মুক্তমনা সাইটে কিছু টেকনিক্যাল আপডেট করা হয়েছে। পাঠকেরা হয়তো লক্ষ্য করেছেন মুক্তমনার লিংকে banga_blog এর পরিবর্তে bangla_blog লেখা ছিলো। এ ভুলটি সংশোধন করা হয়েছে। এখন bangla_blog লিখে আপনি ব্লগে প্রবেশ করতে পারবেন। পাঠকের সুবিধার জন্য পুরোনো লিংকগুলোও redirect করে দেয়া হয়েছে,তাই আপনার বুকমার্ক বা ফেসবুকে শেয়ার করা লিংক ঠিকমতই কাজ করবে।
তবে banga_blog লিংকে প্রবেশ করলে লগইন করতে সমস্যা হতে পারে। তাই নতুন লিংক ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো। তার পরেও কেউ লগইন সংক্রান্ত কোন অসুবিধা বোধ করলে সরাসরি মুক্তমনা মডারেটরদের সাথে ( [email protected] ) যোগাযোগ করতে পরামর্শ দেয়া হচ্ছে। ব্লগের কোন প্লাগইন বা ফীচার যদি কাজ না করে তাহলেও আমাদের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করা হচ্ছে।
এছাড়া মুক্তমনার প্রথম পাতাটিকে সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে,পাতাটি আপনি দেখতে পাবেন এখানে: http://mukto-mona.com/home/।
এ পাতাটি থেকে আপনি সহজেই মুক্তমনার বিভিন্ন অংশে যেতে পারবেন।
আরেকটা বিষয়।
এই বাংলা ব্লগ থেকে মুক্তমনা হোমপেজে যাওয়ার কোন তরিকা তো কোথাও চোখে পড়ছে না ! না কি এটা ওয়ান-ওয়ে রোড !!
হোমপেজে যাওয়ার জন্য একটা ট্যাব বা কোন একটা লিংক রাখলে কি সুবিধা হয় না ?
সমস্যা !!
আমি তো ব্যাঙ্গা দিয়ে ঢুকে লগিনও করে ফেলেছি ! এর মধ্যে আবার এইখানে রাখা ব্যক্তিগত শো-কেসে মুক্ত-মনার শুদ্ধ লিঙ্কও আপডেট করে নিয়েছি !
কিন্তু ভীষণ চিন্তায় আছি, এবারের মতো লগাউট হলে পরেরবার শুদ্ধভাবে ঢুকে লগিন করতে পারবো তো !!!
মুক্ত মনার মত জনপ্রিয় একটি সাইটে এমন ভূল মানা যায় না। তার পরও সংশোধনের জন্য এডমিনকে ধন্যবাদ।
লগ ইন না করে ব্লগের হোম পেইজ থেকে দ্বিতীয় পেইজ ক্লিক করলে এরর দেখায়। লগ ইন করে করলে আবার ঠিক দেখায়। যারা অতিথি তাদের মনে হয় সমস্যা হচ্ছে। একটু দেখুন।
@স্বাধীন,
না মনে হয়। http://blog.mukto-mona.com এ থাকলে দ্বিতীয় পেজে গেলে এরর দেখায় না।
২য় পেজ
৩য় পেজ
ইত্যাদি
কিন্তু পুরোনো লিঙ্কের হোমপেজে থাকলে (banga_blog) সমস্যা করে। Forwarding to technical team.
ব্যাপারটা নজরে আনার জন্য ধন্যবাদ।
আচ্ছা banga_blog এর ডোমেইনটাকে bangla_blog এ রিডাইরেক্ট করা যায় না?
একটা বাগঃ সাম্প্রতিক মন্তব্য লিস্টের মধ্যে যে ইউজার নেইমগুলো আছে সেগুলোর উপর স্ক্রল ওভার করে দেখুন সেখানে এখনো ব্যাঙ্গা ব্লগ থেকে গেছে ফলে সেটা ব্যক্তিগত পেজে নিয়ে গেলো পেজিনেশান কাজ করছে না যেমনটা উপরে স্বাধীন জানিয়েছিলেন
সেখানের ইউআরএল ফরম্যাটটা সংশোধন করতে হবে।
@টেকি সাফি,
ধন্যবাদ।
আসলে ব্যাপারটা ব্লগাররাও ঠিক করে নিতে পারেন। যে যার প্রোফাইলে ঢুকে ওয়েবসাইট ফিল্ডে banga_blog এর জায়গায় bangla_blog লিখলেই ঠিক হয়ে যাবে। যেমন কারও ওয়েব সাইট ফিল্ডে যদি থাকে
http://blog.mukto-mona.com/?author=5
তবে সেখানে g এর পরে একটা l জুড়ে দিয়ে লিখতে হবে –
http://mukto-mona.com/bangla_blog/?author=5
আপাততঃ যে যার লিঙ্ক ঠিক করে নিন। পরে সময় পেলে স্ক্রিপ্ট চালিয়ে দেখা যাবে।
মুক্তমনা এডমিন,
নতুন হোমপেইজের শিরঃনামের নীচে নীল স্ট্রাইপের মাঝে English Blog যতোটা স্পষ্ট মনে হচ্ছে বাঁয়ের বাংলা ব্লগ ততটা নয়, এই ‘বাংলা ব্লগ’ লেখাটিকে আরো স্পষ্ট করা যায়না?
তবে নতুন সাইটটি সত্যিই সুন্দর আর মনোরম লাগছে। সংশ্লিষ্টদের অসংখ্য ধন্যবাদ।
@কেশব অধিকারী,
ফিডব্যাকের জন্য ধন্যবাদ। লেখাটি কিভাবে আরো স্পষ্ট করা যায় ভাবছি……… অন্য কোনো রঙ দিলে কি ভালো লাগবে?
@রামগড়ুড়ের ছানা,
আমি ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরে দেখলাম সব ঠিক আছে! আপনি হয়তো এর মধ্যে সংশোধন করে দিয়েছেন! এখন দারুন লাগছে! এই সংশোধন দরকার ছিলো। হয়ে খুব ভালো লাগছে। আপনাদের এই শ্রম আমাদের প্রেরণা হোক।
অভিজিৎ’দার ব্যক্তিগত ব্লগের দ্বিতীয় পেইজে প্রবেশ করা যাচ্ছে না। ওইটার লিঙ্কে মনে হয় সমস্যা রয়েছে। আজ পুরোনো একটি পোষ্ট খুঁজতে গিয়ে প্রবেশ করতে পারছিলাম না।
@স্বাধীন,
আপনি বলার পর আমিও চেষ্টা করে পারিনি, তবে এখন আবার যাচ্ছে দেখছি।
প্রথম পাতা
দ্বিতীয় পাতা
তৃতীয় পাতা
চতুর্থ পাতা
পঞ্চম পাতা
ষষ্ঠ পাতা
(banga এর বদলে bangla লিখতে হবে)
@অভিজিৎ,
হ্যাঁ এখন আবার পারা যাচ্ছে। ব্লগের লীলা বুঝা বড় দায় 😛
প্রথমে ভুল হিসেবে ধরে নিলেও পরে banga_blog কে বঙ্গ_ব্লগ ভেবেছিলাম।
http://blog.mukto-mona.com/wp-content/plugins/smilies-themer/kopete/lotpot.gif
নতুন ব্যানার, ইন্টাফেস ও বানানশুদ্ধিসহ নানান অগ্রগতিতে ব্লগ টেকিদের জানাই বিশাল অভিনন্দন। :thanks:
আর এই ব্লগাড্ডাটি থেকে লেখা হয়ে উঠলে আরো খুশী হবো। :))
মুক্তমনার সর্বাত্নক সাফল্য কামনা। চলুক। :clap (Y)
আমার সমস্যা অতি বিচিত্র,কোন পেজই খুললে পড়তে পারি না। হোম পেজে যতটুকু পড়া যায়…কোন লেখা খুললেই সব যাদুমন্ত্রবলে কোরিয় না চীনা ভাষায় রূপান্তরিত হয়ে যাচ্ছে।
@আদিল মাহমুদ,
আপনি কোন ব্রাউজার ব্যবহার করেন? আইই এর নতুন ভার্শনে সমস্যাটা কারো কারো হয় বলে শুনেছি। কিন্তু রিফ্রেশ করলে চলে যায়। আপনি কি ফায়ারফক্স ব্যবহার করে দেখেছেন?
@অভিজিৎ,
IE-8 ব্যাবহার করি; ফায়ারফক্স বা ডগ কিছুই কোনদিন ধরিনি।
তবে আপনার জিজ্ঞাসায় কাজ হয়েছে দেখছি, এখন দিব্ব্যী সব স্বাভাবিক দেখতে পাচ্ছি।
@আদিল মাহমুদ,
আপনিতো দাদা প্রাগৈতিহাসিক যুগে আছেন! :)) :))
@সাইফুল ইসলাম,
জ্বী ভাই, ওল্ড ইজ গোল্ড নীতিতে বিশ্বাসী। আমার সেল ফোনও নাই, মাঝে মাঝে মনে হয় ল্যান্ড ফোনও বিদায় করা গেলে বেশ হত।
আজাইরা ফক্স ডগ ক্যাট নিতে যাব কেন। এই তো নালিশ দেবার পরেই সমস্যার সমাধান হয়ে গেল। এতে প্রমান হয় যে আসলে ব্রাউজার না, মুক্তমনা এডমিনই কোনভাবে চাল চেলেছিল।
@আদিল মাহমুদ,
:hahahee: :hahahee: :hahahee:
@বিপ্লব রহমান,
অভিজিত গং নিজেদেরে বিরাট চালাক মনে করে…
@আদিল মাহমুদ,
এক কাজ করেন পিসিটাও বিদায় করে দিয়ে abacus যোগাড় করে ফেলেন একটা :)) :)) ।
@রামগড়ুড়ের ছানা,
হ্যা, ষড়যন্ত্র ধরছি তো এখন কত কথাই কইবা। তুমিই তো এখন নাটের গুরু।
@আদিল মাহমুদ,
হুজুর, একটাই সমস্যা, আপনেরে ফায়ারফক্স ব্যবহার করতে বলা ছাড়া আর কোন কাজ কিন্তু আমি করি নাই। আপনার পিসি যদি এমনি এমনিই ঠিক হইয়া যায়, তাইলে এইটা এত দূর থেকেইকাও হুজুরে পাক বোগদাদী সাইদাবাদী হুজুরের ফুঁ পাইছে কোনভাবে। আপনে তো তার মনোনীত শিষ্য, আপনের পিসি এমনি এমনিই ঠিক হয়ে গেছে। কি বলেন?
তবে একটাই সমস্যা দেখতেছি আমি – এমনি এমনি যে জিনিস ঠিক হয়, আবার এমনি এমনি সমস্যা ফিরাও আসতে পারে। তাই সাবধান।
আদিল ভাই ধরা! :rotfl:
@অভিজিৎ,
আপনাদের মুখোশ উন্মোচন করে এবার আমিও সিরিজ দেব।
আমার কন্ঠরোধ করতে কিভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমাকে সাইটে ঢুকতে দেন না তা প্রমান করে দেব। আপনার জঘন্য হুমকি, ছেলেপিলের বিশ্রী হাসি ঠাট্টা সবই তাতে স্ক্রীন শট হিসেবে দেব।
অবশেষে মুক্তমনা ‘ব্যাঙ্গা ব্লগ’ থেকে ‘বাংলা ব্লগ’ হয়ে উঠল! 😛 ভালোই লাগছে।
মডারেটরদের উদ্দেশ্যে একটা প্রশ্ন। bab’aব্যাঙ্গা ব্লগ’ এর ভুলটি কেন হয়েছিল?আমি তো নতুন জয়েন করেছি,তাই আগের ব্যাপার গুলো জানা নেই। সাইটের নিচে দেখা যাচ্ছে- “পরিকল্পনা ও ডিজাইন: অভিজিৎ রায়”। তাহলে কি ভুলটা অভিজিৎদা করেছিলেন? 😛 নাকি আমরা ভুল বুঝছি? অভিদা মনে হয় ‘বঙ্গ ব্লগ’ বোঝাতে চেয়েছেন!
যাক অবশেষে বাঙ্গা থেকে বাংলায় আসতে পারলাম। মুক্তমনায় আসার সময় থেকেই অপেক্ষায় ছিলাম কবে বাঙ্গাটা বাংলায় উন্নীত হবে।
যা হোক বেটার লেইট দ্যান নেভার। আগে banga blog কে ইচ্ছা করে বাঙ্গা না পড়ে বঙ্গ ব্লগ পড়তাম। ভাবতাম এতেও যদি পেইন কিছুটা কমে।
এডমিনকে :thanks: ভুলটি শোধরানোর জন্য।
গতকাল অনেকবার চেষ্টা করেও লগ ইন করতে পারি নি। বাধ্য হয়ে শেষে পাসওয়ার্ড রিসেট করতে হয়েছে। নতুন পাসওয়ার্ডে অবশ্য লগইন করতে কোন সমস্যা হয় নি।
নতুন হোমপেজটা ট্যাবলেট এবং মোবাইল ডিভাইস বান্ধব বলেই প্রতীয়মান হয় যা মুক্তমনার নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার আগ্রহ নির্দেশ করে। নতুন ইন্টারফেইসের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
@সংশপ্তক,
ধন্যবাদ। গতকাল যখন আপনি লগইন এর চেষ্টা করছিলেন তখন সবকিছু পুরাতন লিঙ্ক থেকে নতুন লিঙ্কে পদার্পনের মাঝ পর্যায়ে ছিল। সেজন্যই সম্ভবতঃ সমস্যা হয়েছিল। শুধু আপনি নয়, অনেকেরই একই অবস্থা হয়েছিলো। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি।
সাইট নিয়ে আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
@সংশপ্তক,
অ/ট:
ভ্রাতা, মুক্তমনার নতুন ইন্টারফেসের সঙ্গে ম্যাচিং করে নীল শার্টের নতুন প্রোফাইল-পিক্স বুঝি? :lotpot:
@বিপ্লব রহমান,
শুধু কি তাই ? সামনে মুক্তমনার নীল ইন্টারফেইস, মাথার উপরে নীলাম্বর এবং হাতে নীল নক্সা। এখানেই শেষ নয় ………..। :))
@রামগড়ুড়ের ছানা ভাইডু,
তোমার চমেৎকার কাম লইয়া তো আর কিছু কওয়ার নাই, শুধু হোমপেজে কয়েকটা বানান ঠিক কইরা দিও। :))
মুক্ত-মনা শব্দটি ইংরেজী ‘ফ্রি থিঙ্কার’ শব্দটির আভিধানিক বাংলা/বাঙলা। ‘মুক্ত-মনা’ সাইটটি জাহানারা ইমাম পুরস্কারপ্রাপ্ত ওয়েবসাইট, এবং বাঙ্গালী/বাঙালি ও দক্ষিণ এশীয় মুক্তচিন্তক, যুক্তিবাদী এবং মানবতাবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত অলাভজনক আলোচনা চক্র। আমরা আমাদের ব্লগে আলোচনা এবং লেখালিখির পাশাপাশি বিজ্ঞানমস্ক, প্রগতিশীল কুসংস্কারমুক্ত সমাজ তৈরির স্বপ্ন দেখি। আমাদের স্বপ্নীল ভূবনে স্বাগতম, হে স্বপ্নচারী …
আর বাঙ্গা ব্লগরে নতুন কইরা বাঙলা ব্লগ বানানোর জইন্যে তোমারে
:thanks:
@সাইফুল ইসলাম,
বানানগুলো অভিদার দোষ,আমি জানিনা :)।
আগেই পরিস্কার করে দেয়া উচিত ছিল,ব্যাঙ্গাকে বাংলা করার পুরো কৃতিত্ব নিশাচর ভাইয়ের,আমি সকালে উঠে দেখি এই কাহিনী।
@সাইফুল ইসলাম,
ধন্যবাদ সাইফুল। বানানগুলো ঠিক করে দেয়া হয়েছে। যদিও বাংলা আর বাঙলা নিয়ে তর্ক করাই যেতে পারে। বাঙলা শুদ্ধ হলে আমরা কেন আমাদের দেশটার নাম অশুদ্ধ করে ‘বাংলাদেশ’ লিখি তা আমি বুঝতে অক্ষম। সে হিসেবে সঠিক বানান হওয়া উচিৎ বাঙলাদেশ। হুমায়ুন আজাদ অবশ্য এভাবেই বানান লিখতেন।
@অভিদা,
যেসব তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদ করা যায় না সেগুলোতে “ং” বসে না।
বাঙলা তৎসম শব্দ। এর সন্ধি বিচ্ছেদ নেই। সে জন্য বাঙলা শব্দটা বাংলা হবে না। তৎসম শব্দ সংবাদ। এর সন্ধি বিচ্ছেদ হলঃ
সম+বাদ= সংবাদ। যেহেতু এর সন্ধি বিচ্ছেদ হয় সেজন্য এখানে “ং” বসবে।
শুধু হুমায়ুন আজাদ না, বাঙলা ভাষার অনেক রথি মহারথিরাই বাঙলা বানান ব্যাবহার করত। যেমনঃ আহমেদ শরিফ, ডঃসুনীতিকুমার চট্টপাধ্যায় প্রমুখ। 🙂
আমার নিজের বাঙলা বানানে অবশ্য চমৎকার অবস্থা। বানান নিয়ে আমার কথা বলাটাই অবশ্য ভাব নেওয়ার মতন। তবে আমি শুধু বাঙলা বা বাঙলাদেশ বানানটার ক্ষেত্রেই একটু মাষ্টারি করি। অন্য কোনটা নিয়ে না। :))
@সাইফুল ইসলাম,
তৎসম শব্দগুলো মনে হয় ‘বঙ্গ – বঙ্গীয়- বঙ্গদেশ’ হবে । বাংলা বা বাঙলা তদ্ভব শব্দ।
@মুক্তমনা এডমিন,
প্রিয় এডমিন আজকে আমি পাসওয়ার্ড দিয়ে মুক্তমনায় লগইন করতে পারিনি। নতুন পাসওয়ার্ড বানানোর চেষ্টাও করেছি কিন্তু করতে পারিনি। কোন সমস্যা হয়েছে কি? আমার ই-মেইলে কি একটি নতুন পাসওয়ার্ড পাঠানো যাবে অনুগ্রহ ক’রে? অথবা আগের পাসওয়ার্ড দিয়ে কি আমি লগইন করতে পারবো?
তামান্না ঝুমু।
@তামান্না ঝুমু,
সমস্যাটি সমাধান উপরেই দেয়া হয়েছে। আপনি ব্রাউজারে লিংকে banga_blog কে bangla_blog করে দিন।নতুন লিংকটা হবে: http://blog.mukto-mona.com/
@তামান্না ঝুমু,
আপনার একাউন্ট পুরোন পাসওয়ার্ডে রিসেট করা হয়েছে। এ সংক্রান্ত ইমেইলও পাঠানো হয়েছে। ইমেইলটি প্রথমে পড়ুন তারপর লগইন করে দেখুন কোন সমস্যা হচ্ছে কিনা। কোন সমস্যা হলে যোগাযোগে কুন্ঠিত হবেন না।
@মুক্তমনা এডমিন,
অনেক ধন্যবাদ ই-মেইল পেয়েছি এবং লগইন করতে পেরেছি। গতকাল থেকে আমি অসংখ্যবার চেষ্টা করে করে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি গুগল বক্সে অথবা ইন্টারনেট খুললে হাতের ডান পাশে যেখানে bing লেখা আসে সেখানে মুক্তমনা লিখে মুক্তমনায় প্রবেশ করি। মুক্তমনায় প্রবেশ করতে কোন সমস্যা হয়নি , সমস্যা হয়েছিল লগইন করতে। এড্রেসবারে
লিখেও চেষ্টা করেছি কাজ হয়নি। মাঝে মাঝে একটি সমস্যা হয়। মুক্তমনার লেখাগুলো বাংলা হরফে না এসে অচেনা কোন হরফে আসে, আবার কয়েক ঘন্টা পরে নিজে নিজে ঠিক হয়ে যায়। এ রকম কেন হয়?
@মুক্তমনা এডমিন,
অভিজিত দাকে নিয়ে সুষুপ্ত পাঠকের অভিজিৎ রায়ের কোন মুখবন্ধ প্রয়োজন নেই লেখাটিতে মন্তব্য অপশন বন্ধ রয়েছে। অনুগ্রহপূর্বক একটু দেখবেন প্লিজ।