চলে এলো অমর একুশে বইমেলা। প্রতিবারের মত এবারেও মুক্তমনা সদস্যরা প্রগতিশীল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার সাথে সংগতিপূর্ণ বইপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি আছে প্রবন্ধ-সংকলন,গল্প, কবিতা এবং উপন্যাসের নানা গ্রন্থও। এর বাইরে লিটল ম্যাগাজিন কিংবা সাময়িকীও প্রকাশিত হচ্ছে অনেক। ইতোমধ্যেই মুক্তমনা লেখকদের বইগুলো চলে এসেছে পাঠকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন। এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন। বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন – ইমেইলে ([email protected] – এই ঠিকানায়)। বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান। সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো –

বইয়ের সম্পূর্ণ শিরোনাম

বইয়ের লেখক বা সহলেখকদের নাম

বইয়ের বিষয়/ধরণ

বইয়ের পৃষ্ঠা সংখ্যা

বইয়ের প্রকাশকের নাম

বইয়ের প্রচ্ছদ-শিল্পীর নাম এবং

বইয়ের মুদ্রিত মূল্য

বরাবরের মতোই মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি আমরা বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতার জন্য মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ, এবং বইমেলা উপলক্ষে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের আগাম উষ্ণ অভিনন্দন। (F)

আমরা যে ক’টি বইয়ের খবর এর মধ্যে জেনেছি সেগুলো এই পোস্টে আপডেট করে দিলাম। নতুন বইয়ের খবর আসা মাত্র আমরা সেগুলো তালিকায় সংযুক্ত করে দিব।

২০১২ সালে প্রকাশিত এবং প্রকাশিতব্য বইগুলো:


বই
তথ্য

বিশ্বাস ও বিজ্ঞান

সম্পাদক মণ্ডলী অভিজিৎ রায়, শহিদুল ইসলাম এবং ফরিদ আহমেদ (বিজ্ঞান ও দর্শন বিষয়ক প্রবন্ধসংকলন)।
সভাপতি অধ্যাপক অজয় রায়।

প্রকাশক – চারদিক (অঙ্কুর প্রকাশনী)
মুদ্রিত মূল্য: ৫২০ টাকা
পৃষ্ঠা
সংখ্যা: ৫২৩
প্রচ্ছদ
– বিপ্লব মণ্ডল।

http://www.mukto-mona.com/project/boimela2011/obissahsher_dorshon.jpg
অবিশ্বাসের দর্শন
(২য় সংস্করণ)

লেখক:
অভিজিৎ রায় এবং রায়হান আবীর (বিজ্ঞান ও দর্শন বিষয়ক গবেষণাগ্রন্থ)

প্রকাশক: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য:
২২৫ টাকা
পৃষ্ঠা
সংখ্যা: ৩২০
প্রচ্ছদ:
সামিয়া হোসেন


ফানুস

লেখক :
আফরোজা আলম (উপন্যাস)

প্রকাশক: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: ১৫০ টাকা
পৃষ্ঠা
সংখ্যা: ৮৭
প্রচ্ছদ: তৌহিন হাসান


ভালবাসা
কারে কয়

লেখক: অভিজিৎ রায় (বিবর্তন মনোবিজ্ঞান বিষয়ক গবেষণাগ্রন্থ)

প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: [] টাকা
পৃষ্ঠা সংখ্যা: [] পৃষ্ঠা
প্রচ্ছদ: []

শূন্য
লেখক: মীজান রহমান (বিজ্ঞান ও গনিত বিষয়ক গবেষণাগ্রন্থ)

প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: ১৭৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ১১২ পৃষ্ঠা
প্রচ্ছদ: তৌহিন হাসান


সোভিয়েত
ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়

লেখক: অনন্ত বিজয় দাশ (গবেষণাগ্রন্থ)

প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ২১৪ পৃষ্ঠা
প্রচ্ছদ: শিবু কুমার শীল



শরৎচন্দ্রের মজলিসী গল্প

লেখক:
প্রবীর ঘোষ (গল্পগ্রন্থ)

প্রকাশনা সংস্থা: অবসর প্রকাশনা সংস্থা
মুদ্রিত মূল্য: ১৭৫
পৃষ্ঠা সংখ্যা: ১২০
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

উৎবচন
লেখক: রণদীপম বসু

প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: [] টাকা
পৃষ্ঠা সংখ্যা: [] পৃষ্ঠা
প্রচ্ছদ: তৌহিন হাসান


ধর্ম-নিধর্ম সংশয়

সম্পাদনা: অঞ্জন আচার্য স্বকৃত নোমান

প্রকাশনা সংস্থা: রোদেলা
মুদ্রিত মূল্য: ৩২০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: [] পৃষ্ঠা
প্রচ্ছদ: শিবু কুমার শীল


আবছায়া আলো-অন্ধকারময় নীল

লেখক: অঞ্জন আচার্য (কাব্যগ্রন্থ)

প্রকাশনা সংস্থা: বিজয় প্রকাশ
মুদ্রিত মূল্য: ৭০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৪৮ পৃষ্ঠা
প্রচ্ছদ: নাসিম আহমেদ


জলমগ্ন

লেখক: মণিকা রশিদ (কাব্যগ্রন্থ)

প্রকাশনা সংস্থা: শস্যপর্ব
মুদ্রিত মূল্য: ১০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৬৪ পৃষ্ঠা
প্রচ্ছদ: পীযূষ কান্তি সরকার

এ ছাড়া কলকাতা বইমেলায় বেরুনো আমাদের মুক্তমনা সদস্যদের বই –


বই
তথ্য


গ্লোবাল ওয়ারমিং

লেখক :
বিপ্লব দাস (গবেষণা গ্রন্থ)

প্রকাশক: দে’জ পাবলিশিং
মুদ্রিত মূল্য: ৮০ রুপি
পৃষ্ঠা: []
প্রচ্ছদ: []



সম্মোহনের A টু Z

লেখক: প্রবীর ঘোষ (গবেষণা গ্রন্থ)

প্রকাশনা সংস্থা: দে’জ পাবলিশিং
মুদ্রিত মূল্য: []
পৃষ্ঠা সংখ্যা: []
প্রচ্ছদ: []



গোলটেবিলে সাফ জবাব

লেখক: প্রবীর ঘোষ (প্রশ্নোত্তরে আলোচনা)

প্রকাশনা সংস্থা: দে’জ পাবলিশিং
মুদ্রিত মূল্য: []
পৃষ্ঠা সংখ্যা: []
প্রচ্ছদ: []

:line:
প্রাসঙ্গিক পোস্ট:
২০১১ সালে প্রকাশিত মুক্তমনা সদস্যদের বই
:line: