অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এ মূর্ধন্য থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা ‘রবীন্দ্রনাথ : জীবনে মৃত্যুর ছায়া’ বইটি। এটি মূর্ধন্য-র রবীন্দ্র স্বারক-গ্রন্থমালার ১৫১টি বইয়ের একটি। রবীন্দ্রনাথের ৮০ বছরের জীবদ্দশায় রবীন্দ্রনাথের সাথে ঘনিষ্ঠজনের মৃত্যুর সংক্ষিপ্ত-ইতিহাস লিপিবদ্ধ হয়েছে এ বইয়ে। জীবনে কবি হারিয়েছেন- মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, বিশিষ্ট ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী, সহকর্মী, স্নেহপাত্র-সহ অপরিচিত সাধারণ মানুষদের। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক কী ছিল, কীভাবে তারা মারা গেছেন, এবং সেই ব্যক্তিটির মৃত্যু-পরবর্তী রবীন্দ্রনাথ লিখিত বা মৌখিকভাবে কখন, কোথায়, কী অনুভূতি প্রকাশ বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা তথ্য-প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে বইটিতে।
বই : ‘রবীন্দ্রনাথ : জীবনে মৃত্যুর ছায়া’; প্রকাশক : মূর্ধন্য, ৪১ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স (বেইজমেন্ট), ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫; প্রচ্ছদ : ন্যাহরীন নাবিহা মাহমুদ (বয়স : ৯); পৃষ্ঠা : ৮০; মূল্য : ১২০ টাকা।
@প্রদীপ দেব, আপনাকে অনেক ধন্যবাদ।
দাদা, মূর্ধন্য থেকে প্রকাশিত ১৫১ টি বইয়ের সবগুলোই ৫ থেকে ১২ বছরের শিশু শিল্পীরা প্রচ্ছদ এঁকেছে। ওটা তাদের একটি ভিন্ন প্রয়াস। ওদের যেকোনো বইয়ের ভূমিকা পড়লে জানতে পারবেন- এই উদ্যোগের পেছনের কারণ।
অভিনন্দন – নতুন বই প্রকাশের জন্য।
এত কম বয়সেই বইয়ের প্রচ্ছদ শিল্পী! বিরল প্রতিভা নিঃসন্দেহে।
ধন্যবাদ খবরটির জন্যে। শুভকামনা রইল।
@মোজাফফর হোসেন, আপনাকেও অনেক ধন্যবাদ মোজাফফর।