চলে এলো অমর একুশে বইমেলা। প্রতিবারের মত এবারেও মুক্তমনা সদস্যরা প্রগতিশীল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার সাথে সংগতিপূর্ণ বইপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি আছে প্রবন্ধ-সংকলন,গল্প, কবিতা এবং উপন্যাসের নানা গ্রন্থও। এর বাইরে লিটল ম্যাগাজিন কিংবা সাময়িকীও প্রকাশিত হচ্ছে অনেক। ইতোমধ্যেই মুক্তমনা লেখকদের বইগুলো চলে এসেছে পাঠকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন। এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন। বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন – ইমেইলে ([email protected] – এই ঠিকানায়)। বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান। সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো –
বইয়ের সম্পূর্ণ শিরোনাম
বইয়ের লেখক বা সহলেখকদের নাম
বইয়ের বিষয়/ধরণ
বইয়ের পৃষ্ঠা সংখ্যা
বইয়ের প্রকাশকের নাম
বইয়ের প্রচ্ছদ-শিল্পীর নাম এবং
বইয়ের মুদ্রিত মূল্য
বরাবরের মতোই মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি আমরা বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতার জন্য মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ, এবং বইমেলা উপলক্ষে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের আগাম উষ্ণ অভিনন্দন। (F)
আমরা যে ক’টি বইয়ের খবর এর মধ্যে জেনেছি সেগুলো এই পোস্টে আপডেট করে দিলাম। নতুন বইয়ের খবর আসা মাত্র আমরা সেগুলো তালিকায় সংযুক্ত করে দিব।
২০১২ সালে প্রকাশিত এবং প্রকাশিতব্য বইগুলো:
বই |
তথ্য |
বিশ্বাস ও বিজ্ঞান সম্পাদক মণ্ডলী অভিজিৎ রায়, শহিদুল ইসলাম এবং ফরিদ আহমেদ (বিজ্ঞান ও দর্শন বিষয়ক প্রবন্ধসংকলন)। সভাপতি অধ্যাপক অজয় রায়। প্রকাশক – চারদিক (অঙ্কুর প্রকাশনী) |
|
অবিশ্বাসের দর্শন (২য় সংস্করণ) লেখক: অভিজিৎ রায় এবং রায়হান আবীর (বিজ্ঞান ও দর্শন বিষয়ক গবেষণাগ্রন্থ) প্রকাশক: শুদ্ধস্বর |
|
ফানুস লেখক : আফরোজা আলম (উপন্যাস) প্রকাশক: শুদ্ধস্বর |
|
ভালবাসা কারে কয় লেখক: অভিজিৎ রায় (বিবর্তন মনোবিজ্ঞান বিষয়ক গবেষণাগ্রন্থ) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
শূন্য লেখক: মীজান রহমান (বিজ্ঞান ও গনিত বিষয়ক গবেষণাগ্রন্থ) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায় লেখক: অনন্ত বিজয় দাশ (গবেষণাগ্রন্থ) প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
শরৎচন্দ্রের মজলিসী গল্প লেখক: প্রবীর ঘোষ (গল্পগ্রন্থ) প্রকাশনা সংস্থা: অবসর প্রকাশনা সংস্থা |
|
উৎবচন লেখক: রণদীপম বসু প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর |
|
ধর্ম-নিধর্ম সংশয় সম্পাদনা: অঞ্জন আচার্য স্বকৃত নোমান প্রকাশনা সংস্থা: রোদেলা |
|
আবছায়া আলো-অন্ধকারময় নীল লেখক: অঞ্জন আচার্য (কাব্যগ্রন্থ) প্রকাশনা সংস্থা: বিজয় প্রকাশ |
|
জলমগ্ন লেখক: মণিকা রশিদ (কাব্যগ্রন্থ) প্রকাশনা সংস্থা: শস্যপর্ব |
|
এ ছাড়া কলকাতা বইমেলায় বেরুনো আমাদের মুক্তমনা সদস্যদের বই –
বই |
তথ্য |
গ্লোবাল ওয়ারমিং লেখক : বিপ্লব দাস (গবেষণা গ্রন্থ) প্রকাশক: দে’জ পাবলিশিং |
|
সম্মোহনের A টু Z লেখক: প্রবীর ঘোষ (গবেষণা গ্রন্থ) প্রকাশনা সংস্থা: দে’জ পাবলিশিং |
|
গোলটেবিলে সাফ জবাব লেখক: প্রবীর ঘোষ (প্রশ্নোত্তরে আলোচনা) প্রকাশনা সংস্থা: দে’জ পাবলিশিং |
:line:
প্রাসঙ্গিক পোস্ট:
২০১১ সালে প্রকাশিত মুক্তমনা সদস্যদের বই।
:line:
বারে বা এত সুন্দার বই আমি ঢাকায় থাকলে কিনতাম।
অভিনন্দন মুক্তমনাদেরকে। ছোট বোনের বিয়ে উপলক্ষে মাসের শুরুতেই বাড়ি চলে যাওয়ায় অনলাইনে ছিলাম না এই ক’দিন। তবে যাবার আগে এবারের প্রকাশিতব্য প্রথম বইটার প্রচ্ছদ পেয়েছিলাম, যার তথ্য নিচে দেয়া হলো।
[img]http://horoppa.files.wordpress.com/2010/11/utbachon.jpg[/img]
নাম: উৎবচন
লেখক: রণদীপম বসু
বইয়ের আকার: পাঁচ বা ছয় ফর্মা
গায়ের মূল্য: প্রতি ফর্মা ২৫ টাকা।
প্রকাশক: শুদ্ধস্বর
প্রচ্ছদ: তৌহিন হাসান।
এছাড়া আরো দুটো পাণ্ডুলিপি শুদ্ধস্বরের প্রকাশক তথা স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরীকে দেয়া হয়েছে।
# কিশোর গল্প সংকলন: টিপলু
# ধর্ম-দর্শন বিষয়ক গ্রন্থ: মনুশাস্ত্রে নারী ও ব্রাহ্মণ্যবাদ।
এ দুটোর প্রচ্ছদ পেলে তথ্যসহ জানিয়ে দেয়ার ইচ্ছা রইলো।
@রণদীপম বসু,
উৎবচন এর
মুদ্রিত মূল্য: ১০০ টাকা।
পৃষ্ঠা সংখ্যা: ৬২ পৃষ্ঠা।
অভিজিৎ দা, তথ্যগুলো পোস্টে সংযুক্ত করে দিলে পাঠকের জন্য কিঞ্চিৎ সুবিধে হবে মনে হয়।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: বই কিনে কেউ দেউলিয়া না-হলেও ‘উৎবচন’ কিনে দেউলিয়া হবার সম্ভাবনা প্রচুর ! হা হা হা !
এবারের বইমেলায় মুক্তমনা সদস্যদের অনেক বই-ই বের হচ্ছে। এগুলো সত্যিই ভালো খবর। এ থেকেই বুঝা যায় যে- মুক্তবুদ্ধির চর্চা দিনকে দিন বেড়েই চলেছে।
আমি মেলা থেকে ‘বিশ্বাস ও বিজ্ঞান’ বইটি কিনেছি। পড়তে গিয়ে দেখলাম কিছু কিছু লেখা অবিশ্বাসীর দর্শন বইয়ের মধ্যেও রয়েছে। তার মানে- একই লেখা ডবল কেনা হোল।
@মাহফুজ,
সংকলন গ্রন্থ বলে তা হতে পারে।
সব গুলো বই কিনবো আশা করছি। বিশেষ করে অবিশ্বাসের দর্শন, বিশ্বাস ও বিজ্ঞান , ভালবাসা কারে কয়? তো অবশ্যয় কিনবো ।
শুদ্ধ স্বরের স্টল নাম্বারটা জানতে চাই। বই কেনার আগ্রহ প্রকাশ করছি
@ছন্দা,
একুশে বইমেলায় শুদ্ধস্বরের স্টল নং – ৪৪৪, ৪৪৫, ৪৪৬।
ধন্যবাদ।
অনেক ইচ্ছা অবিশ্বাসের দর্শন, বিশ্বাস ও বিজ্ঞান বইদুটো কেনার। টানা ক্লাস, ল্যাব থাকার কারনে এখনো যাওয়া হয়নি বইমেলায়। অতি শীঘ্রই যাচ্ছি।
‘বিশ্বাস ও বিজ্ঞান’বইটির দাম বেশি হয়ে গেল না!
@তামান্না ঝুমু,
হ্যা তা একটু বেশিই হল। ঢাউস সাইজের বই। কাগজের কোয়ালিটিও নাকি খুব ভাল। গতবার অবিশ্বাসের দর্শনটার মলাট মূল্য ছিলো পাঁচশ টাকা, এবার আমি আর রায়হান মিলে প্রকাশককে ধরে পামপট্টি দিয়ে সেটা দুইশ পঁচিশ টাকায় নামিয়ে এনেছি। এর জন্য অবশ্য কাগজের কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার মনে হয় ‘বিশ্বাস ও বিজ্ঞান’-এর ক্ষেত্রেও সেটা দরকার ছিলো।
@তামান্না ঝুমু,
গায়ের দাম ৫২০ টাকা হলেও ৩৯০ টাকা দিয়ে বইটি কিনলাম অঙ্কুর প্রকাশনী থেকে। তুলনামূলক অন্যান্য বইয়ের চেয়ে দাম কমই মনে হচ্ছে।
সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। সবগুলো বই সংগ্রহ করার চেষ্টা করব।
কলকাতা বইমেলায় বাংলাদেশ এর স্টলগুলোতে খোজ করে মুক্তমনা লেখক দের কোনো বই পেলাম না ৷ তবে হুমায়ুন আজাদ এর অনেক বই ছিল ৷ লেখকরা প্রকাশকদের সাথে কথা বলে এই ব্যাপারটা দেখতে পারেন ৷
@শোভন,
অবসরের বইগুলো তো কলকাতা বইমেলায় পাওয়া যাওয়ার কথা!
এবারের বইমেলায় বাংলাদেশ থেকে প্রবীর দা’র দুইটা বের হচ্ছে।
(১) শরৎচন্দ্রের মজলিসী গল্প (গল্পগ্রন্থ)
লেখক : প্রবীর ঘোষ
প্রকাশক : অবসর প্রকাশনা সংস্থা
মুদ্রিত মূল্য: ১৭৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ১২০
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
(২) সম্মোহনের A টু Z (গবেষণা গ্রন্থ)
লেখক : প্রবীর ঘোষ
প্রকাশক : অবসর প্রকাশনা সংস্থা
মুদ্রিত মূল্য: ২২৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
প্রচ্ছদ : এ.টি. আজাদ (রানা)
সম্মোহনের A টু Z বইটি ইতোমধ্যে মেলায় চলে এসেছে। অবসর প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। স্টল নম্বর ৫১-৫৩।
@অনন্ত বিজয় দাশ,
তোমার বইয়ের তথ্যগুলো দাও আমাদের।
@অভিজিৎ,
সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়
প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ২১৪ পৃষ্ঠা
প্রচ্ছদ: শিবু কুমার শীল
@অনন্ত বিজয় দাশ,
ধন্যবাদ। আপডেট কয়রে দেয়া হয়েছে।
অভিনন্দন, সবাইকে অভিজিতের
বই আকারে বের হোক চেয়েছিলাম। তা পূর্ণ হতে চলেছে। তাই অভিজিত’কে আলাদা অভিনন্দন। আরও অনেকের বই বাকি আছে। যেমন রনদীপমদার বই বেরিয়েছে। আশা করি তিনি ব্যক্তিগত কাজ শেষ হলে ফিরে এসে জানাবেন।
মুক্তমনার লেখকদের অভিনন্দন,ব্লগে চমতকার লেখালেখির পাশাপাশি তারা বইয়ের জগতেও ভালোই ছড়িয়ে পড়েছেন (F) ।
অভিনন্দন মুক্ত-মনার লেখকদের।সবগুলো বইই সংগ্রহ করার ইচ্ছে আছে। আর অবিশ্বাসের দর্শন তো গতবারই কিনেছি।আশা করি আরও নাম তালিকায় সংযোজিত হবে।
অভিনন্দন জানাই মুক্তমনার লেখকদের! (F) বইগুলো ব্যাপক সংখ্যক পাঠকের নজরে আসবে, মুক্তমনের আলো পৌঁছে যাবে বাংলাদেশের ঘরে ঘরে, সেই প্রত্যাশাই করছি।
লিস্টে ”ভালবাসা কারে কয়” শীর্ষক বইটি দেখে প্রচণ্ড উল্লসিত। খুব করে চাইছিলাম বইটি বাজারে আসুক। বিবর্তনীয় মনোবিজ্ঞান বিষয়ক অভিজিৎদার এই প্রাঞ্জল লেখাগুলি যে কারো মনোজগতে স্থায়ী বিপ্লব ঘটিয়ে ফেলতে সক্ষম। এখনো অনলাইনের সুযোগবঞ্চিত বাংলাদেশের অগণিত তরুণদের জন্য বইটি একটি আশীর্বাদ বলেই গণ্য হবে। একই কথা খাটে ‘বিশ্বাস ও বিজ্ঞান’ শীর্ষক বইটির ক্ষেত্রেও। প্রবীর ঘোষের ‘সম্মোহনের A টু Z’ ও যথেষ্ট কৌতূহল জাগাচ্ছে!
সবশেষে ধন্যবাদ জানাই মুক্তমনা এডমিনকে। এমন প্রয়োজনীয় একটা লিস্ট উপহার দেয়ার জন্য বড় অভিনন্দন প্রাপ্য তাদেরও। (F)
@কাজি মামুন,
ধন্যবাদ আপনাকে আমার বইগুলো নিয়ে আগ্রহ প্রকাশের জন্য। হ্যা, বিবর্তন মনোবিজ্ঞান নিয়ে সম্ভবতঃ বাংলায় পরিপূর্ণ বই লেখা হয়নি। আমার বইটি সেই দিক থেকে একটি অর্জন। কিন্তু আমার বইগুলো ছাড়াও মুক্তমনার সদস্যদের অনেক ভাল বই বের হবে, হচ্ছে। অধ্যাপক মীজান রহমানের ‘শূন্য’ বইটি বেরিয়েছে শুনেছি। সেটিও আমার মতে দারুণ আকর্ষনীয় বই হবে।
রণদীপম বসু, সৈকত চৌধুরী, অনন্ত বিজয় দাশ সহ অনেকের বই-ই মেলায় আসবে শোনা যাচ্ছে। তাদের বইগুলোর তথ্য পাওয়া গেলে এই লিস্ট আরো আকর্ষনীয় হয়য়ে উঠবে তা অবশ্যই বলা যায়।
আপনিও বইমেলায় ঘুরে কোন ভাল বইয়ের সন্ধান দিতে পারলে কৃতার্থ থাকব।
@অভিজিৎদা,
নিজেকে খুব সন্মানিত মনে হচ্ছে! অবশ্যই চেষ্টা করবো। ফেব্রয়ারী আমার প্রিয় মাস; বই আর বসন্তের বুনো বিলাসে মত্ত থাকতে কার না ভাল লাগে! 🙂
@অভিজিৎদা,
আজ আবার বইমেলায় গিয়েছিলাম। ”বিশ্বাস ও বিজ্ঞান” নিলাম। ”সম্মোহনের A to Z” ও কিনলাম। তবে আফসোস হল, সবচেয়ে আগ্রহের ”ভালবাসা কারে কয়” আজও পাইনি। বলল ১০ তারিখ বের হবে। দেরী যেহেতু হচ্ছেই, তাই ভালবাসা দিবসে বের হলে কেমন হয়?
”বিশ্বাস ও বিজ্ঞান” বইতে আপনার ”মন বলে কি সত্যই কিছু আছে”, ফরিদ ভাইয়ের ”প্রার্থনায় কি কোন কাজ হয়” (শিরোনামটি স্মৃতি থেকে বলাতে ভুলও হতে পারে) এবং রূপম ভাইয়ের ”খোদার প্রকোপের প্রায় বাইরে বা নাস্তিকের চেয়েও কম কম আস্তিকতা” আশা করেছিলাম। তাছাড়া শিরোনামটি মনে করতে পারছি না, কিন্তু আমেরিকার রেড ইন্ডিয়ানদের ধর্মের বরাত দিয়ে ধর্মের উৎপত্তির আকর্ষণীয় ইতিহাস বর্ণনা করা হয়েছিল যে নিবন্ধটিতে, তাও মনে হয় লিস্টে আসতো পারত। যাহোক, যা আছে, তাও মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। মনে হচ্ছে, আগামী এক বছরের পর্যাপ্ত রসদ সংগ্রহ করতে পেরেছি মস্তিষ্কের জন্য। 🙂
@কাজি মামুন,
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের বইগুলো নিয়ে আগ্রহ প্রকাশের জন্য। ‘বিশ্বাস ও বিজ্ঞান’ কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমি নিজেই আসলে বইটার চেহারা দেখিনি। ছাপা টাপা, মূদ্রণ, ছবি সব ঠিকাছে?
বাহ এইটাতো একটা ভাল আইডিয়া। ভ্যালেন্টাইন্স ডের দিন শুদ্ধস্বরের স্টলে ‘ভালবাসা কারে কয়?’ দেখা গেলে কিন্তু বেশ হয়!!! শিগগিরই প্রকাশককে জানাতে হবে ব্যাপারটা। মনেই ছিলো না একেবারে!
ফরিদ ভাইয়ের লেখাটা সংকলনে আছে। পরের খণ্ডে বেরুবে। আর রূপমের লেখাটা খুব সাম্প্রতিক। সেটা যদি বই যখন প্রকাশকের কাছে পাঠানো হয়েছিলো তখন যদি পাওয়া যেত, সেটা অবশ্যই থাকতো। লেখাটা বইয়ের বিষয়ের জন্য সত্যই খুব সঙ্গতিপূর্ণ। চেষ্টা করব, পরের পর্বের জন্য কিছু ভাল নতুন লেখা বাছাই করা যায় কিনা।
আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাদের বইগুলোর প্রতি আপনার অসীম আগ্রহের জন্য।