বুক জুড়ে সুরভিত গন্ধ
কান পেতে শোনা
দরজায় কড়া নাড়ে কে?
বুঝিবা বাতাসের
চির আলিঙ্গন।

ধীরে ধীরে বাড়ে রাত
আরামগুলো নিয়েছে ছুটি ,
আছে ফেনায়িত চাওয়া,
যেদিন বলেছ ‘ভালোবাসি”
একসাগর ঢেউ খেলেছিল
দু’চোখে,
তখনও মনে বেদনার
বেহালার সুর।

দু’হাত প্রসারিত
কী আশ্চর্য আহবান!
সিঁড়ি বেয়ে নামার সময়
শেষ বারের দৃষ্টি যুগল
ঝাপ্সায় একাকার-
চোখে ছিল সেদিন
তোমার কির্তনী প্রেম।