আদি-অন্তে ও মধ্যে একটা মিথ্যার জীবনপ্রবাহ!

মিথ্যার মাঝে জন্ম মোদের,মিথ্যায় যাচ্ছে জীবন।

মিথ্যাতেই হবো মৃত্যুর মুখে পতিত।

চাপা-পরা মিথ্যার পাহাড় ঘিরেই মোদের বসতি

তার উপর দাঁড়িয়ে আজি সত্য স্তাবকই বুঝি মিথ্যায় নিপতিত!

যেমন কবির ভাস্যে, ‘মিথ্যা শুনিনি ভাই,

এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই’।

কিংবা “সবার উপরে মানুষ তাহার উপরে নাই।”

চৌদিকে আজি মিথ্যার ছড়াছড়ি!

তাই নিয়ে মোরা কতইনা গর্ব করি।

বল,কেন এত সব মিথ্যার আয়োজন?

কিসের এতসব মিথ্যার প্রয়োজন!

চারপানে কেন মিথ্যার আবরন?

করিতে পারিনা মনে, আজ মিথ্যার সংবরন;

মিথ্যার আচার-বিচার, মিথ্যার সমাজ-সংসার।

চতুর্দিকে চলছে কত মিথ্যাচার।

মিথ্যার পন্যে মিথ্যার বাজার আজ সয়লাব!

প্রেম-ভালবাসা মিথ্যা, শুধুই মিথ্যার ছলনা!

কবি মিথ্যা, কবির কবিতা মিথ্যা।

আজ মিথ্যার পাহাড় সম সাহিত্য ভরপুর,

তাই নিয়ে গড়ে উঠে কত প্রশংসার শোরগোল!

ধর্ম-কর্ম মিথ্যা, ধার্মিক মিথ্যা, ধর্মীয় সাহিত্য-ইতিহাস মিথ্যা।

শিক্ষার নীতিতে মিথ্যা, মিথ্যার পাঠ্যসূচী পাঠ করে বড় হচ্ছি মোরা।

রাজনীতি মিথ্যা, সমাজ নীতি মিথ্যা, রাষ্ট্র ও রাষ্ট্র-নায়ক মিথ্যা।

সংবাদপত্র মিথ্যা, সাংবাদিক মিথ্যা, সম্পাদক মিথ্যা।

একটা মিথ্যা উৎপাদিত করে অসহস্র মিথ্যার

কীটপতঙ্গের ন্যায় মিথ্যা কিলবিল করছে

সত্য সোনালি ফসলি জমিতে মিথ্যার মরক লেগেছে!

মিথ্যার আবাদে আবাদি জমিগুলি মিথ্যায় আজ ভরপুর,

চারদিকে ঐ মিথ্যার দল, করছে তারা হট্টগোল

এখনি লাগবে মিথ্যার গণ্ডগোল!

মোর দেহমনে মিথ্যার আহাজারি!

মিথ্যানন্দে বেঁচে থেকে বল, লাভ কি?

মোর মন-মস্তিষ্ক আজ মিথ্যার ডিপো!

মিথ্যা দেখে-দেখে চোখ আজ মিথ্যায় ভারাক্রান্ত

মিথ্যায় অবসন্ন মিথ্যার দেহ মিথ্যা ঘুমে,

মিথ্যার স্বপন দেখে!

মিথ্যা মোর শ্বাস-প্রশ্বাসে,মিথ্যায় ধম-বন্ধ হয়ে আসে।

মোর মিথ্যাশ্রিত কার্বন-ডাই-অক্সাইডের প্রভাবে

সবুজ-প্রকৃতি ধূসর বিবর্ণে শুকিয়ে মরে যাচ্ছে,

তারপর গড়ে তোলে মিথ্যার মরুপাহাড়

আর মিথ্যার আগ্নেয়গিরির অগ্নি-উৎপাতে,

মিথ্যা ছড়িয়ে পরচ্ছে বিশ্বপ্রকৃতিতে!

যেন এক মিথ্যার বিবর্তন, বিবর্তিত মিথ্যা রূপান্তরিত হয়ে

জন্ম নিচ্ছে অসংখ্যক মিথ্যায়!