(সবাই দেখছি শুধু উৎসর্গ করে চলেছে, আমিই বা বাদ যাই কেন, মুক্তমনা অপরাজিতাদের জন্য তাই, ছিন্নপত্র, সবাইকে শুভ নববর্ষ ২০১২)

ঢাউস বইখানার শিরদাঁড়ার ওই ওপাশে;
চিড়েচ্যাপ্টা কঙ্কাল হয়ে থাকতে চাইনি।
শুষেবাঁচা পরগাছার মত আলসেলতা হয়েও;
জীবনদোলায় দোল খেতে চাইনি খামোখা,
বাতাসকে ভালোবেসে তাই বিচ্ছিন্ন হলাম।

তুমি উদাসী দুঃখসুখ অকারণে অথবা;
স্বয়ংক্রিয় স্বত্বাধিকারে অবজ্ঞা করলে আমাকে।
একান্ত কাছাকাছি ভেসে থাকা আমাকে,
অমনোযোগে হায়; উত্তরাধিকার ভাবলে শুধু,
আকাশকে ভালোবেসে তাই আলাদা হলাম।

দৃশ্যমান আমাকে অদ্ভূত অদৃশ্য ভাবলে,
তুমি; অথবা তোমরা; এড়ানো চোখে?
মুড়মুড়িয়ে আমার গুড়ো হওয়াটাই দেখলে;
আমার অনেক হওয়াটা দেখলেনা, অন্ধহে,
আলোদের ভালবেসে, তাই, ছিন্নপত্র হলাম।