সঙ্গতকরনে অন্যায় সমীকরণ; পুরোনো বোঝা,
চাইনি,
যা আমার নয়, ছেড়ে আসা, প্রয়োজনহীন
এতদিন পরে; কেন?
উবে যাওয়া অস্তিত্বহীন অকারণ অনুভব স্মৃতি;
অপরিণত,
খেয়ালি চারপাশের স্বয়ংক্রিয় স্বাভাবিক জটিলতা;
উপরি অস্বস্থি আলিঙ্গন, কেন?
অস্বচ্ছ আবর্জনা ছুঁড়ে ফেলে সম্পূর্ণ দৃশ্যমান
আমি,
কোমল সবুজ প্রান্তরে পুনরায় একান্ত একাকী
সময়াতিক্রান্ত, তবু প্রশ্নবিদ্ধ; কেন?
ভাবনা; যেভাবেই হোক, অন্তত সে অভিজ্ঞ;
আলোময়,
পিছলে যেতে আপারগ; এবং সত্ত্বা; মার্যাদাভক্ত,
প্রায় সম্পূর্ণ, নয় কেন?
কবিতা লেখার অভ্যাস নেই। পড়তে ভাল লাগে, লেখতে ইচ্ছে হয়। ভাল লাগলো কবিতাটা পরে।
হযরত গুগুল :))
আপনি তো ভাই সাংঘাতিক লোক 🙂
গোয়েন্দা বিভাগে কাজ করলে বোধ হয় ভালো করতেন 😉
আপনি ঠিকই ধরেছেন এটাই আমার পাহাড়ি কোলে বনাঞ্চলের ছায়া ঢাকা গ্রাম। কিন্তু এত সব তথ্য আপনি পেলেন কোথা থেকে :-s
আপনার কবিতা নিয়ে আমার কোন অভিযোগ নেই। কবিতাটি নিঃসন্দেহে কঠিন ভালো। তবে আমার অভিযোগ কবিতাটির নাম “দুখবিলাস”করন নিয়ে। আবশ্য এটা আপনি অজান্তেই করেছন। মূল রহস্যটা খুলে না বলল্লে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে না। আমার গ্রামের নাম “সুখবিলাস”।
“দুখবিলাস” নামটি দেখার পরে মনে হল আমার সুন্দর গ্রামের নামটিকে আপনি ভেংচি কাটছেন :))
@রাজেশ তালুকদার,
অদ্ভুত সুন্দর নামের এমন একটা গ্রাম যে আছে জানতামই না। গ্রামটার নামকরনে গ্রামবাসী হিসেবে আপনিও নিশ্চই দায়ী। তাই আপনাকে অভিনন্দন।
দুঃখবিলাস তো সুখেরই আরেক রূপ, তাই মনে হয় ওটা আসলে সুখই। আর সুখকে বিলাসী হতে না দিলেই হয়ত ভালো, কারন ওটাকে স্পর্শবৃত্তে ভেতর রাখাই কাজের কথা।
খুব ভালো থাকুন আর সহজ করে নতুন করে আমাদের আঞ্চলিক গৌরবের কথাগুলো আরো বেশী করে লিখে আলসেদেরকে ঋণী করুন। (D)
@রাজেশ তালুকদার, আর একটু যোগ করি……নামটি নিয়ে আপনার স্পর্শকাতরতার কারনে নিতান্তই কৌতূহলবশত একটু অনুসন্ধান করলাম। ঐতিহাসিক মূল্য ছাড়াও ঐ পাহাড়ি এলাকায় যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে তা নিয়ে লিখুন না কেন?
এই গ্রামের কথাই বলেছেন তো তাই না?
খুব সুন্দর!
কবির কাছে আরও কবিতা আশা করছি!
@লাইজু নাহার,
আলোময় কথাটা হয়ত একটু বাড়াবাড়ি হয়ে গেছে তবে; কবিতার গঠনের খাতিরে আরকি। আংশিক আলোময় বলতে পারা যায় বৈকি।
মন্তব্য দেখে ভালো লাগলো। ভালো থাকুন। (F)
আচ্ছা আরেকটা প্রশ্ন মনে এলো,
এই “কেন” এর উত্তর আপনার জানা আছে? অথবা যেদিন জানবেন সেদিন এই কবিতাটা কতটা আবেদনময়ী হবে আপনার কাছে?
@টেকি সাফি,
সব উত্তর আসলে আমরা ইচ্ছা করেই হয়ত জানতে চাই না, দুঃখবিলাস ভালো লাগে তাই। বৈজ্ঞানিক উত্তরটা জানলেও। কেউ কেউ হয়ত এমনিই বিলাসী আবার কারো কারো ক্ষেত্রে হয়ত শুধুই বাস্তবতা, তা তিরিশ বছর পরে হলেও। স্মৃতি শব্দটা ভীষণ গোলমেলে। সবকিছুর পরও, এমনটা অনেকেই চাই বলেই তা পাওয়ার ভেতর বেঁচে রয়।
সরি উত্তরটা গম্ভীর হয়ে গেল। :))
কী হে কাজী ভাই, মনের মধ্যে কী কেমন কেমন করে? হেঃ হেঃ :))
কবিতাটা বেশ ভালো লেগেছে (Y)
বেশ ভালো লাগল কবিতা’টা।
@আফরোজা আলম,
উবে যাওয়া অস্তিত্বহীন অকারণ অনুভব স্মৃতি……দুঃখ বিলাস ভালো লেগেছে জেনে ভালো লাগলো। (F)
আমার সুখবিলাস আছে যথেষ্ট পরিমানে , বসবাস সেখানেই । চটপটি খাওয়ার মত দূঃখ বিলাসের স্বাদ সেজন্য কখনও কখনও মন্দ লাগে না , যদি ঘরে ফিরে আবার বিরিয়ানী খাওয়া যায়।
@সংশপ্তক,
জবাবটা এখনই দিচ্ছি না; তবে দেবো হয়ত। আপনার কবিতাভাবনায় যেমন বাস্তবতা স্বপ্নকে ম্লান করে চলে যায় নতুন নতুন উচ্চতায়, ঠিক তেমনি ধরনের একটা উত্তর, অথচ বাস্তব।
ইত্যবসরে সুখ বিলাসে ডুবে থাকুন। ওহ একটা কথা, দুঃখ বিনে সুখের আবার সুখ কি, দুঃখ তাই বিলাস হয়েও সুখ ভালোবাসার আবীর ছড়ায়।
@কাজী রহমান,
স্বার্বভৌম সুখ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সুখ। সে সুখ অন্য কোন কিছুর উপর নির্ভরশীল নয়। দূঃখের উপনিবেশে সেন্সরশীপ থাকায় অধিবাসীরা স্বার্বভৌম সুখের সাথে পরিচিত নন , বরং তারা কেবল ‘তুলনামুলক সুখকেই’ সুখ বলে ভ্রম করেন। :))
@সংশপ্তক,
:)) :)) :)) উত্তর পছন্দ হয়েছে, হোক তা ইউটোপিও তবু পছন্দ হয়েছে :)) :)) :))