কোথা থেকে মানুষ পেলো
ঐশ্বরিক অহংকার ?

দর্পণের সামনে দাঁড়ালে’
অক্ষরে ভেসে ওঠে
ঈশ্বরের মুখ।

মুখের পাহাড়ে কালশিটে দাগ
ঢাকা পড়ে প্রশংসার পাহাড়ে।

ঈশ্বরের মতই আনন্দে আত্মহারা মানুষ
তখন খুলে দেয় নিজস্ব স্বর্গের দুয়ার।

পেছনে ফেলে আসা অন্ধকার
একা, বড় একা।
আলো আর আঁধারে
প্রকৃতিও ফুটিয়েছিল সহস্র ফুল।

আঁধার আর নিন্দার কাঁটা থেকে বেরিয়ে,
শুধু আলো আর প্রশংসার পেছনে ছুটে,
প্রকৃতিও নেই, মানুষও নেই।

প্রশংসার পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ ।

৫ ডিসেম্বর, ২০০৬