অগ্নি দীপ্ত আলো অনুজ আমার,
চন্দ্র সূর্য দেব দিবস ও আধার।
দেখাও তোমার তেজ জলদ গগনে।
ছড়াও তোমার ফুল পৃথিবী কাননে ।
ভ্যুলোক দ্যুলোক জয়ী বলিনা হতে,
আলোকিত তারা হয়ে জ্বলবে রাতে।
তারা হয়ে নরজনের হৃদয় আঁধার,
দূর কর ইহা আজ বাসনা আমার।
পরিশেষে বলি,হে অনুজ তোমায়
সাধনা কর,দেব রহিবে সহায়।
বি.দ্র.:কবিতাটি ক্লাস টেনে থাকতে লিখেছিলাম। 🙂
ভাল লেগেছে ক্লাস টেনে পড়া একটি ছেলের এমন আলোকিত ভাবনা! আপনার কবিতাটাও ভাল লেগেছে। বিশেষ করে, প্রার্থনার সুর আমার সবসময় ভাল লাগে। মানুষের মঙ্গল কামনার চেয়ে ভাল কিছু আছে পৃথিবীতে? আপনার কবিতার অন্ত্যমিলও আমার দারুণ লেগেছে! আমার মতে, অন্ত্যমিলের কারণে কবিতা অনাধুনিক হয়ে যায় না; যতটা হয় ভাব ও ভাষার দৈন্যের কারণে। আপনি যদি এই সময়ে কোন কবিতা লিখে থাকেন, সেগুলোও আমাদের পড়ার সুযোগ করে দিন! ভাল থাকবেন। (F)
@কাজি মামুন, আপনার ভাল লেগেছে জানতে পেরে অনেক ভাল লাগল কাজিদা।আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ দাদা…
ভালো লাগল
চালিয়ে যান ।
কবিতাটা টেনে থাকতে লিখেছিলেন যখন ঐ সময় প্রকাশ করলেই ভাল করতেন। 😛
নাস্তিকের মুখে আস্তিকের বাণী?? এ কি শুনি এ কি শুনি!!!
চালিয়ে যান। শুভকামনা রইলো।
@অরণ্য, ধন্যবাদ দাদা…আসলে তখন Agnostic ছিলাম!
🙂
এইটা কবিতা না। এইটা ছড়া। অন্তমিলের প্রতি অবসেশনটা বাদ দিতে পারেন। কোন দরকার নাই আসলে।
@সাইফুল ইসলাম, একটু ব্যাখ্যা করলে ভাল হতো এটা কেন ছড়া,কবিতা নয়…