বইমেলা নিয়ে বেশ ক’টি লেখা মুক্ত-মনায় প্রকাশিত হয়েছে। অনেকেই লিখছেন। বইমেলায় না আসতে পারা বিশেষ করে প্রবাসী পাঠকরা লেখাগুলো পড়ে উচ্ছ্বসিত,উদ্বেলিত ও দুধের স্বাদ ঘুলে মিটিয়ে নিচ্ছেন। আমরা যারা মেলায় যাবার সুযোগ পাচ্ছি তারা নিত্যদিন যেতে পারছি না সংসার, শরীর, চাকরি, সামাজিক, পারিবারিক দায় এবং সর্বোপরি ঢাকার রাস্তার যানজট বিবেচনায় এনে।প্রবাসীরা আসছেন প্রতিদিন। মেলা উপলক্ষেই তো দেশে আসা। এটা ভেবে লজ্জা পেলেও নিরুপায়।
২০ ফেব্রুয়ারি। মেলায় আমার আজ তৃতীয়দিনের মত আসা।। মেলায় ঢুকেই আজ বই খুঁজেছি বাংলা একাডেমীর স্টলে। অবাক কান্ড, লীলানাগের জীবনীসহ লোক সাহিত্যের আরও দুটো বইয়ের দাম মাত্র একশত টাকা। ৫০% কমিশনে। তাদের ক্যাটালগ দাগিয়ে নিয়ে গিয়েছিলাম। খুঁজতে বড্ড সময় লাগে বলে আজ আর খুঁজিনি। আরেকদিন অভিযান চালাব।
আরও কিছু বই কেনার ফাঁকে দুই/তিনবার শুদ্ধস্বরের সামনে চক্কর দিয়ে খোঁজ নিয়েছি অভিজিৎ রায় এসেছে কি না। সকালে একাডেমীতেই ছিলেন। বাংলা একাডেমীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। অজয় স্যার এদিনে ছেলেকে কাছে পেয়ে নিশ্চয়ই অনেক ভাল বোধ করেছেন।
আমি আমার বইয়ের ভান্ডার জমা রাখি মোজাফফরের লিটল ম্যাগাজি্নের ষ্টল শাশ্বতিকীতে। বই হাতে নিয়ে ঘুরা যায় না। এরই মধ্যে আফরোজা আপা যোগ দিলেন তার মেয়েকে নিয়ে। তবে এবার তিনি একটু ক্লান্ত। বেশি হাঁটতে পারছেন না। উনাকে নিয়ে আবার কয়েকটা ষ্টলে ঘুরে বই কিনে আসতেই অভিজিৎ রায়ের ফোন। দেখা হল লিটল ম্যাগাজিন চত্বরে।
অনেকের সাথেই এবার দেখা হচ্ছে না। আমি আজ গেছি তো লীনা কাল আসবে।এমন অংকেও দেখা মিলছে না। আবার মুক্ত-মনার অনেক লেখক পাঠক মেলায় আসছে যাচ্ছে, অথচ আমরা কেউ কাউকে চিনছি না। যেমন, মণিকা রশিদকে অভিজিৎ রায় আমার সাথে পরিচয় করিয়ে না দিলে বুঝতামই না যে মণিকা আমার সামনে। তার চেহারাটি দেখে মনে হচ্ছিল “ দেখে যেন মনে হয় চিনি তাহারে”।তার লেখায় তো ছবি দেখি।
পরিচয়ের পরপরই জানতে পারলাম তিনি জলমগ্ন এর কবি। মুক্ত-মনার সবার বইই তো এককপি করে কিনব। তবে অটোগ্রাফ নেওয়ার সুযোগ আর হাত ছাড়া করি কেন! কাজেই কপিটি কিনে মণিকাকে ধরে ফেলা।
বাসায় এসে বইটি উল্টেপালতে পড়লাম। বরগুনার মেয়ে বলেই কি না কবিতাগুলোতে নদী, ধানিগন্ধ, অথৈ জঙ্গল, বনেদি পুকুর, গন্ধবতী শেওলা,পথচারী পাখি, উড়োজল বিরাজমান বলে মনে হচ্ছে। প্রত্যেকটা কবিতা নিভৃতে পড়ার দাবি রাখে। কথা দিচ্ছি মণিকা, পড়ব।
বইটির খবর কিন্তু মুক্ত-মনার বইয়ের তালিকায় সংযোজন করা যায়। কে জানে মুওক্ত-মনার লেখকদের আরও এমন কত বই ২০১২ সালের একুশে বইমেলায় মুক্তমনা লেখকদের বই য়ের প্রকাশিত তালিকার বাইরে রয়ে গেছে!!!
মণিকা রশীদের কাব্যগ্রন্থ ‘জলমগ্ন”যোগ করা যায়।
প্রকাশনা সংস্থা: শস্যপর্ব
মুদ্রিত মূল্য: ১০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৬৪ পৃষ্ঠা
প্রচ্ছদ: পীযূষ কান্তি সরকার
আর প্রচ্ছদ পৃষ্ঠা
চৈতন্যে সাড়া ফেলে দেয়ার মত কবিতা রয়েছে তার বইয়ে। যেমনঃ
“ফিরে আসবে যখন ঠিক করেছ
আর সাবান মেখে লাভ কী-
ভুল-ভ্রান্তি সঙ্গে নিয়েই ফিরো!”
আগেই ফোনে কথা হয়েছিল যে অনন্ত সিলেট থেকে আজ মেলায় আসবে। ‘যুক্তি”র অনন্ত দাসের বই এখনও মেলায় আসেনি। আজকেই আসবে বলে প্রতিক্ষায় আছে। আগামী সময়ে সংগ্রহ করতে হবে।
সিলেট থেকে আগত অনন্ত আর রাজশাহী থেকে আগত মোজাফফরের সাথে অভিজিৎ রায়
এত কিছু করেও অভিজিৎ রায়ের ‘ভালবাসা কারে কয়’ কেনা হয়নি আজ। কিনব। তবে লেখকের অটোগ্রাফ থাকবে না। কেন? কারণ মেলা থেকে কিনব না। শুদ্ধস্বর থেকে গতবছর প্রচুর বই কিনেছি। এবার একটিও কিনিনি।পরিকল্পনা করেছি মেলার পরে কিনব। কাছেই তো আজিজ মার্কেট।
বইমেলা সংক্রান্তি যে কোন লিখা দেখলেই ভালো লাগে, লিখার মধ্যে দিয়েই যেন ঢুকে পড়ি বই মেলা প্রাঙ্গনে। আমারও যাই যাই করে হয়ে উঠছে না। আপনি আবার কবে আসবেন গীতাদি? আপনার সাথে সামনাসামনি দেখা করতে চাই 🙂 ভালো থাকুন (F) ।
@নিলীম,
আমিও চাই আপনার সাথে, আপনাদের সাথে দেখা হোক। আমার মেইলে আপনার ফোন নম্বর দিলে আমি যোগাযোগ করব।
অপেক্ষায় থাকব।
@গীতা দাস,
আপনাকে একটা মেইল করেছিলাম। জানি না পেয়েছেন কিনা।
@রাজেশ তালুকদার,
পাইনি। পেলে উত্তরের নিশ্চয়তা রইল।
@গীতা দাস,
আপনার ই বার্তা দেখুন।
গীতা’দি মেলার খবর সুন্দর করে পরিবেশন করার জন্য ধন্যবাদ। আমি আজকেই ঢু মারলাম মুক্তমনায়।
সেই দিনের পর থেকে জ্বর-জ্বর নিয়ে আছি আর সাথে গলা ব্যথা। তবু ইচ্ছে হয় রোজ বইমেলা যাই 🙂
@আফরোজা আলম,
ইচ্ছে হলে ইচ্ছে মিটিয়ে নেয়াই উত্তম কাজ।
গীতাদি,
প্রথমেই বইমেলার খবরাবর সুলিখিত ভাষায় জানিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
(quote)মেলায় ঢুকেই আজ বই খুঁজেছি বাংলা একাডেমীর স্টলে। অবাক কান্ড, লীলানাগের জীবনীসহ লোক সাহিত্যের আরও দুটো বইয়ের দাম মাত্র একশত টাকা। ৫০% কমিশনে। তাদের ক্যাটালগ দাগিয়ে নিয়ে গিয়েছিলাম।(/quote)
আমিও আজ মেলায় গিয়ে প্রথমেই বাংলা একাডেমির স্টলে ঢুকে পড়লাম। ৫০% কমিশনে ৮টি বই কিনে নিলাম মাত্র ২৫৮ টাকায়। এর ভিতর লোক সংস্কৃতির বই রয়েছে; যেমনঃ লোক সংস্কৃতি বিবেচনা ও অন্যান্য (আবুল আহসান চৌধূরী) এবং লোককৃতি কথাগুচ্ছ (আতোয়ার রহমান)। এছাড়া আগেই কিনেছি লোকসাহিত্যের নানা দিক (মুহম্মদ আব্দুল জলিল) এবং বাংলা একাডেমি ফোকলোর সংকলন, ৬৩ তম খন্ড। ক্যাটালগ পাওয়া যায়? ক্যাটালগ পেলে সুবিধা হত। বাংলা একাডেমি তো লিস্ট টানিয়ে দিয়েছে বোর্ডে।
(quote)মুক্ত-মনার সবার বইই তো এককপি করে কিনব।(/quote)
আমি সব না পারলেও মোটামুটি সংগ্রহ করেছি।
(quote)এত কিছু করেও অভিজিৎ রায়ের ‘ভালবাসা কারে কয়’ কেনা হয়নি আজ। কিনব। তবে লেখকের অটোগ্রাফ থাকবে না।(/quote)
আমি আজ কিনলাম। কিন্তু লেখকের অটোগ্রাফ ছাড়াই।
@কাজি মামুন,
@কাজি মামুন,
যেখানে বাংলা একাডেমীর অভিধান বিক্রি হয় সেখান থেকে ক্যাটালগ নিয়েছি।আপনি
আবার কবে আসবেন ? আমার মেইলে জানালে আসতে চেষ্টা করব। পরামর্শ করে কিছু বই কেনা যেত।
বই মেলার আনন্দ থেকে দূরে থাকলেও আপনার লেখা পড়ে কিছুটা স্বাদ মিটলো। আগামীতে দেশের বই মেলাটা ধরার ইচ্ছা রইল। বই মেলায় মূক্তমনার লেখকদের সহজে চেনার কোন পদ্ধতি জানা থাকলে জানান। ধন্যবাদ।
@শাখা নির্ভানা,
আমি নিজেও সে পথ খুঁজছি।একটা পথ আছে।মুক্তমনার লেখক মোজাফফর লিটল ম্যাগাজিন এর একটা স্টল নিয়েছে। নাম শাশ্বতকী। ওখানে সমবেত হলেই চেনা যাবে।হাজিরা দেয়া আর কি। সবাই ওখানে খোঁজ নিয়ে মোবাইল নম্বরটা রেখে অন্য কথাও যাওয়া।
সময় স্বল্পতা সত্ত্বেও সবাইকে সর্বশেষ খবর জানাচ্ছেন সে জন্য ধন্যবাদ।
@কাজী রহমান,
মন ভরে তো জানাতে পারছি না।এখন চট্টগ্রাম। ফিরেই আবার যাব।