সৌদি আরবে প্রকাশ্যে মুন্ডচ্ছেদের শাস্তি চালু আছে-এমনটা জানতাম। কোনদিন এই নিয়ে খুব ভেবেছি তা না।

আজকে হঠাৎ এই সংবাদটা পড়ে কিছু না লিখে পাড়লাম না। ছবিতে দেখুন কিভাবে প্রকাশ্যে ৮ জন বাংলাদেশী অভিবাসীর মুন্ডচ্ছেদ হয়েছে সৌদি আরবের উচ্চআদালতের আদেশে। এরা ২০০৭ সালে

দীরা স্কোয়ার-যেখানে শিরোচ্ছেদ করা হয়নিউজ মিডিয়া থেকে পাওয়া বাংলাদেশীদের শিরোচ্ছেদের ছবি রিয়াধের একটা ওয়ার হাউসের ইলেকট্রিক কেবল চুরি করার সময় সেখানকার একজন মিশরীয় গার্ডকে হত্যা করে বলে “অভিযোগ”।

এদের বিচার কিভাবে হয়েছে কেও জানে না। ২০০৯ সালে এদের মৃত্যুদন্ড দেওয়ার পর বাংলাদেশের সরকারের অনেক কবারের এপিল, সৌদি সরকার বাতিল করে এবং গতকাল প্রকাশ্য রাজপথে চারজন জল্লাদ তলোয়ার দিয়ে এদের মুন্ডচ্ছেদ করে। যদ্দুর জানা যাচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সৌদির রাজাকে অনুরোধ করেছিলেন সাধারন ক্ষমার জন্যে। কিন্ত কিশোর গঞ্জের সুমন মিয়া বা টাঙ্গাইলের মামুন আব্দুল মান্নানদের ভাগ্যে তাতে শিঁকে ছেঁড়েনি।

এমনেস্টি ইন্টারন্যাশানাল পরিষ্কার ভাবে বলেছে, বিচার পক্রিয়া মোটেও সুষ্ঠ ভাবে হয় নি। এই আটজন বাংলাদেশী দোষী না নির্দোষ বা দোষ করে থাকলেও কিসের জন্যে ইজিপসিয়ান রক্ষীকে খুন করল-কিছুই পরিষ্কার না।

একটু ঘেঁটে আরো জানলাম রিয়াধের দীরা স্কোয়ারে এই প্রকাশ্যে মুন্ডচ্ছেদ করা হয় এবং গত তিন বছরে সাড়ে তিনশোর বেশী লোকের এখানে মুন্ডচ্ছেদ হয়েছে। শুধু তাই না , সৌদি আরবে ক্রসিফিকেশন এখনো চালু আছে। হাত পা কাটা বা চোখ খুবলে নেওয়া স্বাভাবিক “শাস্তি”।

আমার আরো রাগের কারন এমন একটা বর্বর দেশের বর্বর রাজাকে আমেরিকা, ভারত সহ পৃথিবীর সব দেশে যেভাবে সন্মান দেওয়া হয়, তা কোন ভাবেই গ্রহণযোগ্য না। রাজা আবদুল্লা ভারতের প্রজাতান্তিক দিবসের চিফ গেস্ট হিসাবে আমন্ত্রিত হয়েছেন। ইনি আবার বুশ এবং ক্লিনটন ফ্যামিলির ঘনিষ্ঠ কারন এদের ফাউন্ডেশনে রাজা প্রচুর টাকা ঢালেন। মুসলিমদেশগুলোর কথা ছেড়েই দিলাম-তাদের ব্যপার স্যাপার যুক্তিবুদ্ধির মধ্যে না আনাই ভাল। কিন্ত ভারত বা আমেরিকার মতন গণতান্ত্রিক দেশগুলি নানান কারনে যেভাবে এই রকম একটা বর্বর রাজাকে সন্মান দিয়ে থাকে তা যুক্তি বুদ্ধি রহিত। রাজা আবদুল্লা সংস্কার করার চেষ্টা করেও পিছু হটেছেন নানান সময়ে-কারন উলেমাদের ভয়। বিচার এবং শিক্ষার ক্ষেত্রে উলেমাদের হাতে একচ্ছত্র ক্ষমতা ছাড়তে তিনি বাধ্য হয়েছেন প্রায়।

আমি মনে করি সৌদি আরবের উলেমা এবং রাজা এই ৮ জন বাংলাদেশীকে খুন করেছে এবং এর প্রতিবাদ হওয়া দরকার। পৃথিবীর সব দেশের সরকারের এদের বয়কট করা উচিত যদ্দিন না এরা এদের আইন কানুন সভ্য না করে।