শূন্যতা থেকে,
নির্লজ্জ্ব আমি, মিশে যাই জীবনপ্রবাহে।

সংশপ্তকের আবৃত্তি এখানে

(এই লেখাটা অনেকদিন ধরে আলসেমি করে পোস্টে দিইনি। সংশপ্তককে দেখতে দিয়েছিলাম। কণ্ঠোত্তরটা পাওয়ামাত্র পোস্টে)