“It’s – the economy”, stupid!
১৯৯২ এর ভোটের ক্যাম্পেনে কথাটি বলেছিলেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন !
এখন দেশটিতে অর্থনৈতিক মন্দা ।
কিন্তু উক্তিটি আমেরিকান রাজনীতিতে স্থান করে নিয়েছে ।
এখনও রাজনীতিবিদরা বিভিন্ন প্রসঙ্গে উচ্চারণ করেন –
“It’s- the corporation”, stupid !
“It’s- the voter’s”, stupid !

সারা পৃথিবী জুড়ে “Occupy wall street” এর পাগলা হাওয়া ছড়িয়ে পরেছে !
আমেরিকা থেকে যুক্তরাজ্য, ইটালী, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড সবখানে !বাংলাদেশ ও ভারতেও !
ওয়াল ষ্ট্রীটের ব্যাংকগুলোর লোভের লেলিহান শিখা আজ বাজার অর্থনীতিকে গ্রাস করেছে !
উন্নত বিশ্বের প্রচলিত পুঁজিবাদ আজ বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি !মন্দায় ব্যাঙ্কগুলোকে সরকারী
টাকা দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে !ধনতন্ত্রের ভঙ্গুর অবস্থা !রাষ্ট্র যে ভাবে পারে তাকে রক্ত জোগাচ্ছে!

পৃথিবীর সাধারন মানুষ রাজপথে নেমেছে অকুপাই সফল করতে 1 আমেরিকার প্রতি ছয়জনের একজনের দারিদ্রসীমার নীচে অবস্থান !যুক্তরাজ্যেও মন্দা দেখা দিচ্ছে ।গ্রীস, আয়ারল্যান্ড প্রায় দেউলিয়া । আইসল্যান্ড তো আরো অনেক আগেই । স্পেন আর ইটালীর অবস্থাও ভাল নয় । গ্রীসের তরুণ, তরুণীরা এখন দলে দলে জন্মভূমি ছাড়ছে অন্য দেশে চাকরীর খোঁজে !
সরকার গুলোর বাজেট কাটছাঁট আমেরিকা ও ইউরোপের স্বল্প ও মধ্যবিত্তদের মানিব্যাগে আঘাত করেছে !আন্দোলনে মূলত বাম, গ্রীন, ছাত্র, বেকার, এক্টিভিস্ট, নিও লিবারিস্ট ও সাধারন লোকরা অংশ নিচ্ছে।
ধনতন্ত্র, গ্লোবালাইজেশন, গনতন্ত্রের দূর্বলতা ও চলমান পৃথিবীর সিস্টেমের বিরুদ্ধেই এই আন্দোলনের
স্লোগান !

ইন্টার ন্যাশনাল কো’অপারেশন পত্রিকায় পড়লাম অর্থনীতিবিদ ডঃ অমর্ত্য সেন বলেছেন –
“ভারতে সবচেয়ে বেশী ক্ষুধার্ত মানুষ – কারণ ভারতীয়রা তাদের গণতন্ত্র ও অধিকারের দাবী নিয়ে
সোচ্চার নয়”!
আসলে খাদ্যের উচ্চমূল্যের বিরুদ্ধে বিক্ষোভ সরকারকে বাধ্য করে খাদ্য সরবরাহ করতে!
কারণ তাদের পরবর্তীতে ভোটে জিততে হবে!

পশ্চিমের উন্নত দেশগুলিতে স্বাস্থ্যবীমা, শিক্ষা, বাচ্চাদের ডে কেয়ার, ভবিষ্যতের পেনশনসহ সব সুবিধা আকাশচুম্বী হচ্ছে !এর সঙ্গে সহজে ছাঁটাইয়ের আইন !

যতদিন লোকদের হাতে টাকা ছিল গনতন্ত্রের সাথে সমঝোতা করে চলতে অসুবিধা হয়নি!
আজ টাকা শেষ দেখা দিয়েছে শূন্যতা!
সমাজবিদ ও অর্থনীতিবিদরা মনে করছেন অতীতের সব আন্দোলনের মত এটা কেবল শুরু
আগামীতে রাজপথ আরও উচ্চকিত হবে!

সূত্রঃ ইন্টারনেট

( এডমিন লেখাটা অন্য একটা ব্লগে প্রকাশিত হয়েছে ! পাঠকদের আগ্রহে দিলাম।)