পিয়ালের বনে খামোখা খুঁজেছ তুমি;
খুঁজেছ কোয়েলের কাছে।
মহুয়ার ধারা ভাঁড় ছেড়ে গেলাসে,
জাকারান্ডা বনের কাছেই।

এখানটায় শুধু বরফ সাগর মরুভূমি;
বুনো মাদলেরা শব্দহীন,
ছেড়ে আসা ঝিমঝিমে মেটে গন্ধ;
নেই কোত্থাও আশেপাশে।

আমিও খুঁজেছি এখানে তোমায় জেনেশুনে,
বিপজ্জনক গোপন দুঃখবিলাসে,
বিলাসী কৃত্রিম সূগন্ধ নিরাপদ দূরত্বে,
কিচ্ছু নেই যেখানে।