অকালে মা হারা আমাদের এই বোনটিকে বাঁচাতে এগিয়ে আসুন। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। আর অন্যটিও সময়মত চিকিৎসা না পেলে নষ্ট হয়ে যেতে পারে। বেঁচে থাকার জন্যে এখন প্রয়োজন চিকিৎসা।বর্তমানে সে চট্টগ্রামে আছেন। সপ্তাহে তিন দিন তার ডায়ালাইসিস করতে হচ্ছে। তার চিকিৎসাসহ কিডনি প্রতিস্থাপন করতে আনুমানিক ১১ লাখ টাকা লাগতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে আকুল আবেদন সামর্থ্যানুযায়ী আমাদের এই বোনটির পাশে এসে দাঁড়ান। আপনাদের সাহয্য সহযোগীতায় বাঁচাতে পারে তার এই অমূল্য সম্পদ। সকলে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে। চালিয়ে যেতে পারে তার স্বাভাবিক জীবন।
আপনারা সাহায্য পাঠাতে পারেন তার স্বামীর একাউন্ট নম্বরে।
সাহায্য পাঠানোর ঠিকানা :
রবিন চাকমা,
সঞ্চয়ী হিসাব নং-৪১১৮, সোনালী ব্যাক লিমিটেড
বনরূপা শাখা, রাংগামাটি।
আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব ।
রিসিভ বইগুলো তিন পার্বত্য অঞ্চলে পাঠানোর চেষ্টা করুন।
আপনারা নিচের এই অনলাইন ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারেন-
রবীন চাকমা
সঞ্চয়ী হিসাব নং- ০৪৮২০৫০০০০৫৫৬
ওয়ান ব্যাংক লিমিটেড
রাংগামাটি শাখা, রাংগামাটি পার্বত্য জেলা।
রবীনের সাথে যোগাযোগ নম্বর-+৮৮০১৫৫৬৭০০৯৪৬। রবীন হচ্ছেন সংগীতা দেওয়ানের স্বামী।[img]www.facebook.com/groups/chtbd[/img]
আপনারা অনলাইনে সাহায্য করার কোন সিস্টেম রাখলে ভাল হতো। তাহলে মুক্তমনার অনেকের থেকেই সাহায্য পাবেন।
ধন্যবাদ মুক্তি খবরটি এখানে শেয়ার করার জন্য। আমি আজ রিসিব বই পেলাম। আমি সর্বচ্চো চেষ্টা করবো তার জন্য কিছু করতে। আসুন সবাই একটু মানবিক হই। মানবতার জয় হোক……
আমি জানিনা মুক্তমনায় কোন ট্রাস্টি বোর্ড বা ফান্ড আছে কিনা ! সেক্ষেত্রে তারা হয়তো বড় অংকের সাহায্য করবে।
বোন সংগীতা দেওয়ানের জন্য অনেক অনেক শুভকামনা সে যেন সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসতে পারে । তার চিকিৎসার জন্য এখন অর্থের প্রয়োজন, ভগবান নামক অদৃশ্য শক্তির কাছে প্রার্থনা করলে বোন সংগীতা সুস্থ হতে পারবে না । তাই “সকলে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে” এমন বাক্য ব্যবহার না করে মানুষের কাছে সাহায্যর জন্য মানবিক দাবীকে সামনে আনতে হবে । ভগবান ? না, মানুষই সর্ব ক্ষমতার অধিকারী ।