সঙ্গতকরনে অন্যায় সমীকরণ; পুরোনো বোঝা,
চাইনি,
যা আমার নয়, ছেড়ে আসা, প্রয়োজনহীন
এতদিন পরে; কেন?

উবে যাওয়া অস্তিত্বহীন অকারণ অনুভব স্মৃতি;
অপরিণত,
খেয়ালি চারপাশের স্বয়ংক্রিয় স্বাভাবিক জটিলতা;
উপরি অস্বস্থি আলিঙ্গন, কেন?

অস্বচ্ছ আবর্জনা ছুঁড়ে ফেলে সম্পূর্ণ দৃশ্যমান
আমি,
কোমল সবুজ প্রান্তরে পুনরায় একান্ত একাকী
সময়াতিক্রান্ত, তবু প্রশ্নবিদ্ধ; কেন?

ভাবনা; যেভাবেই হোক, অন্তত সে অভিজ্ঞ;
আলোময়,
পিছলে যেতে আপারগ; এবং সত্ত্বা; মার্যাদাভক্ত,
প্রায় সম্পূর্ণ, নয় কেন?